Thursday , April 18 2024
Home / GK / ভারতের রেলের কিছু ছোট ছোট তথ্য

ভারতের রেলের কিছু ছোট ছোট তথ্য

.🚉 ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় – 1832 সালে
2.🚉 1853 সালের 16 ই এপ্রিল মুম্বাই ও থানের মধ্যে 400 জন যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে, 3 টি ইঞ্জিনের সাহায্যে প্রায় 34 কিমি পথ অতিক্রম করেছিল ইঞ্জিন 3 টের নাম – সাহিব, সিন্ধ ও সুলতান।
3.🚉 পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় 15ই আগস্ট 1854 হাওড়া থেকে হুগলি পর্যন্ত।
4.🚉 ভারতীয় রেলের জনক বলা হয় – লর্ড ডালহৌসিকে
5.🚉 স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী – জন মাথাই
6.🚉 পশ্চিমবঙ্গ থেকে প্রথম রেলমন্ত্রী হয়েছিলেন- আবু বরকত আলি গনিখান চৌধুরী [2 সেপ্টেম্বর 1982 ] 7.🚉 ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী- মমতা বন্দ্যোপাধ্যায়

8.🚉রেল লাইন চার প্রকার
1. ব্রডগেজ – 5 ফুট 6 ইঞ্চি বা 1.676 মিটার
2. মিটারগেজ – 3 ফুট 3 ইঞ্চি বা 1 মিটার
3.ন্যারোগেজ – 2 ফুট 6 ইঞ্চি বা 0.762 মিটার
4.স্পেশাল গেজ – 2.031 ফুট 6 বা 0.61 মিটার
9.🚉 ভারতীয় রেল এশিয়ার মধ্যে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে 4র্থ(আমেরিকা, চীন ও রাশিয়) রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা ।
10.🚉 রেলের বৈদুতিককরণে ভারতীয় রেল পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে (রাশিয়া প্রথম)
11.🚉 ভারতের সবথেকে কম রেলপথ যুক্ত রাজ্য – মণিপুর
12.🚉ভারতের সবথেকে বেশি রেলপথ যুক্ত রাজ্য – উত্তর প্রদেশ
13.🚉 ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ? উত্তরপ্রদেশের গোরক্ষপুর-1366.3 মিটার (বিশ্বের বৃহত্তম কিন্তু আগামী দিনে কর্নাটকের হুব্বলি হবে তার কাজ চলছে)
14.🚉 ভারতের দীর্ঘতম নামের স্টেশন – Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station চেন্নাই সেন্ট্রাল।
15.🚉 ভারতের বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড কোনটি ও কোথায় ?
মুঘলসরাই (উত্তরপ্রদেশ)
16.🚉ভারতের বৃহত্তম রেলওয়ে ক্রসিং কোথায় ?
ইটারসি (মধ্যপ্রদেশ)

17.🚉 সর্বাধিক টানেল যুক্ত ভারতীয় রেলওয়ে ডিভিশন – নর্দান রেলওয়ের কালকা সিমলা ডিভিশন (103 টি)
18.🚉 বর্তমানে ভারতীয় রেলওয়েতে 18 টি জোন আছে।
19.🚉 ভারতের বৃহত্তম রেলওয়ে জোন – নর্দান রেলওয়ে জোন
20.🚉 প্রথম বৈদুতিন ট্রেন শুরু হয় 1925 সালের 3রা ফেব্রুয়ারি মুম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুরলা পর্যন্ত (9.5 মাইল)
21.🚉 ভারতের ইলেকট্রিক ট্রেন – Deccan Queen
22.🚉 প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় – 24শে অক্টোবর 1984 সালে
23.🚉এশিয়ার বৃহত্তম ” সলিড স্টেট ইন্টারলকিং সিস্টেম ” – পশ্চিমবঙ্গের খড়্গপুরে
24.🚉প্রথম কম্পিউটার চালিত রিজার্ভেশন চালু হয় – নতুন দিল্লীতে
25.🚉ভারতের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চলে – মুম্বাই (2017 সালের 25 ডিসেম্বর)
26.🚉পশ্চিম মেদিনীপুর এর ” হিজলি ষ্টেশন ” পশ্চিমবঙ্গের প্রথম মহিলা চালিত ষ্টেশন

27.🚉ভারতীয় রেলের হেড কোয়ার্টার – নিউ দিল্লি
28.🚉প্রথম রেলওয়ে টানেল হয় – মুম্বাইয়ের পার্সিক টানেল
29.🚉ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা চালু হয় – 1891 সালে [প্রথম শ্রেনী ] , 1907 সালে [ অন্যান্য শ্রেনী] 30.🚉ভারতের উচ্চতম রেলস্টেশন – পশ্চিমবঙ্গের ঘুম ষ্টেশন [ 7407 ফুট উচ্চতায় ] 31.🚉ভারতের প্রথম ওয়াই ফাই লাগানো ট্রেন- The Golden Chariot প্রথম চলে 10/03/2008.
32.🚉প্রথম রেলওয়ে ব্রীজ করা হয় –
1854 সালে মুম্বাই থেকে থানের মাঝে ‘ধাপুরিয়া ভায়াডাক্ট’ ব্রীজ
33.🚉ভারতের রেলওয়ে বাের্ড গঠিত হয় -1905 সালে
34.🚉ভারতের প্রথম রেল ডাক সেবা চালু হয় -1907 সালে
35.🚉ভারতের প্রথম মহিলা রেল ড্রাইভার নাম – সুরেখা যাদব

36.🚉ভারতীয় রেলের ম্যাসকট – ভোলু দ্য গার্ড (2002)
37.🚉 ভারতের প্রথম মনোরেল চালু হয় -2014 সালের 2রা ফেব্রুয়ারি মুম্বাইয়ের
38.🚉ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচল করে- সমঝোতা এক্সপ্রেস
39.🚉ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করে –
মৈত্রী এক্সপ্রেস
40.🚉ভারতের বৃহত্তম রেলওয়ে সেতু কোথায় ?
ভেম্বানাদ (কেরল)
41.🚉ভারতের বৃহত্তম ডায়মন্ড ক্রসিং কোথায় ?
নাগপুর (মহারাষ্ট্র)

42.🚉ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন (ন্যারােগেজ) কোথায় ?
দার্জিলিং এর ঘুম (2257 মি.)
43.🚉ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন (ব্রডগেজ) কোথায় ?
কাশ্মীরের কাজিগুন্দ (1722 মি.)
44.🚉ভারতবর্ষের একমাত্র রেলস্টেশন- নভাপুর স্টেশন যা দুটি রাজ্যে অবস্থিত। 800 মিটার দীর্ঘ এই স্টেশনের 300 মিটার মহারাষ্ট্রের নন্দুরবার জেলার অন্তর্গত ও বাকি 500 মিটার গুজরাটের তাপি জেলার অন্তর্গত। স্টেশনের টিকিট কাউন্টার ও থানা মহারাষ্ট্রের অন্তর্গত এবং স্টেশন মাস্টারের অফিস, ওয়েটিং রুম, ওয়াশরুম গুজরাট এর অন্তর্গত।
45.🚉ভারতের প্রথম রেল জাদুঘর –
নিউ দিল্লি
46.🚉ইন্ডিয়ান রেলওয়ে ইন্সিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং-পুনেতে
47.🚉সিগন্যাল ইন্সিটিউট অ্যান্ড টেলিকমিউনিকেশন ইন্সিটিউট –
সেকেন্দ্রাবাদে
48.🚉ইন্ডিয়ান রেলওয়ে ইন্সিটিউট অফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং – নাসিকে

49.🚈ভারতের 10 টি শহরে এই মেট্রোরেল পরিষেবা দেওয়া হয়েছে ও দ্রুত সম্প্রসারণের কাজ চলছে।
1.🚊কলকাতা- 1984 সালে ভারতে প্রথম মেট্রোরেল পরিষেবা শুরু হয়। এটি 2য় ব্যস্ততম ( 1ম-দিল্লী) মেট্রো পরিষেবা।
2.🚊দিল্লী:- 24 অক্টোবর 2002 সালে 160 টি স্টেশন সহ দেশের দীর্ঘতম ও ব্যস্ততম মেট্রোরেলপথ প্রায় 231 কিমি।
3.🚊ব্যাঙ্গালুরু:- NAMO Metro নামে পরিচিত,2011 সালে প্রায়-42 কিমি দীর্ঘ পথে যাতায়াত শুরু হয়েছে।
4.🚊 গুড়গাঁও – দিল্লীর নিকটবর্তী অন্যতম ব্যবসায়িক শহরস্থলের সাথে দিল্লীকে যুক্ত করেছে,
5.🚊মুম্বাই:- দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাইতে মেট্রোরেল শুরু হয় 2014 সালে 22টি স্টেশনে একক রেলপথের দ্বারা যুক্ত করা হয় অন্যতম ব্যস্ততম শহরকে।2025 এর মধ্যে সমগ্র মুম্বাইতে সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
6.🚊চেন্নাই -2015 সালে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে শুরু হয় দ্রুত সম্প্রসারণ করা হচ্ছে।
7) জয়পুর -2015 সালে ভারতের ‘গোলাপী’শহরে মেট্রোরেল পরিষেবা। 10 কিমি দীর্ঘ পথে সবুজসংকেত দেওয়া হয়।
8.🚊 কোচী- 2017 সালে মেট্রোরেল চলাচল শুরু হয় সম্প্রসারণ যে দ্রুতগতিতে চলছে সারা দেশে কোচী মেট্রো পরিষেবা এক দৃষ্টান্ত হতে চলেছে। একই সাথে রেল-সড়ক-এবং জল পরিবহন কেন্দ্রের সাথে যুক্ত করা হয়েছে,যা সারা দেশে নেই।
9.🚊হায়দ্রাবাদ- Cyber city নামে পরিচিত, এই শহরে মেট্রো পরিষেবা 2017 তে 30 কিমি দীর্ঘপথে 28 টি স্টেশনে শুরু হয়।
10.🚊লক্ষৌ- 2017 সালে মেট্রো পরিষেবা কেন্দ্রের দ্বারা উদ্বোধন হলে রাজনৈতিক বিতর্ক হয়, একইসাথে মেট্রোরেল চালু হওয়ার প্রথম দিনেই যান্ত্রিক ত্রুটির কারণ।

50.🚉ভারতের দীর্ঘতম যাত্রীবাহী পরিবাহী ট্রেন রুট- কন্যাকুমারী থেকে ডিব্রুগড়, 4282 K.M, ট্রেনের নাম- বিবেক এক্সপ্রেস।
51.🚉ভারতের দীর্ঘতম বৈদ্যুতিক রেল টানেল এবং অন্ধ্র প্রদেশের ভেঙ্কটচালাম ও ওবুলাভারপল্লীর মধ্যে ।
52.1969 সালের 3 মার্চ দেশে প্রথম রাজধানী এক্সপ্রেসের সূচনা হয়েছিল হাওড়া-নয়াদিল্লি।ভারতীয় রেলের ইতিহাসে প্রথম ট্রেনের গতি ঘণ্টায় 120 কিলোমিটার ছুঁয়েছিল(তার আগে 60km/hrs)।
53.🚉জম্মু-কাশ্মীরের চেনাব ব্রিজ 🌉উচ্চতম রেলওয়ে আর্চ ব্রিজ হতে চলেছে, উচ্চতা 359 মিটার, কাজ চলছে….
54.🚉মণিপুরে বিশ্বের উচ্চতম রেলওয়ে পিয়ার ব্রীজ 🎢 হতে চলেছে,141 মিঃ কাজ চলছে…..।
55. ভারতের রেলের 18 জোনের 70 টা ডিভিশন।
জোন – কোড – দপ্তর
1.মধ্য রেলপথ (Central Railway- CR – মুম্বই সিএসএমটি
2. উত্তর রেলপথ Northern Railway- NR – দিল্লি
3. উত্তর মধ্য রেলপথ North Central Railway – NCR – প্রয়াগরাজ
4. উত্তর পূর্ব রেলপথ North Eastern Railway – NER – গোরক্ষপুর
5. উত্তর-পূর্ব সীমান্ত রেলপথ North East Frontier Railway – NFR – গুয়াহাটি
6. উত্তর পশ্চিম রেলপথ North Western Railway – NWR – জয়পুর
7. পূর্ব রেলপথ Eastern Railway – ER – ফেয়ারলি প্লেস , কলকাতা

8. পূর্ব মধ্য রেলপথ East Central Railway – ECR – হাজিপুর
9. পূর্ব উপকূল রেলপথ East coast Railway – ECoR- ভুবনেশ্বর
10. দক্ষিণ রেলপথ Southern Railway – SR – চেন্নাই সেন্ট্রাল
11. দক্ষিণ মধ্য রেল South Central Railway – SCR – সেকান্দ্রাবাদ
12. দক্ষিণ কোস্ট রেলপথ South coast Railway- SCoR বিশাখাপত্তনম
13. দক্ষিণ পূর্ব রেলপথ South Eastern Railway – SER – গার্ডেন রিচ , কলকাতা
14. দক্ষিণ পূর্ব মধ্য রেলপথ South East Central Railway – SECR বিলাসপুর
15. দক্ষিণ পশ্চিম রেলপথ South Western Railway- SWR – হুবলি
16. পশ্চিম রেলপথ – Western Railway – WR – মুম্বই ( চার্চগেট )
17. পশ্চিম মধ্য রেলপথ – West Central Railway – WCR – জবলপুর
18. কলকাতা মেট্রো রেলপথ – Kolkata Metro Railway- MTP পার্ক স্ট্রিট , কলকাতা

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *