Friday , March 29 2024
Home / GK / *একনজরে গান্ধীজী*

*একনজরে গান্ধীজী*

*একনজরে গান্ধীজী*

1. গান্ধীজীর ঐতিহাসিক সময়কাল কী ছিল=1869-1948 সাল

2. গান্ধীজীর জন্মস্থান কোথায়=গুজরাটের পোরবন্দর.2রা Oct,1869সালে

3. গান্ধীজী কার দ্বারা প্রভাবিত হন=টলস্টয়,রাস্কিন,থোরো,মাৎসিনি
,যীশুখ্রিষ্ট,গৌতম বুদ্ধ

4. গান্ধীজী কোন জৈন সন্ন্যাসীর দ্বারা প্রভাবিত হন=বেচারামজী স্বামী

5. গান্ধীজী সম্পাদিত পত্রিকা গুলি কী কী=ইয়ং ইন্ডিয়া,হরিজন

6. সমাজের নিন্মবর্গীয়দের হরিজন নাম দেন কে=গান্ধীজী

7. গান্ধীজীর জন্মদিন 2রা Oct. কোন দিবস হিসাবে পালিত হয়=আন্তর্জাতিক অহিংসা দিবস

8. গান্ধীজীর জন্মদিনকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষনা করে কে=সাধারন সভা

9. সাধারন সভা কতসালে 2রা Oct.কে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষনা করে=2007 সালে

10. গান্ধীজীর লেখা গ্রন্থগুলি হল=হিন্দ স্বরাজ,সর্বোদয়

11. গান্ধীজীর রাজনৈতিক গুরু কে ছিলেন=গোখেল

12. গান্ধীজীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন=টলস্টয়

13. সত্যাগ্রহ আন্দোলনের জনক বলা হয়=গান্ধীজীকে

14. ভারতে জাতির জনক কাকে বলা হয়=গান্ধীজীকে

15. ভারতের প্রথম জননেতা কাকে বলা হয়=গান্ধীজীকে

16. গান্ধীজীকে জাতির জনক বলে অভিহিত করেন কে=সুভাষচন্দ্র বসু

17. গান্ধীজীকে যে নামে সমধিক পরিচিত ছিলেন=মহাত্মা,বাপু

18. গান্ধীজীকে মহাত্মা উপাধি প্রদান করেন কে=রবীন্দ্রনাথ

19. গান্ধীজীকে মিকিমাউস বলেছিলেন কে=সরোজিনী নাইডু

20. গান্ধীজীকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন কে=চার্চিল

21. গান্ধীজীকে বাপু উপাধি প্রদান করেন কে=জনগন

22. মহাত্মা শব্দের অর্থ কী=মহৎ হৃদয় বা আত্মা

23. বাপু শব্দের অর্থ কী=পিতা বা বাবা

24. আধুনিক ভারতের জনক কাকে বলা হয়=গান্ধীজীকে

25. গান্ধীজীর আসল নাম কী ছিল=মোহনদাস করমচাঁদ গান্ধী

26. অছি ব্যবস্থার সঙ্গে কার নাম জড়িপ=গান্ধীজী

27. গান্ধীজীর অছি ব্যবস্থার মূল কথা কী=ত্যাগের মাধ্যমে ভোগ

28. সর্বোদয়ের ধারনার জনক কে=গান্ধীজী

29. গান্ধীজীর সর্বোদয়ের মূল কথা কী=সকলের সর্বাধিক কল্যান

30. রাষ্ট্র হল সংগঠিত ও কেন্দ্রীভূত হিংসার প্রকাশ বক্তা কে=গান্ধীজী

31. রাষ্ট্র হল এক হৃদয়হীন যন্ত্রস্বরূপ বক্তা কে=গান্ধীজী

32. রাষ্টহীন গনতন্ত্রের কথা কে বলেছেন=গান্ধীজী

33. গান্ধীজীর রাষ্টহীন গনতন্ত্র কী নমে পরিচিত=রামরাজ্য

34. গান্ধীজীর রাষ্টহীন গনতন্ত্রের ভিত্তি কী=গ্রাম সমবায়

35. আমার কল্পনায় গ্রাম স্বরাজ হল একটি পরিপূর্ন প্রজাতন্ত্র বক্তা কে=গান্ধীজী

36. গান্ধীজীর রাষ্ট্রতত্ত্ব কোন নীতির উপর প্রতিষ্ঠিত=ক্ষমতার বিকেন্দ্রীকরন

37. গান্ধীজীর রাষ্ট্রতত্ত্ব কোন ব্যবস্থা বিশেষ স্থান পেয়েছে=পঞ্চায়েতী রাজ

38. ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কে=গান্ধীজী

39. সত্যাগ্রহ আন্দোলনের জনক কাকে বলা হয়=গান্ধীজী

40. গান্ধীজী কতসালে ব্যারিস্টার পড়তে লন্ডনে যান=1888 সালে

41. গান্ধীজী প্রথম কোথায় অহিংস আন্দোলন শুরু করেন=দক্ষিন আফ্রিকায়(1893)

42. গান্ধীজী কতসালে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন=1894 সালে

43. গান্ধীজী প্রথম কোথায় আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন=জোহানেসবার্গ(1906)দক্ষিন আফ্রিকা

44. গান্ধীজী কতসালে দক্ষিন আফ্রিকা থেকে ভারতের রাজনীতিতে প্রবেশ করেন=1914**

45. গান্ধীজী সম্পূর্ণভাবে ভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত হন=1915 সালে

46. গান্ধীজী ভারতে প্রথম কোন আন্দোলনে নেতৃত্ব দেন=চম্পারন(1917) ও খেদা সত্যাগ্রহ(1918)

47. গান্ধীজী কোন আন্দোলনের সময় বাপু উপাধি পান=চম্পারন ও খেদা সত্যাগ্রহ(1918)

48. গান্ধীজী কতসালে কংগ্রেসের নির্বাহির দায়িত্ব পান=1921 সালে

49. গান্ধীজীর নেতৃত্বে প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি=অসহযোগ আন্দোলন(1921)

50. চৌরিচৌরার ঘটনায় ব্যাথিত ও বিচলিত হয়ে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন=1922

51. গান্ধীজী কতসালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন=1924.(বেলগাঁও অধিবেশনে)

52. আইন অমান্য/লবন সত্যাগ্রহের জন্য ডান্ডি অভিযান শুরু করেন=1930.12ই মার্চ

53. গান্ধীজী ডান্ডি অভিযানে কত কিমি পথ অতিক্রম করেন=400 কিমিঃ

54. হরিজন সেবক সংঘ(1932) প্রতিষ্ঠা করেন কে=গান্ধীজী

55. গান্ধীজীর নেতৃত্বে সর্ববৃহ গন আন্দোলন কোনটি=ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন

56. কোন আন্দোলনে গান্ধীজী করেঙ্গ ইয়া মরেঙ্গে-এর ডাক দিয়েছিলেন=ভারত ছাড়ো(1942)

57. গান্ধীজী ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন শুরু করেন=9ই Aug.1942

58. ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে Post-dated Cheque বলেছিলেন কে=গান্ধীজী

59. গান্ধীজী নাথুরাম গডসের গুলিতে নিহত হন=30শে জানু,1948

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *