Friday , April 19 2024
Home / Current Affairs / Current Affairs 2 Nov 2021

Current Affairs 2 Nov 2021

1) কেন্দ্রীয় মন্ত্রী অর্মিত শাহ “ Dairy Sahakar ” প্রকল্প চালু করেছেন – এই স্কিমটি দেশের দুগ্ধ

খাতকে মজবুত করতে সাহায্য করবে |

2) World Vegan Day পালন করা হয় কোন তারিখে? ১লা নভেম্বর

3) কোন কেন্দ্রীয় মন্ত্রী উত্তরাখণ্ডে দেরাদুনে “মুখ্যমন্ত্রী ঘাসিসারী কল্যান যোজনা” লঞ্চ করলেন ?

অমিত শাহ

4) সম্প্রতি, কোন দেশ মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট ‘Syracuse 44’ লঞ্চ করেছে? ফ্রান্স

5) ‘সমুদ্রায়ন প্রকল্প চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং – ইউনিক এই ওশিয়ান মিশনের লক্ষ্য হল

গভীর জলের নিচে মানবচালিত যানবাহনের কার্যক্রম পরিচালনা করা।

6 ) ‘Blue Flag 2021′ নামে বায়ু সেনা অনুশীলন অনুষ্ঠিত হলো কোন দেশে? ইজরায়েল

7) রেনু শর্মা কোন রাজ্যের প্রধান সচিব(chief secretary) হিসেবে নিযুক্ত হলেন? মিজোরাম

9) সরকার FY21-এর জন্য EPF-এ 8.5% সুদের হার অনুমোদন করেছে ES

10) সম্প্রতি প্রয়াত ড. এম. কৃষ্ণন নায়ার কী জন্য বিখ্যাত ছিলেন? অংকলজিস্ট

8) India Post Payments Bank (IPPB) গ্রাহকদের হোম লোনের পরিষেবা প্রদানের জন্য কোন

ব্যাঙ্কের সাথে MoU স্বাক্ষর করেছে? HDFC Bank

11) ব্রুনাই তে ভারতীয় হাইকমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন? অলোক অমিতাভ দিমরি 12) সম্প্রতি, কোন রাজ্য সরকার ‘Go Green’ যোজনা শুরু করেছে? গুজরাট

 

 

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *