Friday , March 29 2024
Home / Current Affairs / Current Affairs 08-03-20

Current Affairs 08-03-20

কারেন্ট Affairs : 08-03-20

1.ভারতে ‘জন ঔষুধি দিবস’ পালন করা হয় প্রতি বছর ৭ই মার্চ

2.Puma কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন করিনা কাপুর খান

3.500 Global Non-Governmental Organisations (NGOs) তালিকায় শীর্ষস্থান অর্জন করলো বাংলাদেশের ‘BRAC’

4.‘Safe Homes’ উদ্যোগের আওতায় আন্তঃ জাত ও ধর্মে বিবাহকারী দম্পতিকে ৭০,০০০ টাকা দেবে কেরালা সরকার

5.তিন দিন ব্যাপী ‘Namaste Orchha Festival’ শুরু হলো মধ্য প্রদেশে

6.SBI Life Insurance-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে পুনরায় নিযুক্ত হলেন Sanjeev Nautiyal

7.‘TOISA Sportsperson of Year Award’ জিতলো ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পি.ভি. সিন্ধু

8.‘TOISA Cricketer of the Year Award’ জিতলো ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা

9.ঔরঙ্গাবাদ এয়ারপোর্টের নাম পরিবর্তন করে রাখা হলো ‘ছত্রপতি সম্ভজি মহারাজ এয়ারপোর্ট’

10.২০২১ সালে মুম্বাইয়ের পর ভারতে Google-এর দ্বিতীয় ‘Cloud Region’ হতে চলেছে দিল্লি

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *