Friday , April 19 2024
Home / Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স:07/04/2020

কারেন্ট অ্যাফেয়ার্স:07/04/2020

1.প্রয়াত বাস্কেট বল প্লেয়ার Kobe Bryant ‘Naismith Memorial Basketball Hall of Fame’ এ স্থান পেলেন।

2.করোনা ভাইরাস জনিত লকডাউনের সময় পশুদের খাওয়ানোর জন্য অর্থ বরাদ্দের করণে People for the Ethical Treatment of Animals (PETA) ওড়িশার মুখ্যমন্ত্রী, নবীন পাটনায়েককে ‘Hero to Animals Award’ দিয়ে ভূষিত করেছে।

3.প্রতিবছর ৬ই এপ্রিল জাতিসংঘ ‘International Day of Sport for Development and Peace’ (উন্নয়ন ও শান্তির আন্তর্জাতিক ক্রীড়া দিবস) হিসাবে পালন করে।

4.করোনা মহামারীতে অর্থনৈতিক সংকটের জন্য প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও সাংসদদের বেতন ২০২০ সালের জন্য ৩০% কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র

5..Ministry of External Affairs-এর ‘Spokesperson’ হিসাবে নিযুক্ত হলেন অনুরাগ শ্রীবাস্তব

6.মাধবী পুরী বুচ প্রথম মহিলা যিনি Securities and Exchange Board of India (SEBI)এর Whole Time Member (WTM) হিসাবে নিযুক্ত হলেন। এছাড়াও তিনি বেসরকারী খাত থেকে সেবিতে বোর্ড সদস্য হিসাবে নিযুক্ত হয় প্রথম মহিলা।

7.জনগনদের স্যানিটাইজ করতে ‘V Safe Tunnel’ স্থাপন করলো তেলেঙ্গানা

 

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *