রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ওয়েস্টবেঙ্গল হেলথ সার্ভিসে ১৪৯৭ জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার
বিজ্ঞপ্তি নম্বর: R/GDMO/BMOH/75(1)/1/2019.
যোগ্যতা:
জেনারেল ডিউটি মেডিকেল অফিসার: ১) মেডিকেল কাউন্সিল অ্যাক্টের ফার্স্ট বা সেকেন্ড শিডিউল বা পার্ট টু-এর থার্ড শিডিউলে নির্দেশিত মেডিকেল যোগ্যতা এবং পশ্চিমবঙ্গে মেডিকেল প্র্যাক্টিশনার হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে সঙ্গে ২) মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া বা যে-কোনো রাজ্যের মেডিকেল কাউন্সিলে মেডিকেল প্র্যাক্টিশনার হিসেবে রেজিস্ট্রেশন থাকতে হবে। কোনো সরকারি হাসপাতাল বা ইনস্টিটিউটে হাউস স্টাফ হিসেবে এক বছরের প্র্যাক্টিক্যাল ট্রেনিং থাকা বাঞ্ছনীয়।
ব্লক মেডিকেল অফিসার অব হেলথ (বেসিক পাবলিক হেলথ-কাম-অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার): মেডিকেল কাউন্সিল অ্যাক্টের ফার্স্ট বা সেকেন্ড শিডিউল বা পার্ট টু-এর থার্ড শিডিউলে নির্দেশিত মেডিকেল যোগ্যতা (এমবিবিএস ডিগ্রি) এবং পশ্চিমবঙ্গে মেডিকেল প্র্যাক্টিশনার হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। পাবলিক হেলথ, এপিডেমিওলজি, হেলথ ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার।
বয়সসীমা:
মেডিকেল গ্র্যাজুয়েটদের বয়সের ঊর্ধ্বসীমা ৩৬ বছর এবং পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।
আবেদনের ফি:
২১০ টাকা। অ্যাকাউন্ট নম্বর ০০৫১-০০-১০৪-০০২-১৬-তে ফি দিতে হবে। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি:
www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে।অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন: https://www.wbhrb.in/resume/GDMO-BMOH-November-2019.pdf লিঙ্কে গিয়ে