Tuesday , April 16 2024
Home / Govt Jobs / প্রাথমিকে ১৬,৫০০ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিকে ১৬,৫০০ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাইমারি টেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 হাজার 500 টি শুন্য পদ রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন এটা নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন এবং আজ অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আগামী 6 জানুয়ারি পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন, আজকে একটু আগেই প্রকাশ করা হয়েছে নটিফিকেশন ফর রেক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার্স ট্রেনিং এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। বলে রাখি এখানে 2014 শুধুমাত্র আবেদন করতে পারবেন এটা গতকালই মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন এবং আপনারা যারা যারা 2017 প্রাইমারি টেট এর জন্য আবেদন করেছিলেন তাদের পরীক্ষা হবে আগামী 31 শে জানুয়ারি 2021, অফিশিয়াল নটিফিকেশন এখানে বলা হয়েছে 2014 এখানে আবেদন করতে পারবে এবং এখানে বলা হয়েছে 16 হাজার 500 শূন্য পদে রয়েছে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে , শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন সে যোগ্যতা থাকতে হবে , আপনাদের ইন্টারভিউ হবে আগামি 10 জানুয়ারি থেকে 17 জানুয়ারি এটাও কালকে মুখ্যমন্ত্রীর ঘোষণা করে দিয়েছিলেন এবং অ্যাপ্লিকেশন ফি এখানে বলা হয়েছে জেনারেল এবং ইউ আর ইউ আর এর জন্য আপনার 200 / 50 টাকা এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন স্টার্ট হয়ে যাবে আজকে থেকেই ।

Download Notification

http://www.wbbpe.org/WBBPE_NOTICE/Notice23122020.pdf

 

 

Check Also

TET- 2022 GUIDELINES

📌📌📌 TET-2022 এর syllabus ও কিছু আনুষাঙ্গিক বিষয় নিয়ে একটি guidelines প্রকাশ করা হয়েছে। 📌📌📌 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *