Thursday , March 28 2024
Home / GK / ইতিহাস এর কিছু প্রশ্নোত্তর

ইতিহাস এর কিছু প্রশ্নোত্তর

1) সেন বংশের প্রতিষ্ঠাতা কে?

উ:সামন্ত সেন।

2)দেওপাড়া লিপি কে খোদাই করেন?

উ:উপাপতিধর।

3)বিজয় সেনের রাজধানীর কোথায় ছিল?

উ:বিক্রমপুর(পূর্ব বঙ্গের) ও বিজয়পুর(পশ্চিমবঙ্গের)।

4)”দানসাগর” ও অদ্ভূতসাগর” কে রচনা করেন?

উ:বল্লাল সেন।

5)”বল্লালচরিত” গ্রন্থটি কে রচনা করেন?

উ:আনন্দভট্ট।

6)কোন সেন রাজার উপাধি ছিল “অরিরাজ- মর্দন-শঙ্কর”?

উ:লক্ষ্মণ সেন।

7)”পবনদূত” গ্রন্থের  রচয়িতা ধোয়ী কোন সেন রাজার সভাকবি ছিলেন?

উ:লক্ষ্মণ সেন।

8)বখতিয়ার খলজির বাংলা আক্রমণের সময় বাংলার রাজা কে ছিলেন?

উ:লক্ষ্মণ সেন।

9)লক্ষ্মণ সেনের রাজধানীর নাম কী ছিল?

উ:লক্ষ্মণাবতী।

10)সেন রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন?

উ:ব্রাহ্মণ্য ধর্মের।

11)বাংলার প্রথম নির্বাচিত নরপতির নাম কী?

উ:গোপাল।

12)কোন কোন রাজশক্তির মধ্যে ‘ত্রিশক্তি সংঘর্ষ’ হয়েছিল?

উ:পাল-প্রতিহার-রাষ্ট্রকূট।

13)”পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ” উপাধি কে গ্রহণ করেছিলেন?

উ:ধর্মপাল।

14)পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

উঃ প্রথম মহীপাল।

15)কৈবর্ত বিদ্রোহ কোন পালরাজার রাজত্বকালে সংঘটিত হয়?

উ:দ্বিতীয় মহীপাল।

16)কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উ:দিব্য বা দিব্বোক।

17)পাল যুগের দুজন ভাস্কর্য শিল্পীর নাম লেখ।

উ:ধীমান পাল ও বীতপাল।

18)চর্যাপদ কোন যুগে রচিত হয়েছিল?

উ:পাল যুগে।

19)”আয়ুর্বেদ দীপিকা” গ্রন্থের লেখক কে?

উ:চক্রপানি দত্ত।

20)বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন?

উ:ধর্মপাল।

21) হরপ্পা সভ্যতার বন্দর শহর কোন নদীর তীরে অবস্থিত?

উ:ভোগাবর নদী।

22)’ভারতের নেপোলিয়ন’ কাকে বলা হয়?

উ:সমুদ্রগুপ্ত।

23)হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না?

উ:লোহা।

24) বাংলাদেশ কে কৌলিন্য প্রথার প্রচলন করেছিলেন?

উ:বল্লাল সেন।

25)সম্রাট অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উ:রাধাগুপ্ত।

26)কোন বৈদেশিক শক্তির আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল?

উঃহুণ আক্রমণে।

27)কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে ভারতে হুণ আক্রমণের সূচনা হয়েছিল?

উঃ প্রথম কুমার গুপ্ত।

28)সমুদ্র গুপ্তের পরবর্তী গুপ্ত সম্রাট কে ছিলেন?

উঃরাম গুপ্ত।

29)কোন গুপ্ত সম্রাট সর্বপ্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন?

উঃদ্বিতীয় চন্দ্রগুপ্ত।

30)গুপ্ত যুগে প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল?

উঃরুপায়াকা।

31)গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণমুদ্রার নাম কি ছিল?

উঃদিনার।

32) গুপ্ত যুগে প্রচলিত তাম্রমুদ্রার নাম কি ছিল?

উঃচান্দ্রা।

33)কোন গুপ্ত সম্রাট “মহেন্দ্রাদিত্য” উপাধি গ্রহণ করেছিলেন?

উঃপ্রথম কুমার গুপ্ত।

34)নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিলেন?

উঃগুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত।

35)নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন?

উঃইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী।

36)”সকলোত্তরপথনাথ” কাকে বলা হয়?

উঃহর্ষবর্ধন।

37)হর্ষবর্ধনকে কে “সকলোত্তরপথনাথ” উপাধিতে ভূষিত করেছিলেন?

উঃচালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী।

38)মণিমঙ্গলের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?

উঃ620 খ্রিস্টাব্দে, হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশী। এই যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন।

38)কোন চালুক্য সম্রাটের কাছে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন?

উঃদ্বিতীয় পুলকেশী।

39)হর্ষবর্ধনের সমসাময়িক গৌড় বঙ্গের রাজা কে ছিলেন?

উঃশশাঙ্ক।

40)ইলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?

উঃরাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ।

41)কন্নড় ভাষায় লেখা প্রথম কবিতা গ্রন্থের নাম কি?

উঃকবিরাজমার্গ।

42)”কবিরাজমার্গ” গ্রন্থটি কে রচনা করেন?

উঃরাষ্ট্রকূট অমোঘবর্ষ।

43)মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন রাজবংশের কীর্তি?

উঃপল্লব রাজবংশ।

44)মহাবলীপুরমের রথমন্দিরগুলি কে নির্মাণ করেছিলেন?

উঃপল্লব রাজ প্রথম নরসিংহবর্মন।

45)কোন পল্লব রাজা মহামল্ল নামে পরিচিত?

উঃপল্লব রাজ প্রথম নরসিংহবর্মন।

46)কোন বৌদ্ধ গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়?

উঃঅঙ্গুত্তরনিকায়।

47)কোন মহাজনপদ সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে হাতি ব্যবহার করেছিল?

উঃমগধ।

48)সিন্ধু সভ্যতার অর্থনীতির প্রধান ভিত্তি কি ছিল?

উঃকৃষিকাজ।

49)হরপ্পা সভ্যতার ঘরবাড়ি নির্মাণের প্রধান উপকরণ কি ছিল?

উঃপোড়া ইট।

50)হিদাস্পিসের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উঃ326 খ্রিস্টপূর্বাব্দে, আলেকজান্ডার ও পুরুর মধ্যে।

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *