Thursday , March 28 2024
Home / GK / *বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন*

*বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন*

1) অক্সিজেন কে আবিস্কার করেন ? ➫ জে বি প্রিস্টলি
2) অণুবীক্ষণ যন্ত্র কে আবিস্কার করেন ? ➫ জেড ভ্যানসেন
3) ইউরিয়া কে আবিস্কার করেন ? ➫ উহলার
4) ইউরেনিয়াম কে আবিস্কার করেন ? ➫ ক্লাপ্রথ
5) ইলেক্ট্রন কে আবিস্কার করেন ? ➫ স্যার জোসেফ জন থমসন
6) এক্সরে কে আবিস্কার করেন ? ➫ ডব্লিউ কে রন্টজে
7) এন্টিসেপ্ট চিকিত্সা কে আবিস্কার করেন ? ➫ লিস্টার লর্ড বেন্টিং
8) এয়ার কন্ডিশনার কে আবিস্কার করেন ? ➫ ডব্লিউ এইচ ক্যারিয়ার
9) এরোপ্লেন কে আবিস্কার করেন ? ➫ অরভিল ও উইলভার রাইট
10) ওজোন কে আবিস্কার করেন ? ➫ স্কোনবীনি
11) কলেরা বেসিলাস কে আবিস্কার করেন ? ➫ রবার্ট কচ
12) কৃত্রিম জিন কে আবিস্কার করেন ? ➫ হরগোবিন্দ খোরানা
13) কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কে আবিস্কার করেন ? ➫ জুলিও কুরি
14) কোষ কে আবিস্কার করেন ? ➫ রবার্ট হুক
15) কোষের নিউক্লিয়াস কে আবিস্কার করেন ? ➫ রবার্ট ব্রাউন ১৮৩১ সালে
16) ক্যামেরা কে আবিস্কার করেন ? ➫ জর্জ ইস্টম্যান
17) ক্রোমোজোম কে আবিস্কার করেন ? ➫ স্টাসবুর্গার
18) ক্লোরিন কে আবিস্কার করেন ? ➫ শীলে
19) ক্লোরোফরম কে আবিস্কার করেন ? ➫ সিম্পসন ও হ্যারিসন
20) গতির সূত্র কে আবিস্কার করেন ? ➫ আইজ্যাক নিউটন
21) গ্যালভানোমিটার কে আবিস্কার করেন ? ➫ আন্ডার মেরি আম্পিয়ার
22) চলচ্চিত্র যন্ত্র কে আবিস্কার করেন ? ➫ টমাস আলভা এডিসন
23) জলাতঙ্ক রোগের চিকিত্সা আবিস্কার করেন কে ? ➫ লুই পাস্তুর
24) জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিস্কার করেন ? ➫ লুই পাস্তুর
25) টেলিগ্রাফ কে আবিস্কার করেন ? ➫ এফ বি মোর্স
26) টেলিফোন কে আবিস্কার করেন ? ➫ আলেকজান্ডার গ্রাহামবেল
27) টেলিভিশন কে আবিস্কার করেন ? ➫ জন লজি বেয়ার্ড
28) টেলিস্কোপ কে আবিস্কার করেন ? ➫ হ্যান্স লিপারসি
29) ডাবল হেলিক্স DNA কে আবিস্কার করেন ? ➫ ওয়াটসন ও ক্রিক
30) ডায়নামো কে আবিস্কার করেন ? ➫ মাইকেল ফ্যারাডে
31) ডি ডি টি কে আবিস্কার করেন ? ➫ জিডলার
32) ডিজেল ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ রুডলফ
33) ডিনামাইট কে আবিস্কার করেন ? ➫ আলফ্রেড নোবেল
34) ডিপথেরিয়া প্রতিষেধক কে আবিস্কার করেন ? ➫ ভন ভেহরিং
35) ড্রাইসেল কে আবিস্কার করেন ? ➫ জর্জেস লেকল্যান্স
36) তড়িত্ বিশ্লেষণ কে আবিস্কার করেন ? ➫ ফ্যারাডে
37) থার্মোমিটার কে আবিস্কার করেন ? ➫ গ্যালিলিও গ্যালিলি
38) নিউট্রন কে আবিস্কার করেন ? ➫ জেমস চ্যাডউইক
39) পচন নিবারক অস্ত্রোপচার কে আবিস্কার করেন ? ➫ লিসার
40) পরম শূন্যতার স্কেল কে আবিস্কার করেন ? ➫ কেলভিন
41) পারমাণবিক বিভাজন প্রক্রিয়া কে আবিস্কার করেন ? ➫ অটোহ্যান
42) পারমাণবিক সংখ্যা কে আবিস্কার করেন ? ➫ মোঁসলে
43) পেট্রোল ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ নিকোলাস অটো
44) পেনিসিলিন কে আবিস্কার করেন ? ➫ আলেকজান্ডার ফ্লেমিং
45) পোলিও টিকা কে আবিস্কার করেন ? ➫ জোনাস ই স্যাক
46) প্রোটন কে আবিস্কার করেন ? ➫ রাদারফোর্ড
47) প্লুটোনিয়াম কে আবিস্কার করেন ? ➫ সিবোর্গ
48) ফনোগ্রাফ কে আবিস্কার করেন ? ➫ টমাস আলভা এডিসন
49) ফ্লপি ডিস্ক কে আবিস্কার করেন ? ➫ আইবিএম কোম্পানি
50) বংশগতির সূত্র কে আবিস্কার করেন ➫ গ্রেগর মেন্ডেল
51) বল পয়েন্ট কে আবিস্কার করেন ➫ জন জেলাউড
52) বসন্ত টিকা কে আবিস্কার করেন ➫ জেনার
53) বসন্তের টিকা কে আবিস্কার করেন ➫ এডওয়ার্ড জেনার
54) বায়ু নিষ্কাশন যন্ত্র কে আবিস্কার করেন ➫ অটোভন গেরিক
55) বার্নার কে আবিস্কার করেন ? ➫ রবার্ট বুনসেন
56) বাষ্পীয় ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ জেমস ওয়াট
57) বিদ্যুত্ কে আবিস্কার করেন ? ➫ উইলিয়াম গিলবার্ট
58) বিবর্তনের সূত্র কে আবিস্কার করেন ? ➫ চার্লস ডারউইন
59) বিসিজি টিকা কে আবিস্কার করেন ?
🍀1। কোন রাজ্য সরকার বিবাহের পূর্বে AIDS Test বাধ্যতামূলক করেছেন?
উত্তরঃ বিহার।
🌸2। প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?
উত্তরঃ প্যাসটিউরেল্লা পেসটিস।
🍀3। দেহের সবচেয়ে বড় পেশি কোনটি?
উত্তরঃ সারটোরিয়াম (উরুতে থাকে)।
☘️4। মানুষের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়?
উত্তরঃ শর্করা।
🍀5। কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
উত্তরঃ বেগুনি। সবচেয়ে কম লাল।
🍀6। স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু কি?
উত্তরঃ গ্যালিয়াম।
☘️7। সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
উত্তরঃ হাইড্রোজেন।
🍀8। উদ্ভিদের বৃদ্ধির হার কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়?
উত্তরঃ আর্ক ইন্ডিকেটর।
☘️9। রক্তে বিলিরুবিন পরিমান বেশি হলে কোন রোগ হয়?
উত্তরঃ জন্ডিস।
☘️10। উদ্ভিদের কোশপ্রাচীর স্থূল হয় কি সঞ্চিত হওয়ার ফলে?
উত্তরঃ সেলুলোজ, পেকটিন, লিগনিন।
☘️11। কিসের সাহায্যে উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়?
উত্তরঃ বৃদ্ধিবলয়/ বর্ষবলয়।
☘️12। পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ নিষেক।
☘️13। নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কী বলে?
উত্তরঃ জাইগেট।
☘️14। সমআয়তন ও সমপ্রকৃতির জননকোশের মিলনকে কী বলে?
উত্তরঃ আইসোগ্যামি।
☘️15। শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ স্পার্মাটোজেনেসিস।
☘️16। ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ উজেনেসিস।
☘️17। ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?
উত্তরঃ ইথিলিন।
☘️18। অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়?
উত্তরঃ বিটা।
☘️19। অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়?
উত্তরঃ আলফা।
☘️20। প্রতি 100 ml. রক্তে শর্করার স্বাভাবিক পরিমান কত?
উত্তরঃ 80-120 mg।
☘️21। রক্তে শর্করার পরিমান বৃদ্ধির হারকে কি বলে?
উত্তরঃ হাইপারগ্লাইসিমিয়া।
☘️22। রক্তে শর্করার পরিমান বৃদ্ধিজনিত রোগকে কি বলে?
উত্তরঃ ডায়াবেটিস মেলিটাস।
☘️23। কোন রোগের ওপর নাম Big C ?
উত্তরঃ ক্যানসার।
☘️24। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়?
উত্তরঃ ADH।
☘️25। SI পদ্ধতিতে তাপের একক কি?
উত্তরঃ কেলভিন।
☘️26। PV = nRT সমীকরণ মেনে চলে যে গ্যাসগুলি তাদের কি বলে?
উত্তরঃ আদর্শ গ্যাস।
☘️27। সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে?
উত্তরঃ বিউটেন।
🌸28। LPG কিসের মিশ্রণ?
উত্তরঃ বিউটেন ও প্রোপেন।
🌸29। কোন বর্ণের আলোকে সালোকসংশ্লেষ বন্ধ হয়?
উত্তরঃ সবুজ বর্ণের আলোয়।
🌸30। অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কী?
উত্তরঃ সুপ্রারেনাল গ্রন্থি।
🌸31। মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?
উত্তরঃ 8/10 মিঃ।
🌸32। জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয়?
উত্তরঃ যকৃতে।
🌸33। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়?
উত্তরঃ জীবাশ্মের বয়স নির্ণয়ে।
🌸34। যৌন ক্রোমোজোম ছাড়া অন্য 44 টি ক্রোমোজোমকে কি বলে?
উত্তরঃ অটোজোম।
🌸35। কাকে রাসায়নিক দূত বলা হয়?
উত্তরঃ হরমোনকে।
🌸36। মিউটেশম তত্বের প্রবক্তা কে?
উত্তরঃ দ্য ভ্রিস।
🌸37। রক্ত তঞ্চনের সময়সীমা কত?
উত্তরঃ 3 থেকে 7 মিনিট।
🌸38। ছত্রাকে কোন জাতীয় পুষ্টি দেখা যায়?
উত্তরঃ মৃতজীবী।
🌸39। মানবদেহে সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি কোনটি?
উত্তরঃ লিভার।
🌺40। চার্লস ডারউইন কোন বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন?
উত্তরঃ প্রাকৃতিক নির্বাচনবাদ।
🌸41। গরুর দুধে হালকা হলুদ বর্ণের হয় এর কারণ কী?
উত্তরঃ রাইবোফ্লোবিন থাকে।
🌸42। কোন বিভাগের রক্তকে সার্বিকদাতা বলে?
উত্তরঃ O।
🌸43। কোন মশা Yellow Fever এর বাহক?
উত্তরঃ এডিস মশা।
🌸44। কোনও শিশুর 14 বছর বয়স পর্যন্ত বৃদ্ধিতে কোন জিনিসের গুরুত্ব সর্বাধিক দেখা যায়?
উত্তরঃ প্রোটিন।
🌸45। কোনও শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা?
উত্তরঃ পিতার ক্রোমোজোম দ্বারা।
🌸46। মানবদেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয়?
উত্তরঃ ভিটামিন D।
🌸47। রক্তে জলের পরিমান কত
উত্তরঃ 91.92%।
🌸48। 100 CC রক্তে মানবদেহে হিমোগ্লোবিনের পরিমান কত?
উত্তরঃ 14. 5 gm.।
🌸49। পতঙ্গদের কত জোড়া পা আছে?
🌸উত্তরঃ 3 জোড়া।
50। মূত্রের রং হলুদ হয় কিসের উপস্থিতিতে?
উত্তরঃ বিলিরুবিন।
🌸51। মানুষের লোহিত কণিকার আয়ু কত?
উত্তরঃ 120 দিন।
🌸52। কোন রোগের অপর নাম Slim Disease?
উত্তরঃ AIDS।
🌸53। মানবদেহের কোন অঙ্গকে Mirror of Disease বলা হয়?
উত্তরঃ জিহবা …
🌸54। বিড়াল কোন স্বাদ গ্রহণ করতে অপারগ?
উত্তরঃ মিষ্টি।
🌸55। কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে?
উত্তরঃ ভিটামিন B।
🌸56। কোন রোগের জন্য BCG টিকা দেওয়া হয়?
উত্তরঃ যক্ষারোগ।
🌸57। ভিটামিন শব্দটি কে প্রথম ব্যাবহার করেন?
উত্তরঃ বিজ্ঞানী ফ্রাঙ্ক।

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *