Saturday , April 20 2024
Home / Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স: 29-06-20

কারেন্ট অ্যাফেয়ার্স: 29-06-20

কারেন্ট অ্যাফেয়ার্স

1.‘Mapillary’-নামে ম্যাপিং কোম্পানিকে কিনে নিল সোশ্যাল মিডিয়া কোম্পানি ফেসবুক ।

2. IRDAI নয় সদস্যের দল তৈরি করলেন ড্রোন ইন্সুরেন্স পর্যবেক্ষণের জন্য ।

3.মহারাষ্ট্র সরকার রাজ্য সরকারের তরফ থেকে তিলারি অরণ্য কে কনজারভেশন রিজার্ভ এলাকা ঘোষণা করা হল ।

4.সম্প্রতি ৭৪ বছর বয়সে মারা গেলেন কর্ণাটকের প্রখ্যাত বাস্কেটবল খেলোয়াড় K. Raghunath ।

5.ইন্টার্নেশনাল ডে এগনেস্ট ড্রাগ আবিউজ এন্ড ইলিসিট ট্রাফিকিং : 26 শে জুন ।

6.ভারতের বাইরে বিশ্বের প্রথম যোগা বিশ্ববিদ্যালয়  হল লস এঞ্জেলস এ ।

7. লকডাউন আনলক এ মানুষের ব্যবহার কত পরিবর্তনের বিষয়ে সচেতন করতে নীতি আয়োগ একটি  ওয়েবসাইট নিয়ে এলো – নেভিগেটিং দা নিউ নরমাল নামে ।

8. ইয়েস ব্যাংক নতুন ওয়ালেট নিয়ে এলো- যুবা পে

9. মধ্যবিত্ত পরিবারের সদস্যকে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন প্রদান করতে ‘Navi Lending App’ লঞ্চ করলেন ফ্লিপকার্ট-এর সহ-প্রতিষ্ঠাতা শচীন বানসাল

10. Global Startup Ecosystem Report 2020’-তে ভারতের বেঙ্গালুরুর স্থান ২৬ এবং দিল্লির স্থান ৩৬; এবং তালিকার শীর্ষে আছে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *