Friday , April 19 2024
Home / Current Affairs / Current Affairs:14/03/2020

Current Affairs:14/03/2020

1.IDFC FIRST Bank-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন অভিনেতা অমিতাভ বচ্চন

2.ভারতে মহিলা উদ্যোক্তাদের উৎসাহিত করতে ‘Pragati’-নামে ইনিসিয়েটিভ লঞ্চ করলো ফেসবুক

3.‘Technology Innovation Hub’ স্থাপিত হতে চলেছে হিমাচল প্রদেশের IIT Mandi-তে

4.৭২৫০ কোটি টাকার বিনিময়ে Yes Bank-এর শেয়ার কিনতে চলেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক

5.Border Security Force (BSF)-এর ডিরেক্টর জেনারেল হিসাবে অতিরিক্ত দায়ভার পেলেন সুরজিৎ সিং দেশওয়াল

6.অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ ‘Mount Kosciuszko’(২,২২৮মিটার) সফলভাবে আরোহন করলো ভারতীয় পর্বতারোহিনী Bhawna Dehariya

7.‘উত্তরণ স্কিম’-এর আওতায় ৩৩টি স্টেডিয়াম তৈরী করতে চলেছে আসাম সরকার

8.‘World Golf Hall of Fame’-এ অন্তর্ভুক্ত হচ্ছেন আমেরিকার পেশাদার গল্ফ খেলোয়াড় Tiger Woods

9.Microsoft-এর প্রথম ‘Chief Scientific Officer (CSO)’ হিসাবে নিযুক্ত হলেন Eric Horvitz

10.‘COVID-19’ রোগ ছড়ানো রুখতে ‘Namaste over Handshake’ ক্যাম্পেইন লঞ্চ করলো কর্নাটক সরকার

11. সুরজিৎ সিং দেশওয়াল বিএসএফ ডিজির অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন

12. এসবিআই ২৫০ কোটি টাকার ইয়েস ব্যাংকের শেয়ার কিনবে

13.এসবিআই সমস্ত সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে ন্যূনতম ব্যালেন্স চার্জ অপসারণ করে

14. গ্লোবাল এনিমাল প্রোটেকশন ইনডেক্স ২০২০ সালে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে

15.ভারতে মহিলা উদ্যোক্তা বাড়াতে ফেসবুক ‘প্রগতি’ চালু করেছে

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

2 comments

  1. Like!! Thank you for publishing this awesome article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *