Saturday , April 20 2024
Home / Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স 23 সেপ্টেম্বর 2020

কারেন্ট অ্যাফেয়ার্স 23 সেপ্টেম্বর 2020

কারেন্ট অ্যাফেয়ার্স 23 সেপ্টেম্বর 2020

1.এশীয় ফুটবল কনফেডারেশনের (এএফসি) সাধারণ সম্পাদক দাতো উইন্ডসর জন এশিয়া ও অস্ট্রেলিয়ার ফুটবল ক্লাবগুলি নিয়ন্ত্রণের জন্য এএফসির 7 সদস্যের টাস্ক ফোর্সের সদস্য হিসাবে অবসরপ্রাপ্ত কর্নেল ড. গিরিজা শঙ্কর মুঙ্গালীকে নিয়োগ করেছেন

2. বিশ্ব রাইনো দিবসটি  ২২ শে সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে পালিত হয়।

3.২২ শে সেপ্টেম্বর বিশ্ব গাড়ি মুক্ত দিবস পালন করা হয়

4.বিশ্ব গোলাপ দিবস 2020 – সেপ্টেম্বর 22

5.  শ্রীনগরে বার্ষিক Shikara Race-এর আয়োজন করলো ইন্ডিয়ান আর্মি

6. .দেশের মোট 272 জেলায় ‘নেশা মুক্ত ভারত অভিযান’ লঞ্চ করলো কেন্দ্র

7. রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হল কৃষি ও কৃষক সংক্রান্ত দুটি বিল। বিরোধী দলগুলি বিল দুটি নিয়ে ভোটাভুটির দাবি জানালেও তা মানা হয়নি। বিল দুটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিও মানা হয়নি। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। ১২টি দল মিলে অনাস্থা প্রস্তাব আনল রাজ্যসভার সদ্য নির্বাচিত ডেপুটি চেয়ারম্যান হরিবংশের বিরুদ্ধে।

 

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *