Thursday , April 18 2024
Home / Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স : 04/04/2020

কারেন্ট অ্যাফেয়ার্স : 04/04/2020

কারেন্ট অ্যাফেয়ার্স  প্রশ্নোত্তর 

1.ভারত সরকার “Aarogya Setu” app টি চালু করলো করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে এবং দেশের জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ পরিষেবা গুলি দিতে

2. করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে বিখ্যাত ‘Emmy’ award বিজয়ী সংগীতজ্ঞ Adam Schlesinger প্রয়াত হলেন।

3. দেশের Defence Research and Development Organisation , “Personal Protective Equipment” নামে একটি বায়ো স্যুট তৈরি করেছে যা করোনা রোগীদের চিকিৎসায় নিযুক্ত মেডিকেল এবং অন্যান্য কর্মীদের এই মারাত্মক ভাইরাস থেকে নিরাপদ রাখবে।

4. উত্তর-পূর্ব ভারতে ওষুধ ও অত্যাবশ্যক পণ্য পৌঁছে দিতে “লাইফলাইন উড়ান” প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার৷

5. করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে মৃত স্বাস্থ্যকর্মীদের পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল

6. জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন Rajnesh Oswal

7. সম্প্রতি মারা গেলেন অমৃতসরের স্বর্ণমন্দিরের প্রাক্তন Hazoori Raagi এবং পদ্মশ্রী বিজয়ী সংগীত শিল্পী ভাই নির্মল সিং

 

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *