Thursday , April 18 2024
Home / CENTRAL JOBS / শতাধিক অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড

শতাধিক অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৮২৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। আইটিআই, ভোকেশনাল উচ্চমাধ্যমিক ও ইঞ্জিনিয়ারিং  ডিগ্রি/ ডিপ্লোমাদের জন্য। 
শূন্যপদ: প্রথম বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদ ৫৬১। 
যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ। 
 হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৮২৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। আইটিআই, ভোকেশনাল উচ্চমাধ্যমিক ও ইঞ্জিনিয়ারিং  ডিগ্রি/ ডিপ্লোমাদের জন্য। 
শূন্যপদ: প্রথম বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদ ৫৬১। 
যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ। 
ট্রেনিং-এর সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিং-এর সময়সীমা এক বছর। অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। 
আবেদনের পদ্ধতি: www.apprenticeship.gov.in পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর এস্ট্যাবলিশমেন্ট ট্যাব থেকে Hindusthan Aeronautics Limited, State: Maharastra, District: Naishik’ লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে ১৫ মে ২০১৯-এর মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরের ওয়েবসাইট থেকে। 
দ্বিতীয় বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদ: ২৫টি। 
যোগ্যতা: ভোকেশনাল শাখায় সংশ্লিষ্ট বিষয়-সহ ১০+২ পাশ।
স্টাইপেন্ড: প্রতি মাসে ২৭৫৮টাকা।
আবেদন পদ্ধতি: www.apprenticeship.gov.in পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর এস্ট্যাবলিশমেন্ট ট্যাব থেকে Hindusthan Aeronautics Limited, State: Maharastra, District: Naishik’ লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে ১৫ মে ২০১৯-এর মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরের ওয়েবসাইট থেকে।

Check Also

TET- 2022 GUIDELINES

📌📌📌 TET-2022 এর syllabus ও কিছু আনুষাঙ্গিক বিষয় নিয়ে একটি guidelines প্রকাশ করা হয়েছে। 📌📌📌 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *