কেন্দ্রীয় সরকারের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
শূন্যপদ — স্টাফ নার্স (ফিমেল) ১ (অসংরক্ষিত), লোয়ার ডিভিশন ক্লার্ক ৫ (অসংরক্ষিত ১, এসসি ২, এসটি ১, ওবিসি ১), অ্যাসিস্ট্যান্ট টিচার ১১ (অসংরক্ষিত ৪, এসসি ৩, এসটি ১, ওবিসি ৩)।
শিক্ষাগত যোগ্যতা —
স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জিএনএম / বেসিক বিএসসি নার্সিং / পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাশ। স্বীকৃত নার্সিং কাউন্সিল থেকে ফিমেল নার্স মিডওয়াইফারি রেজিস্ট্রেশান থাকতে হবে। কম্পিউটার জানা থাকতে হবে।
লোয়ার ডিভিশন ক্লার্ক: মাধ্যমিক (দশম শ্রেণি) উত্তীর্ণ বা সমতুল। ইংরেজিতে ২০টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড
অ্যাসিস্ট্যান্ট টিচার: উচ্চমাধ্যমিক পাশ। এনসিটিইর নিয়ম অনুযায়ী ২ বছরের ডিএলএড থাকতে হবে। বাংলা/হিন্দি/ইংরেজিতে শিক্ষকতার দক্ষতা এবং কম্পিউটার জানা থাকতে হবে।
বয়সসীমা — ১৮ থেকে ২৫ বছর।
আবেদন — আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের ওয়েবসাইট— www.cbbarrackpore.org/recruitment/