Friday , March 29 2024
Home / Current Affairs / Current Affairs : 12/03/2020

Current Affairs : 12/03/2020

১. নূপুর কুলশ্রেষ্ঠ ভারতীয় কোস্টগার্ডের প্রথম মহিলা ডিআইজি হয়েছেন।

২. গার্হস্থ্য সৌর ছাদ (1st in domestic solar rooftop) স্থাপনায় গুজরাট প্রথম স্থানে রয়েছে।

৩. পিভি সিন্ধু বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন।

৪. ওয়াসিম জাফার সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।

৫. সুইডিশ অভিনেতা ম্যাক্স ভন সিডো মারা গেলেন।

৬. নবীন পট্টনায়েক “অ্যাডভেঞ্চারস অফ দ্য ডেয়ারড্যাভিল ডেমোক্র্যাট” শীর্ষক বই প্রকাশ করেছেন।

৭. আশরাফ গনি আফগানিস্তানের রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেছেন।

৮. ভারত ২০২১ সালের প্রথমার্ধের মধ্যে চন্দ্রায়ণ -৩ চালু করার পরিকল্পনা করেছে।

৯. ‘No Smoking Day’ পালন করা হয় প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বুধবার

১০. ‘The 12 commandments of Being A Woman’-শিরোনামে বই প্রকাশ করতে চলেছেন বলিযুড লেখক ও সিনেমা নির্মাতা তাহিরা কাশ্যপ

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *