Tuesday , April 16 2024
Home / WB JOBS / কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিট/ ডিভিশনে ৩৩৪ জন সিভিল ভলেন্টিয়ার নিয়োগ করা হবে।

কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিট/ ডিভিশনে ৩৩৪ জন সিভিল ভলেন্টিয়ার নিয়োগ করা হবে।

কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিট/ ডিভিশনে ৩৩৪ জন সিভিক

ভলেন্টিয়ার নিয়োগ করা হবে।
1. সিভিক ভলেন্টিয়ার্স শূন্যপদের 

সংখ্যা : ৩৩৪ 
ইউনিট / বিভাগ অনুযায়ী খালি:
i) ট্রাফিক বিভাগ: ৮০ টি পোস্ট (সুইপার -১০) 
ii) দক্ষিণ উপশহর বিভাগ: ১০ টি পদ
iii) দক্ষিণ পূর্ব বিভাগ: ১৫ টি পদ
iv) পূর্ব বিভাগ: 08 পদ
v) উত্তর ও উত্তর শহরতলির বিভাগ: 30 টি পদ (সাফ-05) 
vi) পূর্ব উপশহর বিভাগ: ১০ টি পদ
vii) দক্ষিণ বিভাগ: 08 টি পদ
viii) বন্দর বিভাগ: 25 টি পোষ্ট (সুইপার -05) 
ix) দক্ষিণ পশ্চিম বিভাগ: 15 টি পোস্ট (সুইপার -04) 
x) কেন্দ্রীয় বিভাগ: 05 পদ
xi) ব্রিগেড সদর দফতর: 10 টি পোষ্ট (সুইপার -02) 
xii) কলকাতা মাউন্টেড পুলিশ: 02 টি পোস্ট
xiii) কলকাতা হোম গার্ড সংস্থা: ১১6 টি পোস্ট (প্লাম্বার -10, ইলেকট্রিশিয়ান -15, সুইপার -80 এবং কুক -11)
শিক্ষাগত যোগ্যতা:
i) অষ্টম শ্রেণি পাস। 
ii) কোলকাতা পুলিশের এখতিয়ারে আঞ্চলিকভাবে বাসিন্দা। 
iii) খেলাধুলায় ভাল পারদর্শী এবং এনসিসি ক্যাডেট / বয় স্কাউটস / এনএসএস গাইড / সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক ইত্যাদির অভিজ্ঞতা আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে 
iv) কোনও থানায় তার নামের বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড থাকা উচিত নয় । 
v) শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে। 
vi) কলকাতা মাউন্টেড পুলিশে আবেদন করা প্রার্থীদের পশুর সাথে কাজ করতে ইচ্ছুক হওয়া উচিত এবং এ ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্ম্যাটে। আবেদনের ফর্ম্যাট পাবেন নিচের ঠিকানাগুলিতে, তাছাড়া এ ফোর মাপের কাগজে ডাউনলোড করেও নিতে পারেন নিচের ওয়েবসাইট থেকে। সেটি পূরণ করে সঙ্গে নিজের অ্যাটেস্টেড করা আইডেন্টিটি প্রুফ (প্যান কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড/ ছবি সহ ব্যাঙ্ক পাসবুক, আধার কার্ড/ ছবি সহ ই-আধার কার্ড), নিজের অ্যাটেস্টেড করা অ্যাড্রেস প্রুফ (পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড/ ছবি সহ ব্যাঙ্ক পাসবুক/ আধার কার্ড/ ছবি সহ ই-আধার কার্ড/ ইলেক্ট্রিক বিল/ টেলিফোন বিল), নিজের অ্যাটেস্টেড করা সাম্প্রতিক ছবি, নিজের অ্যাটেস্টেড করা বয়সের প্রমাণপত্র, নিজের অ্যাটেস্টেড করা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের কপি দিতে হবে। একজন প্রার্থী একটি ইউনিটের জন্যেই আবেদন করতে পারবেন। আবেদন সরাসরি গিয়ে ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে, নিচের ঠিকানায়। ডাকযোগে জমা নেওয়া হবে না। আবেদনপত্রের খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF CIVIC VOLUNTEER’. পূরণ করা আবেদনপত্র অন্যান্য নথিপত্র সহ মুখবন্ধ খামে পুরে ড্রপ বক্সে জমার শেষ তারিখ ৬ আগস্ট ২০১৯ বিকাল ৫টার মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.kolkatapolice.gov.in ওয়েবসাইট থেকে জানা যাবে।
কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট – www.kolkatapolice.gov.in
আবেদনের ফর্ম্যাট সহ পুরো বিজ্ঞপ্তি পাবেন সরাসরি এই লিঙ্কে ক্লিক করেও:

N.B: The content given above are meant for informational purpose only in interest of jobseekers. karmodishari.co.in is not a recruitment agency and do not carry any recruiting process. karmodishari.co.in is a news media which provides first-hand basic info of various recruitment going all over India. Jobseekers are requested to go through the official website of the company/department for complete details & application process.

Check Also

TET- 2022 GUIDELINES

📌📌📌 TET-2022 এর syllabus ও কিছু আনুষাঙ্গিক বিষয় নিয়ে একটি guidelines প্রকাশ করা হয়েছে। 📌📌📌 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *