RRB Group D Mok Test RRB Mock Test | Free RRB Online Test রেলের GROUP-D ও Group-C এর বিগত বছরের সমস্ত প্রশ্ন 1. লোদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে? ক. সিকান্দার লোদী খ. বহলুল লোদী গ. ইব্রাহিম লোদী ঘ. দৌলত খান লোদী 2. মোহাম্মদ ঘোরীর কোন সেনাপতি বাংলা ও বিহারকে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন? ক. বখতিয়ার খলজি খ. কুতুবুদ্দিন আইবক গ. মুবারক খলজি ঘ. মির্জা হেকিম 3. ভারতে কেন্দ্রীয় ঔষধ গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? ক. লক্ষ্নৌ খ. পুনে গ. ব্যাঙ্গালুরু ঘ. দিল্লী 4. সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত বছর ? ক. 22 খ. 21 গ. 25 ঘ. 18 5. ভারত কোনটির উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? ক. নিকেল খ. কয়লা গ. ম্যাঙ্গানিজ ঘ. অভ্র 6. কোন ভারতীয় শাসক সর্বপ্রথম মুহাম্মদ ঘোরীকে পরাজিত করেছিলেন? ক. পৃথ্বীরাজ চৌহান খ. দ্বিতীয় ভীম গ. জয়চন্দ্র ঘ. আনন্দপালা 7. হিন্দুস্তান এন্টিবায়োটিক প্লান্ট কোথায় অবস্থিত? ক. বেঙ্গালুরু খ. ঋষিকেশ গ. পুনে ঘ. দিল্লী 8. হীরক রাসায়নিকভাবে – খাঁটি সোনা খাঁটি কয়লা খাঁটি কার্বন খাঁটি ক্যালসিয়াম কার্বনেট 9. ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখাকে কি বলে ? ক. ম্যাকমোহন খ. Radcliffe গ. স্টাফোর্ড ক্রিফস ঘ. লোক 10. কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল “বিক্রমাদিত্য”? ক. প্রথম চন্দ্রগুপ্ত খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত গ. সমুদ্রগুপ্ত ঘ. স্কন্দগুপ্ত 11. জল রাসায়নিকভাবে একটি – ক. হাইড্রোক্সাইড খ. অক্সাইড গ. যৌগ ঘ. কোনটিইট নয় 12. বাণভট্ট কার সভাকবি ছিলেন? ক. দ্বিতীয় চন্দ্রগুপ্ত খ. কনিষ্ক গ. শশাঙ্ক ঘ. হর্ষবর্ধন 13. হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন? ক. গুপ্ত খ. মৌখরী গ. পুষ্যভূতি ঘ. ঔধ্যেয় 14. যার সময়ে রাওলাট আইন পাশ হয়েছিল – ক. লর্ড মিন্টো খ. লর্ড চেম্সফোর্ড গ. লর্ড ডাফরিন ঘ. লর্ড ওয়েলিংটন 15. কোন ব্যক্তি দিল্লির আটজন সুলতানের শাসন প্রত্যক্ষ করেছিলেন? ক. জিয়াউদ্দিন বারনি খ. মিনহাজ উস সিরাজ গ. আমির খসরু ঘ. শামস ই সিরাজ 16. প্রাকৃতিক রাবারকে শক্ত করতে কি মেশানো হয়? ক. ক্লোরিন খ. সালফার গ. কার্বন ঘ. নাইট্রোজেন 17. পাখিদের দেহের তাপমাত্রা কত? ক. ৩৯-৪০ ডিগ্রী সেলসিয়াস খ. ৪০-৪২ ডিগ্রী সেলসিয়াস গ. ৪৫-৪৮ ডিগ্রী সেলসিয়াস ঘ. ৫০-৫২ ডিগ্রী সেলসিয়াস 18. রেডিও কার্বন যার বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়? ক. জীবাশ্ম খ. শিলা গ. পৃথিবী ঘ. পাথর 19. বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে? ক. Tropopause খ. Ionosphere গ. Troposphere ঘ. কোনটিই নয় 20. রক্ততঞ্চনের জন্য কোন প্রোটিন দায়ী? ক. গ্লোবিউলিন খ. ফাইব্রোন গ. ফাইব্রিনোজেন ঘ. এদের কোনটিই নয় 21. নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয় ? ক. CH4 খ. CH6 গ. C2H2 ঘ. None of the above 22. মানব রক্তের pH এর মাত্রা কত? ক. ৭ খ. ৬.৫ গ. ৭.৪ ঘ. ৬ 23. ভারতের শ্রেষ্ঠ রজন উৎপাদনকারী রাজ্য কোনটি ? ক. মধ্যপ্রদেশ খ. বিহার গ. হিমাচল প্রদেশ ঘ. আসাম 24. RAM শব্দটির অর্থ কি? ক. Random Access Memory খ. Random Awerness Memory গ. Random All Memory ঘ. None of the above 25. পার্লামেন্টের যুক্ত অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী গ. স্পিকার ঘ. উপরাষ্ট্রপতি 26. সিন্ধুর কোন হিন্দু সম্রাট আরব আক্রমণকারীদের দ্বারা পরাজিত ও নিহত হয়েছিলেন? ক. জয়সিংহ খ. জয়চন্দ্র গ. দাহির ঘ. ভীম 27. বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত? ক. 22 খ. 20 গ. ২1 ঘ. 24 28. রিজার্ভ ব্যাংক কোন রাজ্য সরকারের কার্য পরিচালনা করে না ? ক. অসম খ. জম্মু ও কাশ্মীর গ. নাগাল্যান্ড ঘ. এদের কোনটিই নয় 29. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? ক. ১৫৫৬ খ. ১৫২৬ গ. ১৫৭৬ ঘ. ১৭৬১ 30. সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না ? ক. লোহা খ. তামা গ. সোনা ঘ. ব্রোঞ্জ Loading … Question 1 of 30 Share this:WhatsAppMoreTweet Share Facebook Twitter