Home / Recent / ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS)এগজামিনেশন ২০২০-র জন্য আবেদন শুরু

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS)এগজামিনেশন ২০২০-র জন্য আবেদন শুরু

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS)এগজামিনেশন ২০২০-র জন্য আবেদন শুরু

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS)এগজামিনেশন ২০২০-র জন্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS)এগজামিনেশন ২০২০-র জন্য আবেদন শুরু হবে ৫ নভেম্বর সকাল ১১টা থেকে, চলবে ২৫ নভেম্বর ২০১৯ রাত ১২টা পর্যন্ত। নীচের যোগ্যতায় যে কোনও ভারতীয়রা আবেদন করতে পারবেন। প্রিলিমিনারি পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারি ২০২০-তে।

যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় গ্রাজুয়েট ডিগ্রি। বাংলা লিখতে পড়তে ও বলতে জানতে হবে। (নেপালি ভাষীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।)

ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস (গ্রুপ বি)-এর ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ১.৬৫ মিটার ও মহিলা প্রার্থীদের ১.৫০ মিটার হতে হবে। গোর্খা, গাড়োয়ালি ও অসমের উপজাতি ইত্যাদি প্রার্থীরা উচ্চতার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

আবেদন ফি: ২১০ টাকা। বাড়তি সার্ভিস চার্ড। রাজ্যের তপশিলি জাতি/উপজাতি ও ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের ফি দিতে হবে না। অফলাইনে চালানের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে না। অফলাইনে আবেদন ফি জমা দিলে চালান জেনারেট করতে হবে ২৫ নভেম্বর, ২০১৯-এর মধ্যে।

বেতনক্রম: গ্রুপ এ: পে ব্যান্ড ফোর এ অনুযায়ী বেতন দেওয়া হবে ১৫৬০০-৪২০০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদনের পদ্ধতিhttp://pscwbapplication.in/ ওয়েবসাইটে গিয়ে নিজের জন্য আবেদন করতে হবে। নিজের বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদন করার আগে ‘ওয়ান টাইম এনরোলমেন্ট’ স্কিমে নাম নথিভূক্ত করতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রিলিমিনারি, মেইন পরীক্ষা ও পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে প্রিলিমিনারি ও মেইন। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ১. ইংলিশ কম্পোজিশন, ২. জেনারেল সায়েন্স, ৩. জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলির কারেন্ট অ্যাফেয়ার্স, ৪. ভারতীয় ইতিহাস, ৫. ভারতের ভূগোল সঙ্গে পশ্চিমবঙ্গের বিশেষ গুরুত্ব, ৬. ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ৭. ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ৮. জেনারেল মেন্টাল এবিলিটি। এর প্রত্যেকটিতে ২৫ নম্বর করে মোট ২০০ নম্বর থাকবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলে মেইন পরীক্ষা দিতে পারবেন।

মেইন পরীক্ষায় ৬টি পেপার থাকবে। পেপার ওয়ানে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষায় লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি, কম্পোজিশন ও অনুবাদ। পেপার টুতে ইংলিশ লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি, কম্পোজিশন, ইংরেজি থেকে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষায় অনুবাদ। পেপার থ্রি জেনারেল স্টাডিজ-ওয়ান (ভারতীয় ইতিহাস ও ভূগোল পশ্চিমবঙ্গের বিশেষ গুরুত্ব সহ)। পেপার ফোরে জেনারেল স্টাডিজ-টু (সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স)। পেপার ফাইভে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমি। পেপার সিক্সে অ্যারিথমেটিক ও রিজনিং। সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন:  Click Here  

Check Also

TET- 2022 GUIDELINES

📌📌📌 TET-2022 এর syllabus ও কিছু আনুষাঙ্গিক বিষয় নিয়ে একটি guidelines প্রকাশ করা হয়েছে। 📌📌📌 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *