Saturday , April 20 2024
Home / GK / আত্মজীবনী

আত্মজীবনী

📙AUTOBIOGRAPHY 📘

💚আত্মজীবনী 💚

1.✒️নেতাজি সুভাষচন্দ্র বসু-The Indian Struggle/An Indian pilgrim.

2.✒️এ পি জে আবদুল কালাম-উইংস অব ফায়ার।

3.✒️রবীন্দ্রনাথ ঠাকুর-জীবনস্মৃতি/My Reminiscences

4.✒️স্বামী বিবেকানন্দ-স্মৃতিকথা।

5.✒️মোহনদাস করমচাঁদ গান্ধি-My Experiment with Truth

6.✒️ইন্দিরা গান্ধি-My Truth

7.✒️জওহরলাল নেহেরু-An Autobiography

 

8.✒️সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়- A Nation in the Making

9.✒️এল কে আডবানি-My Country My Life

10.✒️আর ভেঙ্কটরমন-My Presidential years

11.✒️পি ভি নরসিমা রাও-The insider

12.✒️দলাই লামা- Freedom in Exile / My Land and my People

13.✒️পন্ডিত রবিশঙ্কর-My music, My Life

14.✒️পঙ্কজকুমার মল্লিক-আমার যুগ আমার গান।

15.✒️আর কে লক্ষণ-The Tunnel of Time An Autobiography

16.✒️নাসিরউদ্দিন শাহ-And then One Day: A Memoir

 

17.✒️কপিলদেব -By God’s Decree

18.✒️সুনীল গাভাস্কার-Runs in Ruins/Sunny days

19.✒️সচিন তেন্ডুলকার- Playing it My Way

20.✒️যুবরাজ সিং- দ্য টেস্ট অফ মাই লাইফ।

21.✒️অ্যাডাম গিলক্রিস্ট-True Colours

22.✒️শেন ওয়ার্ন-My Illustrated Career/No Spin

23.✒️জাভেদ মিয়াদাদ-Cutting Edge

24.✒️ক্লাইভ লয়েড-Living for Cricket

25.বিয়ন বর্গ-My life and game

26.✒️অভিনব বিন্দ্রা-A Shot at History

 

27.✒️মিলখা সিং-The Race of My Life

28.✒️সানিয়া মির্জা-ACE Against Odds

29.✒️উইসেন্ট বোল্ট-Faster Than Lightning My Autobiography

30.সাইনা নেওয়াল-Playing to win

31.✒️ধ্যানচাঁদ-Goal

32.✒️মহম্মদ আলি-Greatest of All Time

33.✒️দিয়েগো মারাদোনা-I am Maradona.

34.✒️ডেভিড বেকহ্যাম-My Side

35.✒️পি টি উষা-Golden Girl

36.✒️মেরি কম-Unbreakable: An Autobiography

37.✒️অমল দত্ত -যত দিন বাঁচি

 

38.✒️তেনজিং নোরগে-Tiger of the snow

39.✒️লিও তলস্তয়-A Confession

40.✒️সালমান রুশদি-Joseph Anton

41.✒️হেলেন কেলার-The Story In My Life

42.✒️নেলসন ম্যান্ডেলা-The Struggle In My Life

43.✒️অ্যাডলফ হিটলার- মাইন ক্যাম্প।

44.✒️চালস ডিকেন্স-David Copperfield

45.✒️মিশেল প্লাতিন-Life is a Game

46.✒️হিলারী ক্লিন্টন-Living History

47.✒️ফিডেল কাস্ত্রো-My Early Years

48.✒️নিরোধ সি চৌধুরী-Autobiography of an unknown Indian

 

49.✒️মার্গারেট থ্যাচার-Path of Power

50.✒️বব ডিলান-Chronicles

51.✒️চার্লি চ্যাপলিন-My Autobiography

52.✒️বেনজীর ভুট্টো-Daughter of the East

53.✒️নেপোলিয়ন বোনাপার্ট-Legend

54.✒️অ্যাডমন্ড হিলারী-Nothing Venture Nothing Win

55.✒️প্রতিভা বসু-জীবনের জলছবি।

56.✒️অবনীন্দ্রনাথ ঠাকুর-আপন কথা।

57.✒️আমার জীবন-রাসসুন্দরী দাসী।

58.✒️মানকুমারী বসু-আমার অতীতজীবন ।

 

59.✒️শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-বাল্যস্মৃতি।

60.✒️সুনির্মল বসু-জীবন খাতার। কয়েক পাতা।

61.✒️কেশবচন্দ্র সেন -জীবনবেদ ।

62.✒️কানন দেবী-সবারে আমি নমি।

63.✒️বিজয়া রায়-আমাদের কথা।

64.✒️প্রতিমা দেবী -স্মৃতিচিত্র।

65.✒️নীরেন্দ্রনাথ চক্রবর্তী-নীরবিন্দু।

66.✒️লীলা মজুমদার-পাকদণ্ডী।

67.✒️মান্না দে-জীবনের জলসাঘরে।

68.✒️উত্তম কুমার।-আমার আমি।

69.✒️সুনীল গঙ্গোপাধ্যায়-অর্ধেক জীবন।

 

70.✒️সত্যেন্দ্রনাথ ঠাকুর‌-আমার বাল্যকথা ও বোম্বাই প্রবাস।

71.✒️শিবরাম চক্রবর্তী-ঈশ্বর পৃথিবী ভালোবাসা।

72.✒️অচিন্ত্যকুমার সেনগুপ্ত-কল্লোল যুগ।

73.✒️সলিল চৌধুরী- জীবন উজ্জীবন এবং…।

74.✒️বিপিনচন্দ্র পাল- সত্তর বৎসর।

75.✒️সরলাদেবী চৌধুরানী- জীবনের ঝড়াপাতা।

76.✒️বারাক ওবামা- অ্যা প্রমিসড ল্যান্ড।

77.✒️ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- বিদ্যাসাগর চরিত।

 

78.✒️Marilyn Hickey- It’s not over until you win.

79.✒️Captain Tom moore- Tomorrow will be Good day

80.✒️Warren Buffett- Tap Dancing to work.

81.✒️প্রফুল্লচন্দ্র রায়-আত্মচরিত।

82.✒️শিবনাথ শাস্ত্রী-আত্মকথা।

83.✒️রাজনারায়ণ বসু‌-আত্মচরিত।

84.✒️প্রেমাঙ্কুর আতর্থী-মহাস্থবির জাতক।

85.✒️নবীন চন্দ্র সেন-আমার কথা।

86.✒️বিমলকর-উড়ো খই।

 

87.✒️জ্ঞানদানন্দিনী দেবী-স্মৃতিকথা।

88.✒️অবনীন্দ্রনাথ ঠাকুর-আপন কথা।

89.✒️দেবেন্দ্রনাথ ঠাকুর-আত্মজীবনী।

90.✒️প্রমথ চৌধুরী-আত্মকথা।

91.✒️প্রভাতকুমার মুখোপাধ্যায়-ফিরে ফিরে চাই ।

92.✒️পুণ্যলতা চক্রবর্তী-ছেলেবেলার দিনগুলি।

93.✒️জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-জীবনস্মৃতি।

 

94.✒️জসীমউদ্দীন-জীবনকথা।

95.📗✒️ভগৎ সিং-Why I am an Atheist

96.✒️আই কে গুজরাল-Matters of Discretion

97.✒️অমৃতা প্রীতম-A Revenue Stamp

98.✒️বি.ওয়াই জোতি-I am my own model

99.✒️শরদ পাওয়ার-Life On My Terms: From the Grassroots to the Corridors of Power.

100.📕✒️সত্যজিৎ রায়- যখন ছোট ছিলাম।

 

101.✒️জে বি কৃপালিনী-My Times. An Autobiography

102.✒️বি আর আম্বেদকর-Waiting for a Visa

103.✒️রাজেন্দ্র প্রসাদ-Atmakatha (Hindi)

104.✒️মাইকেল জ্যাকসন- মুনওয়াক।

105.✒️বিল ক্লিনটন- মাই লাইফ।

106.✒️বিনোদ মেহতা- লখনৌ বয়।

107.✒️জাহির আব্বাস -ZED

108.✒️শেখ মুজিবুর রহমান- অসমাপ্ত আত্মজীবনী।

109.✒️শহীদ আফ্রিদি-Game Changer

 

110.✒️সৌরভ গাঙ্গুলী- অ্যা “সেঞ্চুরি ইস’নট এনাফ”

111.✒️সৈয়দ মুস্তাফা সিরাজ-“নির্বাসিত বৃক্ষে ফুটে আছি ”

112.✒️বিজয়া রায়-“আমাদের কথা”

113.✒️সুকুমার সেন-” দিনের পর দিন যে গেল ”

114.✒️তপন রায়চৌধুরী-“বাঙালনামা”

115.✒️প্রণব বর্ধন-“স্মৃতিকন্ডুয়ণ”

116.✒️অশোক মিত্র-” তিন কুড়ি দশ ” ( ICS n Demographer)

117.✒️পুলক বন্দ‍্যোপাধ্যায় -“কথায় কথায় রাত কেটে যায় ”

118.✒️মনীন্দ্র গুপ্ত-“অক্ষয় মালবেরি”

119.✒️বাদল বসু-” পিওন থেকে প্রকাশক ”

120.✒️নবীনচন্দ্র সেন-‘আমার জীবন’

121.✒️বিনোদিনী দাসী-” আমার কথা ”

122.✒️রমাপদ চৌধুরী-“ফেলে আসা জীবন ”

123.✒️আল মাহমুদ-“যেভাবে বেড়ে উঠি”

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *