Friday , March 29 2024
Home / GK / ভারতের বিভিন্ন রাজ্যের লোকসভা ও বিধান সভার আসন সংখ্যা

ভারতের বিভিন্ন রাজ্যের লোকসভা ও বিধান সভার আসন সংখ্যা

ভারতের বিভিন্ন রাজ্যের লোকসভা ও বিধান সভার আসন সংখ্যা

🙋বর্তমানে ভারতে 28 টি রাজ্য ও 8 টি কেন্দ্রশাসিত অঞ্চল।🙏 কোন রাজ্যের লোকসভা ও বিধানসভা আসন জেনে নিন
🌞রাজ্য – বিধানসভা ও লোকসভা আসন –
ℹ️1.উত্তর প্রদেশ- 403 & 80
ℹ️2.পশ্চিমবঙ্গ- 294 & 42
ℹ️3. মহারাষ্ট্র- 288 & 48
ℹ️4.বিহার- 243 & 40
ℹ️5.তামিলনাড়ু- 234 & 39
ℹ️6.মধ্যপ্রদেশ- 230 & 29
ℹ️7.কর্ণাটক- 224 & 28
ℹ️8. কেরালা- 141 & 20
ℹ️9.রাজস্থান- 200 & 25
ℹ️10.গুজরাট- 182 & 26
ℹ️11.অন্ধ্রপ্রদেশ- 175 & 25
ℹ️12.ওড়িশা- 147 & 21
ℹ️13.আসাম- 126 & 14
ℹ️14. তেলেঙ্গানা- 119 & 17
ℹ️15.পাঞ্জাব- 117 & 13
ℹ️16.ছত্তিশগড়- 90 & 11
ℹ️17. হরিয়ানা- 90 & 10
ℹ️18.ঝাড়খন্ড- 81 & 14
ℹ️19.উত্তরাখণ্ড- 70 & 5
ℹ️20. হিমাচলপ্রদেশ- 68 & 4
ℹ️21.ত্রিপুরা- 60 & 2
ℹ️22.নাগাল্যান্ড- 60 & 1
ℹ️23.অরুণাচল প্রদেশ – 60 & 2
ℹ️24. মেঘালয়- 60 & 2
ℹ️25. মণিপুর- 60 & 2
ℹ️26. গোয়া- 40 & 2
ℹ️27. মিজোরাম- 40 & 1
ℹ️28. সিকিম- 32 & 1
🟠কেন্দ্রশাসিত অঞ্চল
🔵1.জম্মু ও কাশ্মীর- 87 & 6
🔵2.দিল্লি- 70 & 7
🔵3.পুদুচেরি- 30 & 1
🔵4.আন্দামান নিকোবর- 0 & 1
🔵5.চণ্ডীগড়- 0 & 1
🔵6.দাদরা নাগর হাভেলী দমন ও দিউ- 0 & 2
🔵7.লক্ষদীপ- 0 & 1
🔵8.লাদাখ- 0 & 1

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *