Tuesday , April 16 2024
Home / Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স:19/04/2020

কারেন্ট অ্যাফেয়ার্স:19/04/2020

কারেন্ট অ্যাফেয়ার্স

1.লক ডাউন চলাকালীন রাজ্য বাসীর কাছে প্রয়োজনীয় সামগ্রীর হোম ডেলিভারি দেওয়ার জন্য সম্প্রতি ‘Cg haat’ নামে একটি ওয়েবসাইট চালু করেছে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

2.World Heritage Day বিশ্বব্যাপী ১৮ই এপ্রিল পালন করা হয়। এবারের থিম ছিল “Shared Culture’, ‘Shared heritage’ and ‘Shared responsibility”.

3.করোনা সংক্রমিত জোনের সার্ভে করতে ‘Assess Koro Na’ অ্যাপ লঞ্চ করলো দিল্লি সরকার

4.সম্প্রতি ৯৪ বছর বয়সে মারা গেলেন ভারত-ছাড় আন্দোলনে অংশগ্রহনকারী মহারাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামী R. V. Bhuskute

5.লকডাউনের সময় খাদ্যশস্য এবং পচনশীল জিনিসপত্র পরিবহনের সুবিধার্থে কৃষিমন্ত্রী Narendra Singh Tomar “Kisan Rath” নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলেন।

6. ২০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত জমি, বাড়ি কেনা-বেচায় অনলাইন রেজিস্ট্রেশনের অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার৷ এক্ষেত্রে নির্দিষ্ট ফি-এর ওপর ২০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানানো হল৷

7.ডলারের নিরিখে টাকার দাম হল ৭৬.৮৭ টাকা প্রতি ডলার৷ সর্বকালীন তলানিতে ঠেকল টাকার দাম৷

8.দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল রাষ্ট্রপতি মুন জায়ে উনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাট দল৷

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *