Tuesday , March 19 2024
Home / GK / সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর

সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর

সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর

❑ প্রশ্নঃআন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) প্রতিষ্ঠিত হয়?
✎ উত্তরঃ৫ডিসেম্বর ১৯৫১সালে।
❑ প্রশ্নঃ (IOM) এর সদর দপ্তর?
✎ উত্তরঃ জেনেভা সুইজারল্যান্ড
❑ প্রশ্নঃ CTBT অনুমোদনকারী দেশ কতটি
✎ উত্তরঃ ১৬৬টি
❑ প্রশ্নঃ ২১সেপ্টেম্বর ২০১৬ কোন দুটি দেশ CTBT অনুমোদন করে?
✎ উত্তরঃ মিয়ানমার ও সোয়াজিল্যান্ড
❑ প্রশ্নঃ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ফোরাম (PlF) এর বর্তমান সদস্য দেশ কতটি?
✎ উত্তরঃ১৮টি
❑ প্রশ্নঃ ১০ সেপ্টেম্বর ২০১৬ PIF-এর ১৮তম সদস্য পদ লাভ করে?
✎ উত্তরঃ নিউ ক্যালেডোনিয়া
❑ প্রশ্নঃ ২৮ ও ২৯ তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
✎ উত্তরঃ ভিয়েনতিয়েন, লাওন
❑ প্রশ্নঃ ১৭তম শীর্ষ NAM সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
✎ উত্তরঃ ১৭-১৮ সেপ্টেম্বর-২০১৬
❑ প্রশ্নঃ ১৭তম NAM শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
✎ উত্তরঃ মার্গারিতা (ভ্যানিজুয়েলা)
❑ প্রশ্নঃ ১৮তম NAM শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে?
✎ উত্তরঃ ২০১৯ সালে(বাকু আজারবাইজানে)
❑ প্রশ্নঃ ১৭সেপ্টেম্বর-২০১৬ NAM এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহন করেন কে?
✎ উত্তরঃ নিকোলাস মাদুরো (ভেনিজুয়েলা)

 

 

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *