Tuesday , March 19 2024
Home / Govt Jobs / TET- 2022 GUIDELINES

TET- 2022 GUIDELINES

📌📌📌 TET-2022 এর syllabus ও কিছু আনুষাঙ্গিক বিষয় নিয়ে একটি guidelines প্রকাশ করা হয়েছে।

📌📌📌 TET-2022 exam এর তারিখ হলো 11.12.2022 (Sunday – 12 p.m to 2:30 p.m. পর্যন্ত 2 hours & 30 minutes এর exam.)

📌📌📌 TET-2022 এর আবেদন চলবে 03.11.2022 তারিখের রাত ১২ টা পর্যন্ত।

📌📌📌 Application fees একবার paid হয়ে গেলে কোনো অবস্থাতেই তা refund হবেনা (only exam cancellation ছাড়া)।*

*📌📌📌 candidate কে exam এর ২ ঘন্টা পূর্বে পৌঁছে যেতে হবে, পরীক্ষা শুরু হয়ে গেলে কোনো অবস্থায় আর allow করা হবে না।

📌📌📌 প্রত্যেক candidate এর জন্য roll no indicate করে seat থাকবে আলাদা আলাদা। কোনো অবস্থায় seat change করলে ঐ প্রার্থীর পরীক্ষা বাতিল হবে ও কোনো মামলা এক্ষেত্রে গ্রাহ্য হবে না।

📌📌📌 exam centre এর ভিতর নিম্নলিখিত জিনিস গুলো নিয়ে যেতে পারবে না –
(a) Any stationery item like textual material (printed or written), bits of papers, Geometry/
Pencil Box, Plastic Pouch, Calculator, Scale, Writing Pad, Pen drives, Eraser, Log Table,
Electronic Pen/ Scanner, Cardboard etc.

(b) Any communication devices like Mobile phones, Bluetooth, Earphones* Microphone, Pager, Health band etc.

(c) Any Watch/Wrist watch, Camera, Wallet, Goggles, Handbags, Gold ornaments etc.

(d) Any other item which could be used for unfair means and for hiding communication devices/
gadgets like Camera, Bluetooth device etc.

📌📌📌 invigilator এর special permission ছাড়া পরীক্ষা শেষ হওয়ার পূর্বে কোনো candidate examination room ত্যাগ করতে পারবে না।*

📌📌📌 examination hall এ ধূমপান, তামাক, থুতু ফেলা কঠোরভাবে নিষিদ্ধ

📌📌📌 পরীক্ষা চলাকালীন exam hall এ tea, coffee, cold drinks or যে কোনো ধরনের snacks নিয়ে যাওয়া যাবেনা।

📌📌📌 TET certificate এর validity lifetime, কোনো candidate একবার tet-2022 এ qualified হয়ে আবার পরবর্তী কালে TET exam এ বসতে পারবে নিজের score বাড়ানোর জন্য।

📌📌📌 website থেকে valid admit card download করে exam hall এ যেতে হবে, valid admit card ব্যতীত কোনো অবস্থাতেই কোনো‌ candidate কে allow করা হবে না পরীক্ষার জন্য।

📌📌📌 TET-2022 এর qualifying marks হলো ৯০ অর্থাৎ ১৫০ নং এর পরীক্ষা তে একজন qualified candidate কে ৬০% পেতে হবে কিন্তু SC,ST, OBC-A, OBC-B, PH, EC, Ex-Servicemen and DH (Death-in-harness) candidates দের জন্য ৫% relaxation দিয়ে ৫৫% অর্থাৎ ওনাদের qualifying marks ৮২.৫০ পেলেই হবে।

📌📌📌 সব Multiple choice Question থাকবে ও প্রতিটি প্রশ্নের মান ১ নং, কোনো negative marks নেই, বাংলা ও ইংরেজী দুই ভাষাতেই প্রশ্ন হবে।

📌📌📌 Subject অনুযায়ী number distribution হলো –
A. Child Development and Pedagogy- 30
B. Language I (Bengali/Hindi/Oriya/Telugu/Nepali/Santhali/Urdu)- 30
C. Language II (English) -30
D. Mathematics – 30
E. Environmental Studies – 30
Total – 150

📌📌📌 15 Marks in Pedagogy confirmed on each subject
Pedagogy marks
Child psychology & pedagogy =30
Bengali pedagogy=15
English pedagogy=15
Math pedagogy. =15

EVS Pedagogy. =15

Total pedagogy marks=90 (150 marks এর মধ্যে।

Check Also

CTET -2022

♦️♦️CTET জুলাই 2022 পরীক্ষার বিজ্ঞপ্তি ।। 🏵️🏵️ CTET জুলাই 2022 পরীক্ষার বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *