Friday , March 29 2024
Home / GK / ভারতের প্রথম মহিলা

ভারতের প্রথম মহিলা

1.👩‍🚒তানিয়া সান্যাল:- ভারতের প্রথম দমকল কর্মী-2018(বিমানবন্দর)

2.👩🏍️ঐশ্বর্য পিসাই:-প্রথম ভারতীয় মহিলা মোটরস্পোর্টসে বিশ্বচ্যাম্পিয়ন 2019। সম্প্রতি হাঙ্গেরিতে এফআইএম বিশ্বকাপে মেয়েদের বিভাগে সোনা জিতেছেন।

3.🧕নুর ইনায়েত খান:- প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের চর।

4.👩শান্তি টিগগা:-ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা জওয়ান।

5.👩‍🚀কল্পনা চাওলা:- প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী‌-1997।

6.🧕সানিয়া মির্জা:- প্রথম ভারতীয় মহিলা WTA জেতেন 2005, গ্র্যান্ড স্লাম খেতাব জেতেন(2009),ফ্রেডকাপ হার্ট পুরস্কার জেতেন।

7.👸রিতা ফারিয়া:- প্রথম ভারতীয় তথা এশিয়া মহিলা যিনি বিশ্বসুন্দরী খেতাব জেতেন1966।

8.👸জিনাত আমান:- ভারতের মহিলা মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল 1970।

9.👸সুস্মিতা সেন:- প্রথম ভারতীয়/বাঙালি মহিলা মিস ইউনিভার্স 1994।

10.👸লারা দত্ত:- ভারতের প্রথম মিস ইন্টারকন্টিনেন্টাল 1997।

11.👸অদিতি গোবিত্রীকর:- ভারতের প্রথম ও একমাত্র মিসেস ওলার্ল্ড -2001।

12.👸নিকোল ফারিয়া:-ভারতের প্রথম মহিলা মিস আর্থ 2010।

13.👵ভানু আথৈয়া:- প্রথম ভারতীয় মহিলা অস্কার বিজয়ী, “গান্ধী” ছবিতে কস্টিউম ডিজাইনার- 1983।

14.👩🧗সন্তোষ যাদব:- বিশ্বের/ভারতের প্রথম মহিলা কংসশুং ফেস থেকে এভারেস্ট দুবার জয় করেন- মে 1992-1993।

15.💃জুবেইদা:- ভারতের প্রথম সবাক সিনেমা অভিনেত্রী (1931-আলম আরা)

16.👩প্রতীমা পুরী:- দূরদর্শনের প্রথম মহিলা নিউজরিডার-1965।

17.👩আমৃতা প্রিতম সুনেহর:- ভারতের প্রথম মহিলা সাহিত্য একাডেমী পুরস্কার-1956।

18.👩রােশনি শর্মা:- প্রথম ভারতীয় মহিলা কন্যাকুমারী থেকে কাশ্মীরে মোটর সাইকেল ভ্রমন করেন।

19.👵রমা দেবী:- ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার।

20.👩শ্রীমতি ইন্দিরা দেবী:- প্রথম ভারতীয় মহিলা ফরাসি ভাষায় গ্র্যাজুয়েট।

21.👩শিলা দাওরে:- প্রথম ভারতের মহিলা অটো-রিকশা চালক-1988।

22.👩👩‍✈️পুনিতা অরোরা:- প্রথম ভারতীয় মহিলা ভারতীয় সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদ এবং ভারতীয় নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল পদ অর্জন করেন।

23.👩‍✈️গুঞ্জন সাক্সেনা:-প্রথম ভারতীয় মহিলা সামরিক অফিসার, ফ্লাইট লেফটেন্যান্ট।

24.👩‍✈️🛩️অবনী চতুর্বেদী ভারতের প্রথম মহিলা যোদ্ধা পাইলট ফ্লাইং অফিসার First Combat Pilot 2016 june।

25.👩‍✈️শিভাঙ্গি:- প্রথম ভারতীয় মহিলা নৌসেনা পাইলট 2019

NAVY’S FIRST WOMAN PILOT SUB LT SHIVANGI

26.👩‍✈️🛩️হিনা জাসওয়াল:- ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার 2019।

27.👩হোমাই ভীরাওয়াল্লা:-

ভারতের প্রথম মহিলা প্রফেসনাল  ফটোগ্রাফার।

28.🧗অরুণিমা সিনহা:- বিশ্বের/ভারতের প্রথম মহিলা অ্যাম্পিটি/পা বাদ যাওয়া  এভারেস্ট জয়ী-21 মে 2013।

29.👩জি.এস.লক্ষ্মী:- প্রথম মহিলা ম্যাচ রেফারি (আই সি সি), প্রথম মহিলা অ্যাম্পেয়ার (পুরুষ দলের ODI ম্যাচ), মহিলাদের ডোমেস্টিক ম্যাচের ম্যাচ রেফারি 3 ODI & T20(2008-09)।

30.👮কিরণ বেদী:- ভারতের প্রথম মহিলা IPS অফিসার-1972।

31.👩‍✈️অর্চনা রামসুন্দরম:- প্রথম মহিলা হিসাবে যাঁকে দেশের কোনও আধাসামরিক বাহিনীর প্রধান নিযুক্ত করা হয়(58 বছর বয়সে)।

32.👩‍✈️অর্পনা কুমার:- প্রথম ভারতীয় মহিলা আই পি এস অফিসার সাউথ পােল পৌঁছান এবং সাতবার সামিট চ্যালেঞ্জ পূর্ণ করেন 2019।

33.👩তানিয়া সার্গিল:- ভারতের প্রথম মহিলা অফিসার আর্মি ডে প্যারেডের নেতৃত্ব 15 জানুঃ 2020।

34.👩‍✈️🛩️সরলা ঠকরাল:- প্রথম ভারতীয় মহিলা বিমানের পাইলট হিসাবে লাইসেন্স অর্জন করেছিলে,1936 সালে।

35.👵সুরেখা শঙ্কর যাদব:- এশিয়ার/ভারতের প্রথম  ট্রেনচালক-2000।

36.👩‍🏫সাবিত্রী ফুলে:- ভারতের প্রথম মহিলা শিক্ষিকা ভারতের প্রথম স্কুলে।

37.👩নীরজা ভানোট:- প্রথম ভারতীয় মহিলা মরনোত্তর অশোক চক্র প্রাপক।

38.👵শান্তাবাই যাদব :- ভারতের প্রথম মহিলা নাপিত (মুম্বাই)

39.👩‍🏫সোনা ঝারিয়া মিনজ :- ভারতের প্রথম আদিবাসী মহিলা উপাচার্য।

40.👩রেখা(কেরালা):- প্রথম ও একমাত্র মহিলা গভীর সমুদ্রে মাছ ধরার লাইসেন্স পান।

41.👵মীরা সাহেব ফাতেমা বিবি:- প্রথম ভারতীয় মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি1989।

42.👩‍⚖️আন্না চণ্ডী:- ভারতের  প্রথম মহিলা বিচারক ছিলেন,কেরল হাইকোর্টে1959।

43.👩‍⚖️লীলা শেঠ::-1978 সালে,  প্রথম মহিলা দিল্লি হাইকোর্টের বিচারক হয়েছিলেন এবং এছাড়া ও তিনি হিমাচলপ্রদেশ হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হয়েছিলেন 05/08/1991।

44.🏊আরতি সাহা:- এশিয়া/ভারতের প্রথম মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন। 29 সেপ্টেম্বর, 1959।

45👩🏏স্মৃতি মান্ধানা:- ভারতের প্রথম মহিলা ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করেছেন এবং প্রথম ওয়ানডে তে ডবল সেঞ্চুরি করেন।

46.👩🏏মিতালী রাজ:- প্রথম মহিলা ক্রিকেটার 200 ODI ম্যাচ খেলেছেন,  সর্বোচ্চ রান ও সর্বোচ্চ 50 রানের  অধিকারী, T20তে 2000 রানের গন্ডি পার করেছেন৷ টেস্ট ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেন-2004, প্রথম ও একমাত্র মহিলা আন্তজার্তিক ক্রিকেটে 20 বছর এ পূরণ করেছেন।

47.👩🏏ঝুলন গোস্বামী:-প্রথম বাঙালি ভারতীয় ক্রিকেট অধিনায়িকা।

48.👩🏏অঞ্জুম চোপড়া:- প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার ওডিআই সেঞ্চুরি, প্রথম 100 ওডিআই ম্যাচ, প্রথম মহিলা কমেন্টেটার, প্রথম ভারতীয় অধিনায়িকা বিদেশে টেস্ট সিরিজ যেতেন।

49.👩🏏হরমনপ্রীত কৌর:- প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার T20 বিশ্বকাপে সেঞ্চুরি করেন এবং বিদেশী লিগে খেলেন- অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ।

50.👩নীলিমা ঘোষ:- অলিম্পিকের প্রথম ভারতীয় মহিলা ট্র্যাক অ্যাথলিট-1952(100/13.8)।

51.👧🏸সাইনা নেওয়াল:- এশিয়ান গেমসে প্রথম ভারতীয় মহিলা ব্রোঞ্জ জেতেন(London,2012), অলিম্পিকে প্রথম পদক জয়ী।

52.👩পি ভি সিন্ধু:-প্রথম ভারতীয় মহিলা ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন-2019 ও অলিম্পিকে সিলভার(Rio,2016) পদকজয়ী।

53.👩🥊মেরী কম:- প্রথম ভারতীয় মহিলা বক্সার এশিয়ান গেমসে সোনাজয়ী।

54.👩কার্ণম মালেশ্বরী:- ভারতের প্রথম মহিলা  ভারোত্তোলনে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতেন- 2000।

55.👩🥇কমলজিত সাঁধু:- প্রথম ভারতীয় মহিলা এশিয়ান গেমসে  সোনা জেতেন-1970(400/57.3)।

56.👩⚽বেম বেম দেবী:- ভারতের প্রথম মহিলা ফুটবলার পদ্মশ্রী পুরস্কার জয়ী।

57.👩কোনেরু হাম্পি:- ভারতের প্রথম সর্বকনিষ্ঠ( 15বছর1মাস27দিন) মহিলা গ্র্যান্ড মাস্টার-2002।

58.👩সুব্রারামন বিজয়লক্ষ্মী:- ভারতের প্রথম মহিলা(দাবা) ইন্টারন্যাশনাল মাস্টার-1996, গ্র্যান্ড মাস্টার-2001।

59.👩সারাম্মা থমাস:- প্রথম ভারতীয় মহিলা সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স পান। (কেরলের বাসিন্দা)

60.👩‍🔬জানাকি আম্মাল এডাভ্যালাথ কক্কট-প্রথম ভারতীয় মহিলা বটানি তে পি.এইচ.ডি করেন।

61.🧕✍️তরু দত্ত:- প্রথম ভারতীয় মহিলা ইংরাজিত ও ফরাসি ঔপন্যাসিক প্রথম   ইংরেজি উপন্যাস লেখেন ‘বিয়াঙ্কা’ -প্রকাশিত হয় 1878 সালে, বেঙ্গল ম্যাগাজিনে।

62.👵✍️আশাপূর্ণা দেবী :- প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী-1976 প্রথম প্রতিশ্রুতি উপন্যাস।

63.👩✍️ঝুম্পা লাহিড়ী- প্রথম বাঙালি পুলিৎজার পুরস্কার জয়ী।

64.👩✍️অরুন্ধতি রায়:- ভারতের প্রথম বুকার পুরস্কার জয়ী মহিলা-1998, গড অব স্মল থিংস।

65.👩ভাবনা কস্তুরী:- প্রথম ভারতীয় মহিলী পুরুষ প্যারেড দলের কন্টিজেন্ট লিডার 2019.Lt Bhavana Kasturi Leads ASC Contingent.

66.👵✍️রাসসুন্দরী দেবী:- প্রথম ভারতীয়/বাঙালি নারী হিসাবে আত্মজীবনী লিখেছিলেন।

67.👩দেবিকা রানী:- ভারতের প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী-1969।

68.🧗বাচেন্দ্রী পাল:- প্রথম ভারতীয় এভারেষ্ট জয়ী মহিলা-1984।

69.🧗শিপ্রা মজুমদার -প্রথম বাঙালি এভারেস্ট জয়ী-2 জুন 2005।

70.👮দূর্বা ব্যানার্জী:- প্রথম মহিলা কমার্শিয়াল পাইলট ও ক্যাপ্টেন।

71.👩হরিতা কৌর দেওল:- ভারতের প্রথম মহিলা পাইলট (এয়ার ফোর্স)1994।

72.👩‍🎓কামিনী রায়- প্রথম বাঙালি বি. এ অনার্স নিয়ে স্নাতক।

73.👩‍🎓👩‍🎓কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু:-  ভারতের প্রথম মহিলা স্নাতক (1883)।

74.👩‍🎓চন্দ্রমুখী বসু :- প্রথম বাঙালি এম. এ উপাধি লাভ।

75.👩‍🎤এম এস শুভলক্ষ্মী:- প্রথম ভারতীয় সংগীত শিল্পী যিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন জয়ী।

76.👩‍✈️পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়- ভারতীয় বায়ুসেনার প্রথম এয়ার ভাইস মার্শাল, এয়ার ফোর্স মেডিক্যালের প্রথম মহিলা এডিজি (অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল)।

77.👵সরোজিনী নাইডু: স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল(উত্তর প্রদেশ)1947 সালের 15 আগস্ট।

78.👵সুচেতা কৃপালনি:- স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী,উত্তর প্রদেশ(1963-67)।

79.👵মাদার টেরেজা:- প্রথম মহিলা (ভারতীয়) নোবেল পুরষ্কার পান।(1979)

80.👵কমলাদেবী চট্টোপাধ্যায়:- প্রথম ভারতীয় মহিলা ম্যাগসাইসাই পুরষ্কার পান-1966।

81.👵বিজয়লক্ষ্মী পন্ডিত:- মন্ত্রিসভার প্রথম মহিলা সদস্য-1937 এবং রাষ্ট্রসঙ্ঘের প্রথম মহিলা প্রেসিডেন্ট 1953।

82.👩‍🎓👩‍⚕️কাদম্বিনী গঙ্গোপাধ্যায়:- ভারতের প্রথম মহিলা স্নাতক ও ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত ভারতের প্রথম মহিলা।

83.👵👵ইন্দিরা গান্ধী:- ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী- 1966, প্রতিরক্ষা মন্ত্রী-21 দিনের জন্য, বিদেশ মন্ত্রী-1967-69, অর্থমন্ত্রী1970-71, ভারতরত্ন পান 1971।

84.👩ইশা বসন্ত যোশী:- পরাধীন ভারতের প্রথম ভারতীয় মহিলা IAS অফিসার।

85.👩আন্না রাজম জর্জ( মালহোত্রা):- স্বাধীনতা পরবর্তী প্রথম ভারতীয় মহিলা IAS অফিসার-1951।

86.👵কর্নেলিয়া সোরাবজী:- পরাধীন ভারতের প্রথম মহিলা আইনজীবী।

87.👩‍⚕️আনন্দিবাই গোপালরাও যোশী:- ভারতের প্রথম নারী চিকিৎসক, চিকিৎসাশাস্ত্রে শিক্ষার্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রা করেন এবং প্রথম ডিগ্রী লাভ করেন ( ভারতে প্র্যাকটিস করার আগেই মারা যান)।

88.👵✍️মমতা ব্যানার্জী:- ভারতের প্রথম বাঙালি মহিলা রেলমন্ত্রী13-10-99,প্রথম মহিলা কয়লামন্ত্রী,পশ্চিম বঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী-20-05-11,প্রথম মহিলা আঞ্চলিক দল তৈরি করেন,প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে সর্বাধিক বই লেখেন।

89.👵প্রতিভা দেবী সিং পাতিল:- ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি(2007-2012) জীবনে নির্বাচনে হারেননি।

90.👵মীরা কুমার:- লোকসভার প্রথম মহিলা স্পীকার(পঞ্চদশ লোকসভা.2009)।

91.👩অপর্না সেন:- প্রথম বাঙালি মহিলা চলচ্চিত্র পরিচালক।

92.👩‍🔧👩‍🏭এ ললিতা:- ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (চেন্নাই),1944।

93.👩‍🔧👩‍🏭ইলা মজুমদার :- প্রথম বাঙালি মেকানিকাল ইঞ্জিনিয়ার ।

94.👵✍️স্বর্ণকুমারী দেবী :- প্রথম বাঙালি উপন্যাসিক।

95.👩প্রীতিলতা অয়াদ্দেদার:- প্রথম বাঙালি শহীদ।

96.👩‍🎓বানী ঘোষ :- প্রথম বাঙালি সর্ব কনিষ্ঠা গ্র্যাজুয়েট।

97.👩সুদিপ্তা সেনগুপ্ত-প্রথম বাঙালি মেরু অভিযাত্রী।

98.👩রেণুকা রায়- প্রথম বাঙালি রাজ্যের মন্ত্রী।

99.💃সুচিত্রা সেন:- প্রথম ভারতীয় অভিনেত্রী আন্তর্জাতিক মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 1963 “সাত পাকে বাঁধা”

100.👵চুনিবালা দেবী:- প্রথম ভারতীয় অভিনেত্রী মরণোত্তর আন্তর্জাতিক ম্যানিলা ফ্লিম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড।

101.👧👧ভুবন বালা ও কুন্দ বালা:- প্রথম বাঙালি বেথুন কলেজের ছাত্রী।

102.ভুবন মোহিনী দেবী- প্রথম বাঙালি পত্রিকা সম্পাদিকা।

103.👩‍🏫ডঃ রমা রায়- প্রথম বাঙালি মহিলা উপাচার্য।

104.👩‍🔬আসীমা চ্যাটার্জী:- প্রথম বাঙালি মহিলা ভারতীয় বিশ্ববিদ্যালয় দ্বারা ডক্টর অফ সায়েন্স সম্মান পান।

105.👩‍🔬প্রভাবতী দাশগুপ্ত :- প্রথম বাঙালি পি. এইচ. ডি।

106.👩‍💼রানু ঘোষ:- প্রথম বাঙালি মহিলা জেলা শাসক।

107.👩সোনালী ব্যানার্জি:-  ভারতের/ বাঙালির প্রথম মহিলা মেরিন ইঞ্জিনিয়ার -26 আগস্ট 2001।

108.👩দীপা কর্মকার:- প্রথম ভারতীয়/বাঙালি মহিলা জিমনেশিয়াম হিসাবে অলিম্পিকে অংশ গ্রহণ।

109.👩‍⚕️এস আই পদ্মাবতী:- ভারতের প্রথম মহিলা কার্ডিওলজিস্ট।

110.👩‍✈️দেবশ্রী চট্টোপাধ্যায়:- কলকাতা পুলিশের প্রথম মহিলা অফিসার ইনচার্জ (OC)।

111.👩সন্ধ্যা মারুই:- ভারতের প্রথম মহিলা রেলওয়ে কুলি(মধ্যপ্রদেশ), কাটনি স্টেশন।

112.🧕ডঃ জোহরা বেগম কাজী:-  বাংলার প্রথম মুসলিম মহিলা চিকিৎসক-1935।

103.👩👵সেলিনা বেগম:- ভারতের/বাঙালির প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালক (উত্তর দিনাজপুর এর হেমতাবাদ), ভারত সরকার স্বীকৃত দেশের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালক বীরালক্ষ্মী।

114.👵অরুন্ধতী ভট্টাচার্য:- প্রথম মহিলা ভারতীয় স্টেট ব্যাংক গ্রুপের  চেয়ার পার্সন।

115.👩‍✈️✈️সালিজা ধামি:- ভারতের প্রথম মহিলা ফ্লাইট কমান্ডার।

116.👩‍✈️✈️সারা হামিদ আহমেদ :- দেশের প্রথম মুসলিম বিমানচালক।

117.👩🇮🇳স্নেহা পার্থিবরাজ:- ভারতের প্রথম মহিলা যার কোনো ধর্ম নেই।

118.👵সি বি মুথাম্মা:-  ভারতের প্রথম মহিলা ডিপ্লোম্যাট,  প্রথম ভারতীয় মহিলা হিসেবে সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন-1948 ও প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন-1949।প্রথম মহিলা রাষ্ট্রদূত, (হাঙ্গেরি, ঘানা ও নেদারল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ) করেন।

119.👩ডঃ গগনদীপ কাং:- প্রথম ভারতীয় মহিলা বৈজ্ঞানিক রয়্যাল সোসাইটি লন্ডন ফেলো নির্বাচিত 2019।

120.👩হিমা দাস:-প্রথম ভারতীয় অ্যাথলেটিক্স 20 দিনে 5টি গােল্ড মেডেল জয়ী ।

121.👩🏆নিরুপমা সঞ্জীব:- প্রথম ভারতীয় মহিলা 1998 অস্ট্রেলিয়ান ওপেন ইতালির গ্লোরিয়া পিজ্জিচিনিকে পরাজিত করে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন।

122.👩সুচেতা কাদেঠঙ্কর:- প্রথম ভারতীয় মহিলা গোবি মরুভূমি(1600 কিলোমিটার)পার করেন-2011।

123.👩সুনয়নী দেবী:- প্রথম বাঙালি মহিলা চিত্রশিল্পী( রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা গুণেদ্রনাথ ঠাকুরের মেয়ে)।

124.👩প্রিয়া ঝিঙ্গান:- প্রথম একজন ভারতীয় সেনা কর্মকর্তা-24 সেপ্টেম্বর1992।(25 জনের একটা ব্যাচ তারমধ্যে একজন)

125.👩‍✈️✈️প্রেম মাথুর:-  প্রথম ভারতীয় মহিলা বাণিজ্যিক পাইলট-1948 ডেকান এয়ারওয়েজ।

126.👩সুলোচনা মোদী:- প্রথম ভারতীয় মহিলা মেয়র-1956, মুম্বাই।

127.👩‍⚖️মঞ্জুলা চেল্লুর:- কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি।

128.💃নার্গিস দত্ত:- ভারতের প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী-1958, রাজ্যসভার প্রথম মহিলা সদস্য।

129.👵কে.জে উদেশী:- ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রথম মহিলা ডেপুটি গভর্নর-10/06/2003-12/10/2005 ।

130.👩সুষমা চাউলা:- ভারতের প্রথম ইন্ডিয়ান এয়ারলাইন্স এর চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর-2005।

131.👩অঞ্জু ববি জর্জ:- ভারতের  প্রথম মহিলা অ্যাথিলিট(লং জাম্প)বিশ্ব অ্যথলেটিক্স চাম্পিয়ান 2003 এ ব্রোঞ্জ পদক পান যার সুবাদে 2005 এ সোনার মেডেল যেতেন।

132.👩রোজ মিলিয়ন বেথিউ:- প্রথম ভারতীয় মহিলা UPSC চেয়ারপারসন-23/09/92–23/08/96।

133.👩কাঞ্চন চৌধুরি ভট্টাচার্য:- প্রথম মহিলা রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, উওরাখন্ড,কিরণ বেদির পর দেশের দ্বিতীয় আইপিএস অফিসার।

134.👩রাজকুমারী বিবিজী অমৃত কাউর:- ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী,মন্ত্রিপরিষদের প্রথম মহিলা ছিলেন,1950 ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সভাপতি নির্বাচিত প্রথম ভারতীয়/এশিয়ান।

135.👩সান্নো দেবী:- ভারতের বিধানসভার প্রথম নারী স্পীকার-1966-67 হারিয়ানা বিধানসভার স্পীকার এবং পাঞ্জাব বিধানসভার সহ স্পীকার ছিলেন1962-66।

136.👩 এন পোল্লে :- প্রথম ভারতীয় মহিলা অলিম্পিকে অংশগ্রহণকারী (টেনিস)

137.👩‍💼প্রাঞ্জল পাটিল :- দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা IAS অফিসার(মহারাষ্ট্র)।

138.👩‍💼🚛যোগিতা রঘুবংশী:- ভারতের প্রথম মহিলা ট্রাকার( ট্রাক ডাইভার)।

139.👩‍💼🚢কুমুদিনী ত্যাগী ও রীতি সিং:- প্রথম ভারতীয় মহিলা নৌবাহিনীর যুদ্ধজাহাজে দীর্ঘমেয়াদি পোষ্টিং-2020.

140.👩 কানুপ্রিয়া আগরওয়াল (দূর্গা):- ভারতের প্রথম টেস্ট টিউব বেবি-1978 অক্টোবর।

141.👩 ছন্দা গায়েন :- প্রথম অসামরিক মহিলা এভারেস্ট জয়ী- 18 মে 2013.

∆রোজিনা গুহ:- প্রথম আইনজীবী।

∆দীপক সাঁধু:- মূখ্য তথ্য কমিশনার।

∆কমলাবাই গোখলে:- প্রথম চলচ্চিত্র অভিনেত্রী।

∆পি.টি.উষা:- প্রথম ভারতীয় মহিলা  অলিম্পিকে  ফাইনালে পৌঁছান।

∆বীনা কৌশলশম্ভু:-  প্রথম ভারতীয় মহিলা দক্ষিনমেরু প্রদক্ষিন করেন।

∆রঞ্জনা কুমার:- NABARD- এর প্রথম মহিলা M.D.

∆ জয়ন্তী পট্টনাইক:- জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপার্সন।

∆বেলা দত্তগুপ্ত:- পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের প্রথম চেয়ারপার্সন ছিলেন।

∆ওমানা কুঞ্জমা:- ভারতের প্রথম মহিলা ম্যাজিষ্ট্রেট।

∆বেনো জেফাইন:- সম্পূর্ন অন্ধ ভারতীয় মহিলা IFS।

∆সুশীল আয়ার:- ভারতের প্রথম মহিলা স্পিকার।

∆আরতি প্রধান:- ভারতের প্রথম জিব্রাল্টার বিজয়িনী।

∆ড.কানেয়াল ভিকু:- ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযানকারী মহিলা।

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *