Friday , April 19 2024
Home / Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স:12/04/2020

কারেন্ট অ্যাফেয়ার্স:12/04/2020

কারেন্ট অ্যাফেয়ার্স

1.‘DigiGen’-নামে ডিজিটাল ব্যাঙ্কিং প্লাটফর্ম লঞ্চ করলো Jana Small Finance Bank

2..‘Oxford COVID-19 Government Response Tracker’ তালিকায় ভারতের স্থান শীর্ষে

3. ইন্দোনেশিয়ার Anak Krakatau-নামক আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত হলো; এটার শেষবার ২০১৮তে অগ্ন্যুৎপাত হয়েছিল

4..ডিজিটাল পেমেন্ট প্রমোট করতে Twitter-এ ক্যাম্পেইন লঞ্চ করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং এই ক্যাম্পেইনের মুখ হল অমিতাভ বচ্চন

5. দিল্লিতে ‘Bharat Padhe Online’ ক্যাম্পেইন লঞ্চ করলো কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী Ramesh Pokhriyal.

6.আমেরিকান ফোক শিল্পী John Prine করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা গেলেন।

7.Hindustan Unilever COVID-19 মহামারীর বিরুদ্ধে দেশের সাধারণ জনগণকে অবহিত করতে এবং এই ভাইরাসের বিরুদ্ধে দেশকে লড়তে সর্বাধিক সাহায্য করতে জাতিসংঘের (UNICEF) শিশুদের তহবিল এর সাথে যুক্ত হলো।

8.মধ্য প্রদেশের প্রাক্তন মন্ত্রী(কংগ্রেস) Hazarilal Raghuwanshi মারা গেলেন। তিনি ২০০৩-২০০৮ সাল পর্যন্ত রাজ্য বিধানসভায় ডেপুটি স্পিকার হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

 

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *