Saturday , April 20 2024
Home / GK / একনজরে পশ্চিমবঙ্গ

একনজরে পশ্চিমবঙ্গ

1.♨️★ পশ্চিমবঙ্গের অবস্থান – .দক্ষিণে ২১º৩৮’ উত্তর অক্ষাংশ থেকে উত্তরে ২৭º১০’ উত্তর অক্ষাংশ এবং পশ্চিমে ৮৫º৫০’ পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে ৮৯º৫০’ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যটি বিস্তৃত।
2.♨️★পূর্ব পশ্চিমে বিস্তার–৩২০ কিলোমিটার।
3.♨️★উত্তর দক্ষিণে বিস্তার— ৬২৩ কিলোমিটার।
4.♨️★ পশ্চিমবঙ্গের মোট আয়তন–৮৮,৭৫২ বর্গ কিলোমিটার বা ৩৪,২৬৭ বর্গ মাইল।
5.♨️★আয়তনের বিচারে বর্তমানে ভারতের ১৩তম রাজ্য।(কিছুদিন আগেও ১৪তম ছিল।জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পাওয়ায় স্বাভাবিকভাবেই এক ধাপ ওপরে উঠেছে)।
6.♨️★ভারতের মোট আয়তনের ২.৬৭ শতাংশ।
7.♨️★ পশ্চিমবঙ্গের আয়তন অনেকটা হাঙ্গেরির মত।
8.♨️★কর্কটক্রান্তি রেখা রাজ্যের মোট ৫ টি জেলার মধ্যে দিয়ে গেছে–1.পুরুলিয়া,
2.নদীয়া(বাহাদুরপুর),3.বাঁকুড়া ও 4.পূর্ব বর্ধমান ও 5.পশ্চিম বর্ধমান
9.♨️★ 1947 সালে পশ্চিমবঙ্গে কটি জেলা ছিল ও কি কি?
14টি
1.কলকাতা, 2.হাওড়া, 3.হুগলি, 4.বাঁকুড়া 5.বর্ধমান 6.বীরভূম 7.মুর্শিদাবাদ 8.নদিয়া 9.মেদিনীপুর 10.24 পরগনা 11.পশ্চিম দিনাজপুর 12.দার্জিলিং 13.জলপাইগুড়ি 14. মালদহ।
10.♨️★ পশ্চিমবঙ্গে বর্তমানে কটি জেলা ও কি কি?
23টি
1কলকাতা 2হাওড়া 3হুগলি 4বাঁকুড়া 5নদিয়া 6জলপাইগুড়ি 7দার্জিলিং 8আলিপুরদুয়ার 9কোচবিহার 10উত্তর দিনাজপুর 11দক্ষিণ দিনাজপুর 12ঝাড়গ্রাম 13উত্তর 24 পরগনা 14দক্ষিণ 24 পরগনা 15পূর্ব মেদিনীপুর 16পশ্চিম মেদিনীপুর 17মালদা 18কালিম্পং
19 পূর্ব বর্ধমান 20পশ্চিম বর্ধমান 21পুরুলিয়া 22বীরভূম 23 মুর্শিদাবাদ।
11.♨️★ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা কি কি?
8টি
1.দার্জিলিং,2.জলপাইগুড়ি, 3.আলিপুরদুয়ার,4.কোচবিহার
5.উত্তর দিনাজপুর,6.দক্ষিণ দিনাজপুর,7.মালদাহ, 8.কালিম্পং
12.♨️★ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা কোনগুলো?
15টি
1.বাঁকুড়া,2.পূর্ব বর্ধমান,3.পশ্চিম বর্ধমান, 4.পুরুলিয়া, 5.মুর্শিদাবাদ,6.নদিয়া,7.পশ্চিম মেদিনীপুর,8.পূর্ব মেদিনীপুর, 9.ঝাড়গ্রাম, 10.হুগলি,11.হাওড়া, 12.কলকাতা,13.উত্তর 24 পরগনা,14.দক্ষিণ 24 পরগনা, 15.বীরভূম।
13.♨️★সর্বাধিক সীমানা ভাগ করেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে(২২১৭ কিলোমিটার)।
14.♨️★ পশ্চিমবঙ্গ মোট ১০ টি জেলা প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে সীমানা ভাগ করেছে।
1.কুচবিহার, 2.জলপাইগুড়ি ,3.উত্তর দিনাজপুর, 4.দক্ষিণ দিনাজপুর, 5.মালদা ,6.উত্তর 24 পরগনা ,7.দক্ষিণ 24 পরগনা, 8.নদীয়া, 9.দার্জিলিং, 10.মুর্শিদাবাদ।
15.♨️★ পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে– ঝাড়খন্ডের সাথে।
16.♨️★ পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য–ওড়িশা।
17.♨️★পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম।
বাংলাদেশ।
18.♨️★পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম।
ভুটান।
19.♨️★পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত।
3 টি -১.বাংলাদেশ,২.নেপাল ও ৩.ভুটান।
20.♨️★ভারতের কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত
রয়েছে।
5 টি – ১.আসাম, ২.বিহার, ৩.সিকিম, ৪.ঝাড়খন্ড এবং ৫.ওড়িশা।
21.♨️★ পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি ও কি কি?
5টি
1.বর্ধমান বিভাগ 2.মালদা বিভাগ 3.জলপাইগুড়ি বিভাগ 4.প্রেসিডেন্সি বিভাগ 5.মেদিনীপুর বিভাগ
22.♨️★ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার কোড কি কি?
কলকাতা KO, উত্তর 24 পরগনা PN, দক্ষিণ 24 পরগনা PS, হাওড়া HR, হুগলি HG, নদীয়া NA, মুর্শিদাবাদ MU, পুরুলিয়া PU, বীরভূম BI, বাঁকুড়া BN, পূর্ব বর্ধমান BR, পশ্চিম বর্ধমান BR, পূর্ব মেদিনীপুর ME, পশ্চিম মেদিনীপুর ME, কোচবিহার KB, আলিপুরদুয়ার AD, দার্জিলিং DA, জলপাইগুড়ি JA, ঝারগ্রাম JH, উত্তর দিনাজপুর UD, দক্ষিণ দিনাজপুর DD, মালদহ MA, কালিম্পং KA,
23.♨️★ পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার জেলা সদর বা রাজধানী থাকে সেগুলো কি ?
হুগলি চুঁচুড়া, উত্তর 24 পরগনা-বারাসাত, দক্ষিণ 24 পরগনা-আলিপুর, নদীয়া-কৃষ্ণনগর, মুর্শিদাবাদ-বহরমপুর, বীরভূম-সিউড়ি, পূর্ব বর্ধমান-বর্ধমান, পশ্চিম বর্ধমান-আসানসোল, পশ্চিম-মেদিনীপুর মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর-তমলুক, উত্তর দিনাজপুর-রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর-বালুরঘাট, মালদা-ইংলিশ বাজার।
24.♨️★ পশ্চিমবঙ্গের কোন জেলা কখন বিভক্ত হয় ?
★1983 সালে ডঃ অশোক মিত্রের প্রসাসনিক সংস্কার কমিটি এই জেলাকে বিভাজনের সুপারিশ করে। 1986 সালে 1লা মার্চ জেলাটিকে উত্তর ২৪ পরগণা জেলা ও দক্ষিণ ২৪ পরগণা জেলা নামে দুটি জেলায় ভাগ করা হয়। দুটি জেলাই প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত।
★পশ্চিম দিনাজপুর জেলা1992 সালের 1লা এপ্রিল দুভাগে ভাগ হয়।
★মেদিনীপুর জেলা 2002 সালের পয়লা জানুয়ারি দু-ভাগে হয়।
★বর্ধমান জেলা 2017 সালের 7 এপ্রিল।
25.♨️★ নতুন জেলার গঠন কখন হয়?
* 2017 সালের 14 ফেব্রুয়ারি কালিম্পং জেলা গঠন করা হয়।
* 2017 সালের 4 এপ্রিল ঝাড়গ্রাম জেলা গঠন করা হয়।
* 2014 সালের 25শে জুন আলিপুরদুয়ার জেলা গঠন করা হয়।
26.♨️★ কোচবিহার কবে পশ্চিমবঙ্গের রাজ্যের মর্যাদা লাভ করে?
1950 সালের 19শে জানুয়ারি।
27.♨️★ পুরুলিয়া কবে জেলার মর্যাদা লাভ করে?
1956 সালের 1লা নভেম্বর।
28.♨️★ হাওড়া জেলা কবে স্বতন্ত্র জেলায় মর্যাদা লাভ করে?
1938 সালের 1লা জানুয়ারি।
29.♨️★ হাওড়া জেলার গঠন কবে হয়?
1843 সালের 27শে ফেব্রুয়ারি।
30.♨️★ 1795 সালে ইংরেজরা হুগলি জেলা গঠন করে।
31.♨️★পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা।
উত্তর চব্বিশ পরগনা(জনসংখ্যা)
দক্ষিণ ২৪ পরগনা (আয়তন)
আগে বর্ধমান জেলা ছিলো ভাগ হয়ে ছোট হয়ে গেছে।
32.♨️★পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা‌।
কলকাতা (অতিমহানগরীর আয়তন 208.6 বর্গ কিঃমিঃ)
33.♨️★ পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা ।
কলকাতা।
34.♨️★পশ্চিমবঙ্গের রাজধানীর নাম। কলকাতা।
35.♨️★ কলকাতা কবে থেকে ব্রিটিশদের রাজধানী হয় ?
1772 সালে এবং তা 1911 পর্যন্ত ছিলো।
36.♨️★মোট জেলা–২৩
37♨️★ জেলা পরিষদ–২০টি, মহকুমা পরিষদ ১টি
38.♨️★ডিভিশন– ৫
39.♨️★সাব ডিভিশন–৬৬
40.♨️★ব্লক–৩৪২
41.♨️★মিউনিসিপাল কর্পোরেশন–৭
42.♨️★মিউনিসিপালিটি — ১১৯
43.♨️★গ্রাম পঞ্চায়েত–৩৩৫৪
44.♨️★লোকসভায় আসন–৪২
45.♨️ বিধানসভায় আসন সংখ্যা ২৯৪
46.♨️★রাজ্যসভায় আসন–১৬
47.♨️★পশ্চিমবঙ্গের প্রধান ভাষা ।
বাংলা।
48.♨️★পশ্চিমবঙ্গের রাজ্য পশু ।
মেছো বিড়াল(Fishing Cat) scientific name Prionailurus viverrinus.
49♨️★পশ্চিমবঙ্গের রাজ্য পাখি ।
শ্বেত কন্ঠ মাছরাঙা(White Throated Kingfisher) scientific name Halcyon Smyrnensis.
50.♨️★পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ।
ছাতিম(Chaitim or Devil) scientific name Alstonia Scholaris.
51.♨️★পশ্চিমবঙ্গের রাজ্য ফুল ।
শিউলি(Night Flowering jasmin… scientific name Nyctanthes arbor tritis.
52.♨️★পশ্চিমবঙ্গের প্রধান নদী।
গঙ্গা।
53.♨️★পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ।
সান্দাকফু (3,636 মিটার)।
54.♨️★পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন মহকুমা নেই।
কলকাতায়
55.♨️★ পশ্চিমবঙ্গের CMC কবে নাম পরিবর্তন করে KMC হয়?
2001 সালের 1লা জানুয়ারি।
56.♨️★ রাজধানী ক্যালকাটা থেকে কবে কলকাতা নাম পরিবর্তন করা হয়?
2001 সালের 1লা জানুয়ারি।
57.♨️★পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন: যুবভারতী ক্রীড়াঙ্গন।
58.♨️★পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ: ফারাক্কা ব্যারেজ (গঙ্গার ওপর নির্মিত)2245 মিটার লম্বা।
59.♨️★ পশ্চিমবঙ্গের বৃহত্তম বাধ: ফারাক্কা বাঁধ।
60.♨️★পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু: হাওড়া ব্রিজ (দীর্ঘতম স্প্যান দৈর্ঘ্য—৪৫৭ মিটার)।
61.♨️★ পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কোন জেলা কে?
নদীয়া জেলার নবদ্বীপ কে।
62.♨️★ পশ্চিমবঙ্গের প্রাচীন আধুনিক বিশ্ববিদ্যালয়: কলকাতা বিশ্ববিদ্যালয়,1857।
63.♨️★পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ: শহীদ মিনার (১৬৫ ফুট)।
64.♨️★পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু: রূপনারায়ণ সেতু, কোলাঘাট (৩৩১৪ ফুট)।
65.♨️★পশ্চিমবঙ্গের প্রথম কাগজের কল: শ্রীরামপুর, মর্ডান পেপার মিল,1832
66. ♨️★পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ: হাজারদুয়ারি (মুর্শিদাবাদ)।
67.♨️★পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামন্ডল: বিড়লা প্ল্যানেটোরিয়াম।
68.♨️★পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল কে ? পদ্মজা নাইডু
69.♨️★ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ?
মমতা বন্দ্যোপাধ্যায়
70.♨️★ আলিপুর চিড়িয়াখানার প্রকৃত নাম কি?
জুলজিক্যাল গার্ডেনস্
71.♨️★পশ্চিমবঙ্গের হাওড়া ব্রীজ 1936 সালে শুরু হয় 1942শেষ হয়, 1943 সালের ফেব্রুয়ারিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 1965 সালে রবীন্দ্র সেতু নাম দেওয়া হয়। ব্রীজের মোট দৈর্ঘ্য 750 মিটার, ব্রীজটি বিশ্বের ষষ্ঠ ক্যান্টিলিভার ব্রীজ, এটা রঙ করতে 27000 লিটার রং লাগে।
72.♨️★পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী -দূর্গাপুর।
73.♨️★ পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্লাটফর্ম -খড়গপুর (1073 মিটার) বিশ্বের তৃতীয়।
74.♨️★ পশ্চিমবঙ্গের উচ্চতম রেলস্টেশন- ঘুম(২২৬০ মিটার)।
75.♨️★ পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় -বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921।
76.♨️★ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় 26 টি।
77.♨️★ পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ 24টি
রাজ্য সরকার প্রতিষ্ঠিত 18টি প্রাইভেট 5টি কেন্দ্রীয় 1টি।
78.♨️👍 পশ্চিমবঙ্গের কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সাল।
*কলকাতা বিশ্ববিদ্যালয়-1857
*যাদবপুর বিশ্ববিদ্যালয়-1955
*বর্ধমান বিশ্ববিদ্যালয়-1960
*বাঁকুড়া বিশ্ববিদ্যালয়-2014
*কল্যাণী বিশ্ববিদ্যালয়-1960
*রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়-1962
*সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয় 2010, পুরুলিয়া।
*পশ্চিমবঙ্গ শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন বিশ্ববিদ্যালয় 2015, কলকাতা।
*নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় 1997
*রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় 2015
*বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-1981
*উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-1962শিলিগুড়ি
*বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়-1974নদীয়া,
*গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়-2008,
*কাজী নজরুল বিশ্ববিদ্যালয়-2012 আসানসোল।
*পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় 2008 বারাসাত, উত্তর 24 পরগনা।
*বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921প্রতিষ্ঠা 1951সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে, কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর প্রথম উপাচার্য।
79.♨️★পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন।
ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ।
80.♨️★পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল।
চক্রবর্তী রাজাগােপালাচারী।
81.♨️★ পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন -বার্নেস পিকক
82.♨️★ পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচার পতি- মঞ্জুলা চেল্লুর।
83.♨️★রাষ্ট্রপতির শাসন হয়েছে মোট ৪ বার (1962,1968,1970,1971)।
84.♨️★ভূপ্রাকৃতিক দিক থেকে পশ্চিমবঙ্গকে মোট ৮ টি ভাগে ভাগ করা যায় —
১.দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল।
২.পাদদেশের তরাই ও ডুয়ার্স অঞ্চল।
৩.উত্তরবঙ্গের সমভূমি।
৪.গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চল।
৫.রাঢ় অঞ্চল।
৬.দক্ষিণ পশ্চিমের মালভূমি অঞ্চল।
৭.উপকূলীয় সমভূমি।
৮.সুন্দরবন।
85.♨️★দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ– সান্দাকফু(সিঙ্গলিলা পর্বতমালার অন্তর্ভুক্ত, 3636 মিটার)
86.♨️★টাইগার হিলের উচ্চতা-2573 মিটার।
87.♨️★পাদদেশের তরাই অঞ্চলের আয়তন ৩৮ কিলোমিটার।
88.♨️★তরাই-ডুয়ার্স অঞ্চলের গড় উচ্চতা ৮০ থেকে ১০০ মিটার।
89.♨️★তিস্তা নদী এই অঞ্চলকে তরাই ও ডুয়ার্স এই দুইভাগে ভাগ করেছে।
90.♨️★তিস্তার পশ্চিমদিকে তরাই এবং পূর্বে ডুয়ার্স বা দুয়ার।
★ডুয়ার্সকে আবার অবস্থান অনুসারে ৩ ভাগে ভাগ করা যায় –
১.পশ্চিমে শিলিগুড়ি ডুয়ার্স।
২.পূর্বে আলিপুর ডুয়ার্স।
৩.মাঝে জলপাইগুড়ি ডুয়ার্স।
91.♨️★তরাই অঞ্চলের দক্ষিণ থেকে গঙ্গার বামতীর অব্দি,অর্থাৎ মুর্শিদাবাদের উত্তর পর্যন্ত উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল।জলপাইগুড়ি,আলিপুর দুয়ার এবং কোচবিহারের দক্ষিণাংশ,দুই দিনাজপুর ও মালদা এর অংশ।
92.♨️★মহানন্দা নদী মালদাকে দুই ভাগে ভাগ করেছে।পূর্ব দিক গঠিত হয়েছে প্রাচীন পলিমাটি দিয়ে।এই অংশের প্রাচীন নাম–বারিন্দ বা বরেন্দ্রভূমি।
মহানন্দার পশ্চিমভাগ তুলনামূলক নবীন পলিমাটি নির্মিত।এই অংশে কালিন্দি নদী মহানন্দার সাথে মিলেছে।
93.♨️★কালিন্দি নদীও আবার মালদাকে দুইভাগে ভাগ করেছে– তাল ও দিয়ারা।
উত্তরে নিচু অনুর্বর জলাভূমি হল তাল আর দক্ষিণের উর্বর পলিমাটি নির্মিত এলাকা দিয়ারা।
94.♨️★রাঢ অঞ্চল গঠিত হয়েছে মোট ৭ টি জেলা নিয়ে–মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর।
95.♨️★রাঢ় অঞ্চলের গড় উচ্চতা–৫০ থেকে ১০০ মিটার।
96.♨️★দক্ষিণ পশ্চিম মালভূমি ও উচ্চভূমি অঞ্চলের উচ্চতার বিস্তার– ১০০ থেকে ৫০০ মিটার। গড় উচ্চতা–৩০০ মিটার।
97.♨️★এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ — গোর্গাবুরু(৬৭৭ মিটার)।
98.♨️★মৃত ব-দ্বীপ অঞ্চল– নদীয়া,মুর্শির্দাবাদ এবং উত্তর ২৪ পরগণার উত্তরাংশ।
99.♨️★সক্রিয় বদ্বীপ অঞ্চল–উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার দক্ষিণাংশ।
100.♨️★প্রধান নদী– গঙ্গা।রাজমহল পাহাড়ের কাছে এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে— পদ্মা এবং ভাগীরথী-হুগলি।
101.♨️★পশ্চিমবঙ্গে গঙ্গার দৈর্ঘ্য — ৫২০ কিমি।
102.♨️★ফারাক্কা বাঁধের(মুর্শিদাবাদ)কাজ শুরু হয় ১৯৬১ সালে,শেষ হয় ১৯৭৫ সালে।
103.♨️★উত্তরবঙ্গের বৃহত্তম নদী–তিস্তা(জলধারণ)
104.♨️★উত্তরবঙ্গের দীর্ঘতম নদী– মহানন্দা।
105.♨️★বালাসন ও মেচি নদী মিলে তৈরি হয়েছে– মহানন্দা।
106.♨️★সংকোশ নদী আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী সীমানা নির্দেশ করেছে।
107.♨️★মেচি নদী নেপাল ও পশ্চিমবঙ্গের সীমানা নির্দেশ করেছে।
108.♨️★বাংলার দুঃখ– দামোদর(৪৯২ কিমি)।
109.♨️★বরাকর ও কোনার নদী মিলে তৈরি হয়েছে দামোদর।
110.♨️★অজয় নদ বর্ধমান ও বীরভূমের মাঝে সীমানা নির্দেশ করেছে।
111.♨️★দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী মিলিত হয়ে তৈরি হয়েছে– রূপনারায়ণ।
112.♨️★কংসাবতী ও কেলাঘাই নদী মিলিত হয়ে তৈরি হয়েছে– হলদি নদী।
113.♨️★বিদ্যাধরী ও রায়মঙ্গল মিলে তৈরি হয়েছে– ইছামতী।
114.♨️★সুন্দরবন এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ নদী– হুগলি,মাতলা,গোসাবা,সপ্তমুখী,হরিভাঙা,পিয়ালি,ঠাকুরান,বাজামিরা,রায়মঙ্গল।
115.♨️★ পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য–আমন ধান।
116.♨️★ রাজ্যের প্রধান অর্থকরী ফসল–চা ও পাট।
117.♨️★ রাজ্যের সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদ– ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী। প্রকৃতির (২৮.৬৪%,২০১৭ ফরেস্ট রিপোর্ট)
118.♨️★পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান– বীরভূম জেলার ময়ূরেশ্বর।
119.♨️★পশ্চিমবঙ্গ তৃতীয় বৃহত্তম মাংস উৎপাদনকারী রাজ্য।
120.♨️★পশ্চিমবঙ্গ দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী রাজ্য(নদী ও সমুদ্র মিলিয়ে,2017)
121.♨️★পশ্চিমবঙ্গের প্রথম কলেজ– ফোর্ট উইলিয়াম,1800 সাল।
122.♨️★পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম বালিকা বিদ্যালয়– ব্যাপটিস্ট মিশন স্কুল।
123.♨️★ রাজ্যের প্রথম মহিলা কলেজ– বেথুন।
124.♨️★প্রথম মেডিকেল কলেজ– কোলকাতা মেডিকেল কলেজ,১৮৩৫।
125.♨️★ রাজ্যের প্রথম ট্রেন চলে– হাওড়া থেকে হুগলি,১৮৫৪ সালে।
126.♨️★প্রথম সংবাদপত্র– হিকির বেঙ্গল গ্যাজেট,১৭৮০ সালে।
127.♨️★প্রথম বাংলা সংবাদপত্র–সমাচার দর্পণ,১৮১৮ সালে।
128.♨️★সর্বপ্রাচীন গ্রন্থাগার– উইলিয়াম কেরি লাইব্রেরি, ১৮০০।
129.♨️★ রাজ্যের প্রথম ট্রাম চলে– 24 শে ফেব্রুয়ারি 1873 সালে ঘোড়া চালিত কিন্তু 20 শে নভেম্বর 1873 বন্ধ হয়ে যায়, পুনরায় চালু হয় লর্ড রিপনের আমলে,1880 এর 1 লা নভেম্বর।
130.​♨️★ এই রাজ্যের কোন জেলায় নারী শিশুর হার সর্বনিম্ম – পুরুলিয়া.
131.​♨️ ★এই রাজ্যের কোন জেলায় সবচেয়ে বেশী মালভূমি আছে – পুরুলিয়া.
132.​♨️ ★পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ কি নামে পরিচিত – তরাই ও ডুয়ার্স।
133.​♨️ ★বর্ধমান জেলার আসানসোল সর্বাধিক উষ্ণতা (৪৫°সেঃ) এবং দার্জিলিংএর সান্দাকফুতে শীতলতম উষ্ণতা.
134.​♨️ ★ রাজ্যের রিভার রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুরে অবস্থিত।
135.​♨️★ এরাজ্যের সবচেয়ে বেশী বৃষ্টিপাত বক্সাদুয়ারে হয়। আর সর্বনিম্ন বীরভূম জেলার ময়ূরেশ্বরে.
136.​♨️★ পশ্চিমবঙ্গের কোথায় চীনামাটি পাওয়া যায় – বীরভূম.
137.​♨️★ বরাকর কোন নদীর শাখা – দামোদর।
138.♨️★ পশ্চিমবঙ্গের দুটি SEZs হল – হলদিয়া ও আসানসোল শিল্পাঞ্চল ।
139.♨️★ পশ্চিমবঙ্গের দুটি ম্যানগ্রোভ অরণ্যের গাছ হল – সুন্দরী ও গরাণ ।
140.♨️★ পশ্চিমবঙ্গের পূর্বদিকে অবস্থিত দেশ হল – বাংলাদেশ ।
141.♨️★ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি কে উত্তর পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয়।
142.♨️★ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল – ক্যানিং ।
143.♨️★ বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত – পুরুলিয়া ।
144.♨️★ পশ্চিমবঙ্গের ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে – 21 শে জুন ।
145.♨️★ পশ্চিমবঙ্গের সুন্দরবন ম্যানগ্রোভ অবস্থিত যে জেলায় – দক্ষিণ 24 পরগনা ।
146.♨️★ পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত আইন কবে পাস হয়-1973সালে
147.♨️★ তৃনমূল কংগ্রেস দলের জন্ম হয় কবে 1লা জানুয়ারি 1998।
148.♨️★ পশ্চিমবঙ্গের সি.পি.আই (এম) দলের জন্ম হয় কবে 1964.(সি.পি.আই থেকে বেড়িয়ে এসে)
149.♨️★ জ্যোতি বসু কততম মুখ্যমন্ত্রী ছিলেন ষষ্ঠ (1977-2000)
150.♨️★ সি.পি.আই(এম) দলের প্রতিষ্ঠাতা কে জ্যোতি বসু(আসল নাম জ্যোতিরিন্দ্র বসু)
151.♨️★ পশ্চিমবঙ্গের তৃনমূল কবে ক্ষমতায় আসে-২০শে মে ২০১১
152.♨️★পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়-বিধান চন্দ্র রায়
153.♨️★ প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর হল – আলিপুর ।
154.♨️★ ‘Chicken’s Neck’ বলা হয় – শিলিগুড়ি করিডোরকে।
155.♨️★ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল – গোর্গাবুরু ।
156.♨️★ পশ্চিমবঙ্গের বালিয়াড়ি দেখা যায় – উপকূলীয় সমভূমিতে ।
157.♨️★পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমির ভূপ্রকৃতি – তরঙ্গায়িত ।
158.♨️ ★কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ হল – ঋষিলা ।
159.♨️★ বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায় – ভুটানে ।
160.♨️★ বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় – 1986 সালে ।
161.♨️★ দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল –1924, এই বিমানবন্দরের বর্তমানে নাম-নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, নামকরণ করা হয়-1995।।
162.♨️★ পশ্চিমবঙ্গের ধানের বউল বলা হয় – বর্ধমানকে ।
163.♨️★পশ্চিমবঙ্গের সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে – আবাদ বলে ।
164.♨️★ পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টি হয় – বীরভূমের ময়ূরেশ্বরে ।
165.♨️★ পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় – আসানসোলে ।
166.♨️★ পশ্চিমবঙ্গের বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায় – বীরভূমে ।
167.♨️★ পশ্চিমবঙ্গের পেডং কথার অর্থ – অর্কিডের শহর ।
168.♨️★ পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড় অবস্থিত – বাঁকুড়া জেলায় ।
169.♨️★ মথুরাখালি পাহাড় অবস্থিত – বীরভূমে ।
170.♨️ গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের – ধুলিয়ানে ।
171.♨️★বহরমপুর বিখ্যাত – রেশম শিল্পের জন্য ।
172.♨️★ পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো শহর হল – বর্ধমান ।
173. ♨️★ পশ্চিমবঙ্গের দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হল – দিঘা ও জুনপুট ।
174.♨️★ ভারতে প্রথম পাতাল রেল চালু হয় – পশ্চিমবঙ্গের কলকাতায় ।
175.♨️★ পশ্চিমবঙ্গের হলদিয়া বিখ্যাত –পেট্রোলিয়াম শিল্পের জন্য ।
176.♨️★ কৃষ্ণনগর বিখ্যাত – মৃৎ শিল্পের জন্য ।
177.♨️★ জলপাইগুড়ি শহর অবস্থিত – তিস্তা ও করলা নদীর তীরে ।
178.♨️★ রাজ্যের শংকরপুর একটি – মৎস্য বন্দর ।
179.♨️★ পশ্চিমবঙ্গের প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত – কলকাতায় (বেলগাছিয়া) ।
180.♨️★ লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত – দক্ষিণ 24 পরগনায় ।
181.♨️★ উত্তরবঙ্গের দুটি নদী যার জলপ্রবাহ ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে – তিস্তা ও তোর্সা ।
182.♨️★ পশ্চিমবঙ্গে বিটুমিনাস কয়লা পাওয়া যায় – রাণীগঞ্জ ।
183.♨️★ ভারতের শেফিল্ড বলা হয় – হাওড়া শহরকে ।
184.♨️★ সুন্দরবনের আতঙ্ক বলা হয় – মাতলা নদীকে ।
185.♨️★ মৌসুমি রাজ্য বলা হয় – পশ্চিমবঙ্গকে।
186.♨️★পশ্চিমবঙ্গের খরার জেলা বলা হয় – পুরুলিয়াকে ।
187.♨️★পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় – বক্সা ডুয়ার্সে ।
188.♨️★ করোনেশন ব্রিজ অবস্থিত – কালিম্পং এ তিস্তা নদীর ওপর ।
189.♨️★পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হল – মাতলা ।
190.♨️★ 2011 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের বেশি জনসংখ্যাযুক্ত জেলা হল – উত্তর 24 পরগনা (10082852 জন) ।
191.♨️ ★2011 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের কম জনসংখ্যাযুক্ত জেলা হল – দক্ষিণ দিনাজপুর (1670931 জন)
192.♨️★ 2011 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল – 91347736 জন (পুরুষ=46927389জন এবং মহিলা=44420347 জন) ।
193.♨️★ পশ্চিমবঙ্গের জনঘনত্ব = 1029 জন/sq km.
194.♨️★ পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশকে = 13.93%
195.♨️★পশ্চিমবঙ্গের স্ত্রী – পুরুষের অনুপাত = 947:1000
196.♨️★ পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার = 77.08% (পুরুষ =82.67% এবং স্ত্রী =71.16%) ।
197.♨️★পশ্চিমবঙ্গের শিক্ষার হার বেশি – পূর্ব মেদনীপুর জেলায় (87.66%) ।
198.♨️★ পশ্চিমবঙ্গের শিক্ষার হার কম – উত্তর দিনাজপুর জেলায় (60.13%) ।
199.♨️★ পশ্চিমবঙ্গের শহর ও নগর পরিচিতি :
কলকাতা : পশ্চিমবঙ্গের বৃহত্তম মহানগর , মিছিল নগরী , প্রাসাদ নগরী , সাংস্কৃতিক রাজধানী , সিটি অফ জয় , ফুটবলের মক্কা ।
আসানসোল : শিল্প নগরী ।
দুর্গাপুর : ভারতের ইস্পাত নগরী ।
শিলিগুড়ি : উওর পূর্ব ভারতের প্রবেশদ্বার ।
হাওড়া : ভারতের গ্লাসগো , শেফিল্ড ।
কলকাতা ও হাওড়া : যমজ শহর ।
ইংরেজ বাজার : আমের শহর ।
দার্জিলিং : শৈল শহর , হিমালয়ের রানী।
সল্টলেক : পরিকল্পিত শহর ।
রাজারহাট : সর্বাধুনিক শহর ।
বিষ্ণুপুর : মন্দিরের শহর , টেরাকোটার শহর ।

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *