Thursday , March 28 2024
Home / GK / বাংলা GK (14TH JANUARY)

বাংলা GK (14TH JANUARY)

🙋উৎপাদনে ভারতের বিভিন্ন রাজ্যে র অবস্থান

ℹ️1.ধান- ভারত দ্বিতীয় (চীন), রাজ্য- 1.পশ্চিমবঙ্গ, 2.উত্তর প্রদেশ,3.অন্ধ্র প্রদেশ,4.পাঞ্জাব
ℹ️2. গম- ভারত দ্বিতীয়(চীন), রাজ্য- 1.উত্তর প্রদেশ,2.পাঞ্জাব(হেক্টর উৎপাদন প্রথম) 3.হরিয়ানা
ℹ️3.তুলা- ভারত দ্বিতীয়(চীন), রাজ্য- 1.গুজরাট, 2.মহারাষ্ট্র, 3.অন্ধ্র প্রদেশ
ℹ️4.পাট- ভারত প্রথম, রাজ্য 1.পশ্চিমবঙ্গ,2.বিহার
ℹ️5. আখ- ভারত দ্বিতীয়(ব্রাজিল), রাজ্য- 1.উত্তর প্রদেশ, 2.মহারাষ্ট্র,3. কর্ণাটক,4. তামিলনাড়ু (হেক্টর উৎপাদন প্রথম)
ℹ️6. চা- ভারত তৃতীয়(চীন), রাজ্য- 1.অসম,2. পশ্চিমবঙ্গ, 3. তামিলনাড়ু,4. কেরালা
ℹ️7. কফি- ভারত ষষ্ঠ (ব্রাজিল), রাজ্য- 1.কর্ণাটক, 2. কেরালা, 3. তামিলনাড়ু
ℹ️8.রবার- ভারত চতুর্থ(থাইল্যান্ড), রাজ্য- 1.কেরালা, 2. তামিলনাড়ু,3.কর্ণাটক, 4. ত্রিপুরা
❤️
🇮🇳1.রাষ্ট্রপতি=রামনাথ কোবিন্দ(14তম)
🇮🇳2.উপরাষ্ট্রপতি= মুপ্পাভারাপু ভেঙ্কাইয়া নাইডু-(13তম)
🇮🇳3.প্রধানমন্ত্রী=নরেন্দ্র দামোদরদাস মোদী-(14তম)
🇮🇳4.রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর=শক্তিকান্ত দাস(25 তম )
🇮🇳5.ডিফেন্স সেক্রেটারি= অজয় কুমার
🇮🇳6.ক্যাবিনেট সেক্রেটারি=রাজীব গৌবা
🇮🇳7.হােম সেক্রেটারি=অজয় কুমার ভাল্লা
🇮🇳8.সেনা প্রধান= মনোজ মুকুন্দ নারাভানে (28 তম )
🇮🇳9.নির্বাচন কমিশনার=সুশীল চন্দ্র ও রাজীব কুমার
🇮🇳10.মুখ্য নির্বাচন কমিশনার=সুনীল আরােরা (23 তম )
🇮🇳11. নৌসেনা প্রধান=অ্যাডমিরাল করমবীর সিং(24 তম)
🇮🇳12.অ্যাটর্নি জেনারেল=কে কে ভেনুগোপাল
🇮🇳13.বায়ু সেনা প্রধান=রাকেশ কুমার ভাদৌরিয়া।(26 তম )
🇮🇳14.চিফ ইনফরমেশন কমিশনার=যশােবর্ধন কুমার সিনহা
🇮🇳15.সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি=শরদ অরবিন্দ বোবদে(47 তম )
🇮🇳16.CBI ডিরেক্টর= ঋষি কুমার শুক্লা
🇮🇳17.CRPF ডিরেক্টর=এ পি, মহেশ্বরী
🇮🇳18.IB ডিরেক্টর=অরবিন্দ কুমার(27 তম )
🇮🇳19.BSF ডিরেক্টর=রাকেশ আস্থানা
🇮🇳20.ভারতের বর্তমান লোকসভার স্পিকার =ওম বিড়লা (17 তম )
🇮🇳21.ভারতের বর্তমান CAG =শ্রী গিরিশ চন্দ্র মুর্মু (14 তম )
🇮🇳22.ভারতের প্রতিরক্ষা মন্ত্রী =রাজনাথ সিং
🇮🇳23.বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী =অমিত অনিলচন্দ্র শাহ
❤️
🙋🙋 পশ্চিমবঙ্গের মন্ত্রী 💚👇

🙋💚1. মমতা ব্যানার্জী👇
কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার,স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক,তথ্য ও সংস্কৃতি,ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন,সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ,পরিবহণ, জলসম্পদ অনুসন্ধান উন্নয়ন এবং সেচ ও জলসম্পদ
💚2. অমিত মিত্র
ক্ষুদ্র, ছােট ও মাঝারি এবং বস্ত্র শিল্প,অর্থ এবং শিল্প ও বাণিজ্য,তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স (ই-গভর্নেন্স শাখাসহ)
💚3. পার্থ চট্টোপাধ্যায়
বিদ্যালয় শিক্ষা ও উচ্চ শিক্ষা,পরিষদ বিষয়ক
💚4. সুব্রত মুখোপাধ্যায়
পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক,পঞ্চায়েত ও গ্রামােন্নয়ন।
💚5. উজ্জ্বল বিশ্বাস
সংশােধন প্রশাসন
💚6. ফিরহাদ হাকিম
নগরোন্নয়ন ও পৌর বিষয়ক
💚7. অরূপ বিশ্বাস
পূর্ত এবং যুব কল্যাণ ও ক্রীড়া
💚8. শোভনদেব চ্যাটাজি
বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি উৎস
💚9. আহমেদ জাভেদ খান
বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা
❤️10. আব্দুর রেজ্জাক মোল্লা
খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন
💚11. সাধন পান্ডে
উপভােক্তা বিষয়ক এবং স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-নিযুক্তি
💚12. ব্রাত্য বসু
বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি এবং বন
💚13. পূর্ণেন্দু বসু
কারিগরী এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
💚14. অরূপ রায়
সমবায়
💚15. মলয় ঘটক
শ্রম এবং আইন ও বিচার
💚16. তপন দাশগুপ্ত
কৃষি বিপণন
💚17. সৌমেন কুমার মহাপাত্র
জনস্বাস্থ্য কারিগরী এবং পরিবেশ
💚18. রবীন্দ্রনাথ ঘোষ
উত্তরবঙ্গ উন্নয়ন
💚19. আশিষ ব্যানাজি
কৃষি
❤️
1.ভারতীয় আর্মি চিফ মনােজ মুকুন্দ নারাভানেকে “Guard Of Honour”-a সম্মানিত করলাে দক্ষিণ কোরিয়া।
2.রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং CEO(সি ই ও) হিসেবে নিযুক্ত হলেন সুনীত শর্মা।
3.সম্প্রতি “তানসেন সম্মান পুরষ্কার পেলেন সন্তুর বাদ্যকর পন্ডিত সতীশ ব্যাস।
4.”2020 Eminent Engineer Award ” পেলেন বিনোদ কুমার যাদব।
5.ভারতের ডেপুটি ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন উমেশ সিনহা।
6.সিকিম রাজ্যের হাইকোর্টের মুখ্যবিচারপতি পদে নিযুক্ত হলেন জিতেন্দ্র কুমার মহেশ্বরী।
7. সম্প্রতি কর্ণাটক রাজ্যের নতুন মুখ্যসচিব পদে নিযুক্ত হলেন P Ravi Kumar
8.ভারতের ৬৭তম দাবা গ্রান্ড মাস্টার হলাে গােয়ার ১৪ বছর বয়সী Leon Luke Mendonca
9.এশিয়ার ধনী ব্যক্তির তালিকায় শীর্ষ স্থান অধিকার করলেন চিনের Zhong Shansha
10.বিজ্ঞানী হেমন্ত কুমার পান্ডে DRDO Scientist of the Year Award 2020 জিতলেন।
11.2020 ডিজিট্যাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড জিতলাে বিহার।
12. 2020 ক্লীন সিটি ইন্দোর
🖤
★২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- 08-01-2021।
★এবারের চলচ্চিত্র উৎসবের থিম ‘কান্ট্রি ইতালি।
★চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার।
★সেরা ছবিকে রয়্যাল বেঙ্গল গােল্ডেন ট্রফি-র পাশাপাশি দেওয়া হবে ৫১লক্ষ টাকার পুরস্কার।
★প্রায় ৪৫টি দেশের সিনেমা থাকছে এই উৎসবে।
★৮১টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি, ৫০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র দেখানাে হচ্ছে এ বছর।
★৮টি প্রেক্ষাগৃহ মিলিয়ে চলবে চলচ্চিত্র উৎসব।
★❤️সৌমিত্র চট্টোপাধ্যায়কে বিশেষ শ্রদ্ধা জানানাে হচ্ছে এই উৎসবে। তার অভিনীত মােট ৯টি ছবি দেখানাে হবে এ বার।

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *