Friday , April 19 2024
Home / GK / সাধারণ জ্ঞান : ভারতের জাতীয় উদ্যান

সাধারণ জ্ঞান : ভারতের জাতীয় উদ্যান

ভারতের জাতীয় উদ্যান

প্রশ্ন:- করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- উত্তরাঞ্চলের গাড়োয়ালে।

প্রশ্ন:- পেরিয়ার স্যাংচুয়ারী কোথায়?
উত্তর:- কেরলের ইডুকিতে।

প্রশ্ন:- ভীমবাঁধ স্যাংচুয়ারী কোথায় অবস্থিত?
উত্তর:- বিহারের মুঙ্গেরে।

প্রশ্ন:- ডাম্পা স্যাংচুয়ারী কোথায় অবস্থিত?
উত্তর:- মিজোরামের আইজলে।

প্রশ্ন:- মানস স্যাংচুয়ারী কোথায়?
উত্তর:- অসমের জোড়হাটে।

প্রশ্ন:- সিমলিপাল স্যাংচুয়ারী কোথায় অবস্থিত?
উত্তর:- ওড়িশার ময়ূরভজ্ঞে।

প্রশ্ন:- নামডাফা স্যাংচুয়ারী কোথায় অবস্থিত?
উত্তর:- অরুনাচল প্রদেশের তিরাপে।

প্রশ্ন:- ঘানা বার্ড স্যাংচুয়ারী কোথায় অবস্থিত?
উত্তর:- রাজস্থানের ভরতপুরে।

প্রশ্ন:- হাজারিবাগ স্যাংচুয়ারী কোথায় অবস্থিত?
উত্তর:- বিহারের হাজারিবাগে।

প্রশ্ন:- গান্ধীসাগর স্যাংচুয়ারী কোথায় অবস্থিত?
উত্তর:- মধ্যপ্রদেশের ম্যান্ডাসাউরে।

প্রশ্ন:- সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- কেরলে।

প্রশ্ন:- ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- তামিলনাডু।

প্রশ্ন:- ভিতরকনিকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- ওড়িশা।

প্রশ্ন:- মুরলেন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- মিজরাম।

প্রশ্ন:- ম্যরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- গুজরাট।

প্রশ্ন:- মোলেম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- গোয়া।

প্রশ্ন:- ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- গুজরাট।

প্রশ্ন:- বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- বিহার।

প্রশ্ন:- পিন-ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- হিমাচল প্রদেশ।

প্রশ্ন:- সিরোই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- মনিপুর।

প্রশ্ন:- গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- গুজরাটের জুনাগরে।

প্রশ্ন:- কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- অসমের জোড়হাটে।

প্রশ্ন:- বান্দীপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- কর্ণাটকের মহীশূরে।

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *