বাড়িতে তৈরি করুন হ্যান্ড সেনিটাইজার
(HOME MADE HAND SANITIZER)
মেডিক্যাল স্টোরে হ্যান্ড সেনিটাইজার নেই।নেই তো নেই। মাক্সও উধাও। WHO’র গাইডলাইন অনুযায়ী করোনা এড়াতে মাক্স ব্যবহারের থেকেও হাত পরিস্কার রাখা বেশি জরুরি। বাজারে সেনিটাইজার না পেলে দুশ্চিন্তা করবেন না। WHO নির্দেশিত হোমমেড হ্যান্ড সেনিটাইজার তৈরি করে নিতে পারেন খুব সহজেই।
তিন কাপ ডক্টরস স্পিরিটের (আইসো প্রোপাইল অ্যালকোহল) এর সাথে এক কাপ অ্যলোভেরা জেল মিশিয়ে নিন। পারলে এক চা চামচ গ্লিসারিন মিশিয়ে নিলে হাতে বেশ নরম অনুভতি হবে। এরপর ভালো করে গুলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হ্যান্ড সেনিটাইজার। পুরো ক্রমে ধাতব পাত্র ব্যবহার না করাই ভালো।