Saturday , June 10 2023
Home / GK / GK QUESTIONS

GK QUESTIONS

1)গ্যাসোলিন ব্যবহৃত হয়- মোটর গাড়ির জ্বালানিতে৷

2) চারমিনার কোন রাজ্যে অবস্থিত ? তেলেঙ্গানা৷

3) অয়েল অব ভিট্রিয়ল কাকে বলে? সালফিউরিক অ্যাসিড।

4) শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন ? হর্ষবর্ধন৷

5) মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি ? স্টেপিস৷

6) ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত ? গঙ্গা৷

7) মর্লে মিন্টো সংস্কার আইন কবে হয়েছিল ? ১৯০৯ সালে৷

৪) নামদফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ? অরুণাচল প্রদেশ।

9) মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি ? যকৃত৷

10) কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ? ১৮৫৭ সালে৷

11) পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত ? কেরালা।

12) নর্মদা নদীর উৎপত্তি কোন পর্বত থেকে? অমরকন্টক।

13) কত তারিখে বিশ্ব জলদিবস পালিত হয় ? ২২শে মার্চ।

14) সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে ? কেরালা|

15) কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? অন্ধ্রপ্রদেশ৷

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *