Thursday , March 28 2024
Home / Current Affairs / Current Affairs

Current Affairs

1. আর্যভট্ট পুরস্কার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কর্তৃক প্রদান করা হয়। ডক্টর জি সতীশ রেড্ডি বর্তমানে DRDO-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত আছেন।

2.কেন্দ্রীয় সরকারের নিয়োগ সংক্রান্ত কমিটি ‘ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড’ (IPGL)-এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আলোক মিশ্রকে পরবর্তী পাঁচ বছরের জন্য নিযুক্ত করার সুপারিশ করেছে।

3. ভেঙ্কটরাঘবন শুভ শ্রীনিবাসন একজন বিশিষ্ট লেখক। সম্প্রতি প্রকাশিত ‘The Origin Story of India’s States’ গ্রন্থটি ‘পেঙ্গুইন র‍্যানডম হাউস ইন্ডিয়া’ (PRHI) কর্তৃক প্রকাশিত হয়েছে।

4. মোট ১১৩টি দেশের মধ্যে ভারত ৭১তম স্থানে রয়েছে। এই ইনডেক্সটি লন্ডনের ইকনমিস্ট ইমপ্যাক্ট দ্বারা ডিজাইন ও নির্মাণ করা হয়েছে এবং কর্টেভা এগ্রিসায়েন্স দ্বারা স্পনসর করা হয়েছে।

5.এ বালাশুভ্ৰমনিয়ান অ্যাসোসিয়েশন অফ মিউচ্যুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (AMFI)-এর চেয়ারম্যান হিসাবে পূর্ববর্তী পদাধিকারী নীলেশ শাহর স্থলাভিষিক্ত হলেন। তিনি এই পদে নিযুক্ত হওয়ার পূর্বে আদিত্য বিড়লা সান লাইফ অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ এগজিকিউটিভ অফিসার ছিলেন।

6.উত্তরপ্রদেশের কুশিনগরে এক আন্তর্জাতিকমানের বিমানবন্দর গড়ে উঠল। কুশিনগর বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র স্থান। এখানে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ ঘটেছিল। এই বিমানবন্দরটি পর্যটনকে উৎসাহিত করবে এবং নতুন কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি করবে।
7.  ইন্দোনেশিয়া, চীনকে ৩-০ ফলাফলে পরাজিত করে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল। সম্প্রতি ডেনমার্কে এই খেলা অনুষ্ঠিত হয়ে গেল।
8.  রাশিয়া বিরোধী দলনেতা, আইনজীবী ও দুর্নীতিবিরোধী কর্মী মানবাধিকার রক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০২১ সালের সাখারোভ প্রাইজে ভূষিত হলেন। ১৯৮৮ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়েছিল। এই পুরস্কারটি ইউরোপিয়ান পার্লামেন্ট কর্তৃক প্রদান করা হয়।

9. বিশিষ্ট ক্রীড়া প্রশাসক সহদেব যাদব ‘ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশন’ (IWF)-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন। তিনি পরবর্তী চার বছর এই পদে নিযুক্ত থাকবেন।

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *