Friday , April 19 2024
Home / Govt Jobs / শ্রম দপ্তরে জেলায়-জেলায় ১৪০ ক্লার্ক

শ্রম দপ্তরে জেলায়-জেলায় ১৪০ ক্লার্ক

শ্রম দপ্তরে জেলায়-জেলায় ১৪০ ক্লার্ক

পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের অধীনে কম্পিউটার অপারেশন জ্ঞান সহ ক্লার্কের ১৪০ টি পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে । প্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র পশ্চিমবঙ্গ শ্রম কমিশনারেটের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন

 

শূন্যপদ:(Vacancy)
জলপাইগুড়ি ২ (জেনারেল ১, এসসি ১)
আলিপুরদুয়ার ২ (জেনারেল ১, এসটি ১)
কোচবিহার ২ (জেনারেল ১, ওবিসি এ ১)
কালিম্পঙ ৩ (জেনারেল ১, এসসি ১, ওবিসি বি ১)
দার্জিলিং ৩ (জেনারেল ১, এসসি ১, পিডব্লুডি ১)
উত্তর দিনাজপুর ৫ (জেনারেল ৩, এসসি ১, ওবিসি এ ১)
দক্ষিণ দিনাজপুর ২ (এসসি ১, ওবিসি বি ১)
মালদা ৮ (জেনারেল ৫, এসসি ১, এসটি ১, ওবিসি এ ১)
মুর্শিদাবাদ ৭ (জেনারেল ৪, এসসি ১, ওবিসি বি ১, পিডব্লুডি এসসি ১)
নদীয়া ৭ (জেনারেল ৪, এসসি ২, ওবিসি এ ১)
উত্তর ২৪ পরগনা ১০ (জেনারেল ৪, এসসি ২, এসটি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১, পিডব্লুডি ১)
দক্ষিণ ২৪ পরগনা ৬ (জেনারেল ৩, এসসি ১, এসটি ১, ওবিসি এ ১)
হাওড়া ৯ (জেনারেল ৫, এসসি ২, এসটি ১, ওবিসি এ ১,)
হুগলি ১১ (জেনারেল ৫, এসসি ২, এসটি ১, ওবিসি এ ১)
পশ্চিম বর্ধমান ১১ (জেনারেল ৭, এসসি ৩, ওবিসি এ ১)
পূর্ব বর্ধমান ৫ (জেনারেল ২, এসসি ১, এসটি ১, ওবিসি বি ১)
বাঁকুড়া ১২ (জেনারেল ৮, এসসি ২, এসটি ১, ওবিসি-এ ১)
বীরভূম ৭ (জেনারেল ২, এসসি ২, ওবিসি এ ১, ওবিসি বি ১, পিডব্লুডি ১)
পুরুলিয়া ৭ (জেনারেল ৩, এসসি ২, ওবিসি এ ১, ওবিসি বি ১ )
পশ্চিম মেদিনীপুর ৬ (জেনারেল ৪, এসসি ১, এসটি ১)
ঝাড়গ্রাম ৪ (জেনারেল ১, এসসি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)
পূর্ব মেদিনীপুর ৭ (জেনারেল ৫, এসসি ১, পিডব্লুডি-এসসি ১)
কলকাতা ৪ (জেনারেল ২, এসসি ১, ওবিসি-এ ১)
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এআইসিটিই বা স্টেট্ কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন বা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার-এ ৬ মাসের ট্রেনিং কোর্স করে থাকতে হবে। যে প্রাথী যে জেলার জন্য আবেদন করবেন, তাঁকে শেই জেলার বাসিন্দা হতে হবে। প্রাথীর এমপ্লয়মেন্ট ব্যাংকের এনরোলমেন্ট নম্বর থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে এই পদে আবেদন করার আগে এম্প্লয়ম্নেট ব্যাঙ্কে এনরোল করিয়ে নিতে হবে।
Exam Details:
 ১) মাধ্যমিকের প্রাপ্ত নম্বর, ২) কম্পিউটার পরীক্ষা, (৪০ নম্বর), ৩) ইন্টারভিউ (১০ নম্বর)। বাছাই প্রার্থীদের ই-মেল আইডিতে যথাসময়ে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। ,প্রতি ঘন্টা 6000 কী ডিপ্রেশনগুলির ডেটা প্রবেশের নূন্যতম গতি থাকতে হবে।
গুরুত্বপূর্ন তারিখগুলো:
অনলাইন আবেদনের সমাপ্তির তারিখ: 14/09/2019
বয়সসীমা: 01/01/2019 পর্যন্ত 18 বছরের বেশি এবং সর্বোচ্চ 40 বছর।
পশ্চিমবঙ্গ শ্রম কমিশনারেটের অফিসিয়াল ওয়েবসাইট – www.wblc.gov.in
পরামর্শের জন্য, নিম্নলিখিত পিডিএফ ফাইলটি দেখুন – বিস্তারিত অ্যাডভোকেট দেখুন।
এখনই অনলাইনে আবেদন করতে, নিম্নলিখিত URL টি দেখুন –  URL টি দেখুন VISIT

Check Also

TET- 2022 GUIDELINES

📌📌📌 TET-2022 এর syllabus ও কিছু আনুষাঙ্গিক বিষয় নিয়ে একটি guidelines প্রকাশ করা হয়েছে। 📌📌📌 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *