DRDO CEPTAM A&A Various Post Recruitment Online Form 2019
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন:এ ২২৪টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা –
স্টেনোগ্রাফার গ্রেড ২: স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ, এছাড়া ডিকটেশন ৮০টি শব্দ প্রতি মিনিট করে ১০ মিনিট এবং ট্রান্সক্রিপশন ৫০ মিনিটে স্কিল টেস্ট দিতে হবে।
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (ইংলিশ টাইপিং): স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা সমতুল, এছাড়া ১০ মিনিটের জন্য ৩৫ টি শব্দ প্রতি মিনিট ইংলিশ টাইপিং স্কিল টেস্ট দিতে হবে।
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (হিন্দি টাইপিং): স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা সমতুল, এছাড়া ১০ মিনিটের জন্য ৩০টি শব্দ প্রতি মিনিট স্পিডে ইংলিশ টাইপিং স্কিল টেস্ট দিতে হবে।
স্টোর অ্যাসিস্ট্যান্ট (ইংলিশ টাইপিং): স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা সমতুল, এছাড়া ১০ মিনিটের জন্য ৩৫টি শব্দ প্রতি মিনিট স্পিডে ইংলিশ টাইপিং স্কিল টেস্ট দিতে হবে।
স্টোর অ্যাসিস্ট্যান্ট (হিন্দি টাইপিং): স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা সমতুল, এছাড়া ১০ মিনিটের জন্য ৩০টি শব্দ প্রতি মিনিট স্পিডে ইংলিশ টাইপিং স্কিল টেস্ট দিতে হবে।
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা সমতুল, এক্সসার্ভিসম্যান হলে তাঁদের আর্মি ফোর্স থেকে সমতুল সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কাজের জন্য শারীরিক সক্ষমতা ও ফিটনেস থাকতে হবে।
ক্লার্ক (ক্যান্টিন ম্যানেজার গ্রেড ৩): রাজ্য বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত স্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এছাড়া ইংলিশে ৩০টি শব্দ প্রতি মিনিট, হিন্দিতে ২৫টি শব্দ প্রতি মিনিট বা ডেটা এন্ট্রিতে ৮০০০ কি-ডিপ্রেশন প্রতি ঘন্টা স্পিডে থাকতে হবে। সরকারি/আধাসরকারি / প্রাইভেট অর্গানাইজেশন থেকে ক্যান্টিন ম্যানেজমেন্টে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট হালওয়াই কাম কুক: রাজ্য বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত স্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। সরকারি/আধাসরকারি / প্রাইভেট অর্গানাইজেশন থেকে কুকিংয়ের ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ভেহিকেল অপারেটর: মাধ্যমিক উত্তীর্ণ। বৈধ টু/থ্রি হুইলার লাইট অ্যান্ড হেভি ভিকল লাইসেন্স, মেকানিজম সম্বন্ধে জ্ঞান, ৩ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
ফায়ার ইঞ্জিন অপারেটর: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ, বৈধ টু/থ্রি হুইলার লাইট অ্যান্ড হেভি ভিকল লাইসেন্স, ট্রাফিক রেগুলেশন সম্বন্ধে জ্ঞান, ঝুঁকিপূর্ণ কাজের জন্য শারীরিক সক্ষমতা ও ফিটনেস থাকতে হবে।
ফায়ারম্যান: রাজ্য বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত স্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। ঝুঁকিপূর্ণ কাজের জন্য শারীরিক সক্ষমতা ও ফিটনেস থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইনে আবেদন শুরু : 21 সেপ্টেম্বর 2019
- নিবন্ধকরণের শেষ তারিখ : 15 অক্টোবর 2019
- ফি প্রদানের শেষ তারিখ : 15 অক্টোবর 2019
- পরীক্ষার তারিখ : শীঘ্রই অবহিত
- প্রবেশপত্র উপলব্ধ : শীঘ্রই অবহিত
15/10/2019 হিসাবে বয়সসীমা
- সর্বনিম্ন বয়স : 18 বছর
- সর্বাধিক বয়স : 27 বছর
- নিয়ম অনুসারে বয়স শিথিলকরণ অতিরিক্ত।
শারীরিক যোগ্যতার বিশদকেবলমাত্র (পোস্ট কোড: 1101 এবং 0601) |
|||||||
বিভাগ | পুরুষ | মহিলা | |||||
উচ্চতা | 165 সিএমএস | 157 সিএমএস | |||||
বুক | সর্বনিম্ন 81 সিএমএস | এন / এ | |||||
ওজন | সর্বনিম্ন 50 কেজি | সর্বনিম্ন 45 কেজি | |||||
চলমান | 16 মিনিটে 1600 মিটার | 5 মিনিটে 800 মিটার | |||||
(ফায়ারম্যান) জন্য ভার বহন চালনা | .5৩.৫ কেজি ওজনের 183 মিটার 96 সেকেন্ডে | .5৩.৫ কেজি ওজনের 183 মিটার 96 সেকেন্ডে | |||||
উল্লম্ব দড়ি আরোহণ | 3 মিটার | 2.5 মিটার | |||||
বসুন | 20 সময় | 15 সময় | |||||
লম্বা লাফ | 2.7 মিটার | 2 মিটার |
পরীক্ষা কেন্দ্র
- আগ্রা, লখনউ, গোরক্ষপুর, কানপুর, প্রয়াগরাজ, বারাণসী, দিল্লি, চণ্ডীগড়, ভোপাল, জয়পুর, পাটনা, রাঁচি, জবলপুর, মুম্বই, পুনে, দেরাদুন এবং
- ভারতে বিভিন্ন পরীক্ষার কেন্দ্র জেলা
Apply Online (Registration) |
Click Here |
||||||
Candidates Login |
Click Here |