Saturday , April 20 2024
Home / GK / শাসক ও তার সভাকবি – রাজার নাম সভাকবির নাম

শাসক ও তার সভাকবি – রাজার নাম সভাকবির নাম

রাজার নাম সভাকবির নাম
🔮1.হর্ষবর্ধন =বানভট্ট
🔮2.বালিয়ার সিং =গঙ্গাধর মিশ্র
🔮3.কৃষ্ণচন্দ্র =রামপ্রসাদ সেন
🔮4.সুলতান মামুদ =ফিরদৌস
🔮5.দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য =কালিদাস
🔮6.নরসিংহ দেব =হলধর মিশ্র
🔮7.কনিষ্ক =নাগার্জুন, অশ্বঘোষ
🔮8.আকবর =আবুল ফজল
🔮9.রাম পাল =সন্ধ্যাকর নন্দী
🔮10.সমুদ্রগুপ্ত =হরিষেন
🔮11.কৃষ্ণদেব রায় =আল্লাসানি পেদ্দান
🔮12.মহিপাল =রাজশেখর
🔮13.সিংহ =বিষ্ণু ভারতী
🔮14.শাহজাহান =জগন্নাথ পন্ডিত,লাহরী,আব্দুল হামিদ
🔮15.শিবাজী =পরমানন্দ
🔮16.যশােবর্ধন =ভবভূতি,বারুপতি
🔮17.দ্বিতীয় চন্দ্রগুপ্ত =অমর সিংহ
🔮18.চোলরাজ =কামবন
🔮19.আলাউদ্দিন খলজি =মীরা হাসান দেহলভি
🔮20.ফিরােজ তুঘলক =জিয়াউদ্দিন বরণী
🔮21.পৃথ্বীরাজ চৌহান =চাঁদ বরদই
🔮22.কুতুবুদ্দিন আইবক =হারুন নিজমি
🔮23.পরাগল খাঁ =কবীন্দ্র পরমেশ্বর
🔮24.প্রথম মহিপাল =রাজশেখর
🔮25.দ্বিতীয় পুলকেশী =রবিকীর্তি
🔮26.দ্বিতীয় পৃথ্বীরাজ =সােমদেব
🔮27.সাতবাহন রাজা হলা =গুণধ্যায়
🔮28.ছুটি খাঁ =শিকর নন্দী
🔮29.আলাউদ্দিন খলজি =আমির খসরু
🔮30.অমোঘবর্ষ =মহাবীরাচার্য
🔮31.লক্ষন সেন =জয়দেব, হলায়ুধ, ধােয়ী
🔮32.মহঃ গজনী =অলবিরুনী

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *