Thursday , April 18 2024
Home / Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স 29 জুলাই 2020

কারেন্ট অ্যাফেয়ার্স 29 জুলাই 2020

কারেন্ট অ্যাফেয়ার্স 29 জুলাই 2020

1.27 জুলাই, ভারতীয় রেলপথ বিশেষভাবে সংশোধিত 10 রেল ব্রডগেজ লোকোমোটিভগুলি বাংলাদেশকে হস্তান্তর করেছিল

2. কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ঘোষণা করেছিলেন যে বিশ্বব্যাংকের সহযোগিতায় কেন্দ্রীয় সরকার মধ্য প্রদেশের গোয়ালিয়র-চাম্বল বেল্টের অঞ্চলের উপত্যকার অঞ্চলকে আবাদযোগ্য জমিতে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে।

3.২৮ জুলাই, সরকার কয়লা ইন্ডিয়া লিমিটেডের (সিআইএল) সাবেক চেয়ারম্যান অনিল কুমার ঝা, বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটির (ইসি) সদস্য হিসাবে নিয়োগ করেছে যা পরিবেশ বিধি লঙ্ঘন নিয়ে কাজ করে।

4. ‘World Hepatitis Day’ পালন করা হয় ২৮শে জুলাই; এবারের থিম ছিল-‘Hepatitis-free future’

5. .বিশ্বে প্রথম হরিয়ানাতে Electrified Tunnel তৈরী করছে ইন্ডিয়ান রেলওয়ে

6. বুধবার থেকে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের (MHRD) নাম বদলে গেল। এই মন্ত্রকের নয়া নাম শিক্ষা মন্ত্রক (Education Ministry)।

7.টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স নবীন তাহিলিণীকে তার নতুন এমডি ও সিইও হিসাবে নিযুক্ত করেছেন

8.‘মৌসম’-নামে আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী মোবাইল অ্যাপ লঞ্চ করলো ভারত সরকার

9.কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও প্রকাশ্য বিতরণ মন্ত্রী রাম বিলাস পাসওয়ান ভারতীয় স্ট্যান্ডার্ডের মোবাইল অ্যাপ, ‘বিআইএস-কেয়ার’ চালু করেছিলেন, যার মাধ্যমে গ্রাহকরা আইএসআই এবং হলমার্কযুক্ত পণ্যের সত্যতা যাচাই করতে পারেন এবং এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে অভিযোগ দায়ের করতে পারেন।

10. দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার ভারতের মাটি ছুঁল পাঁচটি রাফাল। বুধবার দুপুর ৩টে নাগাদ হরিয়ানার অম্বালায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে বিমানগুলি। ফ্রান্স থেকে সেগুলি উড়িয়ে এনেছেন ভারতীয় বায়ুসেনার পাইলটরাই।

11. 28 TH জুলাই প্রতি বছর বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

12.৩৪ বছর পরে জাতীয় শিক্ষানীতিতে বদল। নতুন জাতীয় শিক্ষানীতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বদলে ফিরছে শিক্ষামন্ত্রক। নতুন জাতীয় শিক্ষানীতিতে ‘গুরুত্বহীন’ মাধ্যমিক। স্নাতকে অনার্স কোর্স ৪ বছর পর্যন্ত। ৫+৩+৩+৪ ভাগে ১৫ বছরের স্কুল স্তরে পড়াশোনা।

 

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *