Q1. বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস 2021 এর মূল প্রতিপাদ্যটি কি
উত্তর-এই বছর বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসের প্রতিপাদ্য টি হল ‘জনস্বার্থ হিসেবে তথ্য’।
Q2.কোন জীব তার জিভের বদলে পা দিয়ে সমস্ত কিছুর স্বাদ গ্রহণ করে?
উত্তর-প্রজাপতি
Q3. কোন স্থগিতাদেশে 1 থেকে 100 পর্যন্ত গননা করা হচ্ছে এ বর্ণটি কতবার প্রকাশিত হয়?
উত্তর-একবার ও নয়।
Q4.পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামোটি কার সমন্বয়ে গঠিত?
উত্তর-পৃথিবীর অন্তস্থলটি লোহা এবং নিকেল দিয়ে তৈরি।
Q5. গরম হলে কোন জিনিসটি জমে যায়?
উত্তর-ডিম
Q6. সত্যমেব জয়তে শব্দটি ভারতবর্ষের প্রতীক হিসেবে কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
উত্তর-মুণ্ডক উপনিষদ থেকে।
Q7. কোন কোন লিপিকে সমস্ত লিপির জন্মদাতা বলা হয়?
উত্তর-ব্রাহ্মী লিপি কে সমস্ত লিপির জন্ম দাতা বলা হয়।
Q8. ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর কোথায়?
উত্তর-নয়াদিল্লিতে।
Q9. কোন জীবের হার্ট গাড়ির মতন বিশালাকার?
উত্তর-তিমি মাছ।
Q10. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
উত্তর-রবীন্দ্রনাথ ঠাকুর।
Q11. ভারতের কোন রাজ্যকে ধানের ভান্ডার বলা হয়?
উত্তর-অন্ধপ্রদেশ।
Q12. গ্রাহক অধিকার দিবস বিশ্বজুড়ে কবে পালিত হয়?
উত্তর-15 ই মার্চ।
Q13.ভারতবর্ষের সবচেয়ে ছোট সমুদ্র পথ কোনটি?
উত্তর-অলিভ রিডলে কচ্ছপ ভারতে পাওয়া সব থেকে ছোট প্রজাতির কচ্ছপ।
Q14.বিশ্বের কোন প্রাণীর পাঁচটি চোখ রয়েছে?
উত্তর মৌমাছি।
Q15.মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি
উত্তর-ডলফিন।
Q16. এমন কোন দোকানদার যে আপনার কাছ থেকে পণ্যদ্রব্য নেয় এবং সাথে দামও নেয়
উত্তর-কুরিয়ার।
Q17. বাংলার প্রথম নির্বাচিত নরপতির নাম কী?
উ: গোপাল।

Q2.কোন জীব তার জিভের বদলে পা দিয়ে সমস্ত কিছুর স্বাদ গ্রহণ করে?

Q3. কোন স্থগিতাদেশে 1 থেকে 100 পর্যন্ত গননা করা হচ্ছে এ বর্ণটি কতবার প্রকাশিত হয়?

Q4.পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামোটি কার সমন্বয়ে গঠিত?

Q5. গরম হলে কোন জিনিসটি জমে যায়?

Q6. সত্যমেব জয়তে শব্দটি ভারতবর্ষের প্রতীক হিসেবে কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?

Q7. কোন কোন লিপিকে সমস্ত লিপির জন্মদাতা বলা হয়?

Q8. ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর কোথায়?

Q9. কোন জীবের হার্ট গাড়ির মতন বিশালাকার?

Q10. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

Q11. ভারতের কোন রাজ্যকে ধানের ভান্ডার বলা হয়?

Q12. গ্রাহক অধিকার দিবস বিশ্বজুড়ে কবে পালিত হয়?

Q13.ভারতবর্ষের সবচেয়ে ছোট সমুদ্র পথ কোনটি?

Q14.বিশ্বের কোন প্রাণীর পাঁচটি চোখ রয়েছে?

Q15.মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি

Q16. এমন কোন দোকানদার যে আপনার কাছ থেকে পণ্যদ্রব্য নেয় এবং সাথে দামও নেয়

Q17. বাংলার প্রথম নির্বাচিত নরপতির নাম কী?

Q18. কোন কোন রাজশক্তির মধ্যে ‘ত্রিশক্তি সংঘর্ষ’ হয়েছিল?
উ: পাল-প্রতিহার-রাষ্ট্রকূট।

Q19. “পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ” উপাধি কে গ্রহণ করেছিলেন?
উ: ধর্মপাল।

Q20. পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উ: প্রথম মহীপাল।

Q21. কৈবর্ত বিদ্রোহ কোন পালরাজার রাজত্বকালে সংঘটিত হয়?
উ: দ্বিতীয় মহীপাল।

Q22. কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
উ: দিব্য বা দিব্বোক।

Q23. পাল যুগের দুজন ভাস্কর্য শিল্পীর নাম লেখ।
উ: ধীমান পাল ও বীতপাল।

Q24.চর্যাপদ কোন যুগে রচিত হয়েছিল?
উ: পাল যুগে।

Q25. “আয়ুর্বেদ দীপিকা” গ্রন্থের লেখক কে?
উ: চক্রপানি দত্ত।

Q26. বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন?
উ: ধর্মপাল।
Q27.এশিয়ার রোম কাকে বলা হয়?
দিল্লি

Q27.এশিয়ার রোম কাকে বলা হয়?

Q28. দিল্লিতে অবস্থিত গান্ধীজীর সমাধিস্থলের নাম কী?
রাজঘাট

Q29. FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
1904 সালে

Q30. কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায়?
76 বছর

Q31. জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
চীন

Q32. চিনের প্রাচীর কে নির্মান করেন?
চিনের রাজা কিন শি হুয়াং

Q33. হামিং বার্ড কোন দেশের জাতীয় প্রতীক?
ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো

Q34. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?
গ্রিক বিজ্ঞানীরা

Q35. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
আনাইমুদি

Q36. ভারতের অরণ্য গবেষনাগার টি কোথায় অবস্থিত?
দেরাদুন

Q37. পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি কোথায় জন্মগ্রহন করেছিল?
ইংল্যান্ড

Q38. বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয়?
11 জুলাই

Q39. বিশ্বের কত শতাংশ মানুষ সমতলে বাস করেন?
90%

Q40. ভারতের প্রথম কৃত্তিম উপগ্রহ কোনটি?
আর্যভট্ট

Q41. সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি?
অ্যানাবিনা, নস্টক

Q42. কোন ধাতুর আকরিকের নাম ‘গ্যালেনা’?
সীসা

Q43. স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয়?
ইস্পাত

Q44. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘ PVC ‘শব্দ টির অর্থ কি?
পলিভিনাইল ক্লোরাইড

Q45. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
শূন্য

Q46. দুর্গাপুর কী নামে পরিচিত?
ভারতের রুঢ়

Q47. ভারতের সংবিধান কতসালে কার্যকরী হয়?
উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী।

Q48.ভারতীয় সংবিধানে রাজ্যসভার মেয়াদ কত বছর?
উঃ ৬ বছর।

Q49.ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি?
উঃ ছয়টি।

Q50.ভারতীয় সংবিধানের সংশোধনীর ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?
উঃ দক্ষিণ আফ্রিকা।
