Saturday , April 20 2024
Home / GK / সাধারণ জ্ঞান:বিষয়- ইতিহাস ( হরপ্পা সভ্যতা ও সিন্ধু সভ্যতা)

সাধারণ জ্ঞান:বিষয়- ইতিহাস ( হরপ্পা সভ্যতা ও সিন্ধু সভ্যতা)

সাধারণ জ্ঞান:বিষয়- ইতিহাস ( হরপ্পা সভ্যতা ও সিন্ধু সভ্যতা)

প্রশ্ন- সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল?
উত্তর- কৃষিকাজ।

প্রশ্ন- মহেঞ্জোদারো শব্দটির অর্থ কি?
উত্তর- মৃতের স্তুপ।

প্রশ্ন- কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল?
উত্তর- লোহা।

প্রশ্ন- সিন্ধু সভ্যতায় কোন্ জন্তুর কোন উল্লেখ পাওয়া যায়নি ?
উত্তর- ঘোড়া।

প্রশ্ন- সিন্ধসভ্যতার অধিবাসীদের ব্যাবহৃত স্নানাগার এর নিদর্শন কোথায় পাওয়া যায়?
উত্তর-মহেঞ্জোদারো।

প্রশ্ন- মহেঞ্জোদারো কে প্রথম আবিষ্কার করেন?
উত্তর- রাখালদাস বন্ধোপাধ্যায়।

প্রশ্ন- সিন্ধু সভ্যতা নামকরণ কে করেন?
উত্তর-জন মার্শাল।

প্রশ্ন- হরপ্পা কে আবিস্কার করেন?
উত্তর- দয়ারাম সাহানি।

প্রশ্ন- বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয় কোনটি?
উত্তর- লেথাল।

প্রশ্ন- হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেব দেবী কে ছিলেন?
উত্তর- শিব।

প্রশ্ন- মহেঞ্জোদারো সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল?
উত্তর- সিন্ধু।

প্রশ্ন- সিন্ধুসভ্যতার যুগের বাড়ি গুলি কি দ্বারা নির্মিত ছিল?
উত্তর- ইট।

প্রশ্ন- সিন্ধুসভ্যতার কবে আবিষ্কৃত হয়?
উত্তর- ১৯২১।

প্রশ্ন- ভারত কে নৃতত্ত্বের জাদুগর কে বলেছেন ?
উত্তর- ভিনসেন্ট স্মিথ।

প্রশ্ন- ভারতকে হিমালয়ের দান কে বলেছেন?
উত্তর- কে.এম.পানিক্কর।

প্রশ্ন- বেদ কথাটির অর্থ কি?
উত্তর- জ্ঞান।

প্রশ্ন- বেদ কোন ভাষায় রচিত হয়?
উত্তর- সংস্কৃত।

প্রশ্ন- ঋকবেদে মোট কত সংখ্যক মন্ত্র আছে?
উত্তর- ১০২৮.

প্রশ্ন- জাদুবিদ্যার বই বলা হয় কোন বেদ কে?
উত্তর- অথর্ব বেদ।

প্রশ্ন- অনার্যদের বেদ বলা হয় কোন বেদ কে?
উত্তর- অথর্ববেদ-কে।

প্রশ্ন- সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি?
উত্তর- ঋকবেদ।

প্রশ্ন- কোন বেদে গায়ত্রীমন্ত্র রচিত আছে?
উত্তর- ঋকবেদে।

প্রশ্ন- বেদের ওপর নাম কি?
উত্তর- শ্রুতি।

প্রশ্ন- পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিলো?
উত্তর- দক্ষিণপূর্ব এশিয়া।

প্রশ্ন- কোন অঞ্চলে আর্যজাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে?
উত্তর- পাঞ্জাব।

প্রশ্ন- কোন বেদে তন্ত্রসাধনার ক্রিয়াকলাপের নির্দেশ আছে?
উত্তর- অথর্ববেদ।

প্রশ্ন- ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উৎস বলা যেতে পারে কোন বেদকে?
উত্তর- সামবেদ।

প্রশ্ন- অথর্ব বেদে কতগুলি মন্ত্র আছে?
উত্তর- ৫৯৭৮.

প্রশ্ন- সামবেদে কতগুলি স্তোত্র আছে?
উত্তর- ১৫৪৯.

প্রশ্ন- কোন বেদে জাগ্ যজ্ঞের নির্দেশ দেওয়া আছে?
উত্তর- যজুর্বেদ।

 

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *