Thursday , March 28 2024
Home / Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স 30 জুলাই 2021

কারেন্ট অ্যাফেয়ার্স 30 জুলাই 2021

◐ 1. দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক সরকার সরকারি চাকরির ক্ষেত্রে ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য 1% সংরক্ষণ আনলো
◐ 2. লেবাননের নতুন প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন Najib Mikati
◐ 3. দেশের একমাত্র শহর হিসাবে মধ্যপ্রদেশের ইন্দোর International Clean Air Catalyst প্রোগ্রামে অন্তর্ভুক্ত হলো
◐ 4. দেশের প্রথম অর্জুন আওয়ার্ড প্রাপ্ত ব্যাডমিন্টন তারকা নন্দু নাটেকর সম্প্রতি প্রয়াত হলেন
◐ 5. টোকিও অলিম্পিকে স্কেটবোর্ডিং-এ সোনার মেডেল জিতলো ১৩ বছর বয়সী Momiji Nishiya, সে জাপান দেশের নাগরিক
◐ 6. প্রতিবছর 29 শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন করা হয়, এ বছরের থিম – Their Survival is in our hand
◐ 7. বর্তমানে বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল রাকেশ আস্থানা কে দিল্লী পুলিশ কমিশনার পদে নিযুক্ত করা হলো
◐ 8. মাত্র 13 বছর বয়সে জাপানের Momiji Nishiya স্কেটবোর্টিং ইভেন্টে সোনা জিতে 1936 সালের পর অলিম্পিকের কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হলো
◐ 9. আয়ুর্বেদ কে প্রমোট করতে সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার ‘Devaranya’ স্কিম লঞ্চ করলো
◐ 10. কেন্দ্রীয় সরকার আইআইটি-মুম্বাইয়ের সাথে মিলিত হয়ে ‘ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং এন্ড কমিক্স’ গড়ে তুলতে চলেছে
◐ 11.মেঘালয়ের চেরাপুঞ্জিতে Greater Sohra Water Supply Scheme-এর উদ্বোধন করলেন অমিত শাহ
◐ 12. ‘India Versus China: Why They Are Not Friends’ শিরোনামে বই লিখলেন কান্তি বাজপাই
◐ 13. ২০২১ সালের ডিসেম্বর মাসে BIMSTEC Summit অনুষ্ঠিত হতে চলেছে শ্রীলংকা
◐ 14. বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম তৈরি হচ্ছে ইন্দোনেশিয়া দেশে
◐ 15. Bamboo Industrial Park তৈরি হতে চলেছে আসাম রাজ্যে

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *