Saturday , April 20 2024
Home / GK / ভারতীয় সংবিধান (General Knowledge) জিকে প্রশ্ন ও উত্তর

ভারতীয় সংবিধান (General Knowledge) জিকে প্রশ্ন ও উত্তর

ভারতীয় সংবিধান (General Knowledge) জিকে প্রশ্ন ও উত্তর 

ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর

ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর ভারতীয় সংবিধান – সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

 

1. পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের ?
উত্তরঃ ভারত l

 

2. হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের নিয়োগ কর্তা কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি l

 

3. রাজ্যসভায় সর্বাধিক কত সংখ্যক সদস্য থাকতে পারেন ?
উত্তরঃ 250 জন l

 

4. লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন ?
উত্তরঃ 25 বছর l

 

5. রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তরঃ উপরাষ্ট্রপতি l

 

6. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয় ?
উত্তরঃ 112 নং ধারা ।

 

7. সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ?
উত্তরঃ 356 ধারা l

 

8. ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ?
উত্তরঃ  প্রস্তাবনা l

 

9. কে ভারতীয় সংবিধানকে মূলতঃ সামাজিক একটি নথী হিসেবে উল্লেখ করেছেন ?
উত্তরঃ জী. অষ্টিন ।

 

10. 2003 খ্রিস্টাব্দের নতুন নাগরিকত্ব আইন টি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয় ?
উত্তরঃ  এল এস সি‌ংভী কমিটি ।

 

11. কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ ?
উত্তরঃ কেশবানন্দ ভারতী মামলা l

 

12. কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় ?
উত্তরঃ  ভারত l

 

13. বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাস করেন ?
উত্তরঃ 2003 সালে l

 

14. কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তরঃ  1973 খ্রিস্টাব্দে l

 

15. কে প্রস্তাবনাকে সাংবিধানিক আত্মা বলে মনে করেন ?
উত্তরঃ  ঠাকুরদাস ভার্গব ।

 

16. লোকসভার প্রধান অধ্যক্ষ ছিলেন ?
উত্তরঃ গণেশ বাসুদেব মাভালঙ্কার l

 

17. ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ?
উত্তরঃ  1959 সালে l

 

18. ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে করা হয়েছিল ?
উত্তরঃ 1951 সালে l

 

19. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ?
উত্তরঃ ডা. এস রাধাকৃষ্ণান ।

 

20. কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের ঘটাতে হয়েছিল ?
উত্তরঃ 1959 সালে ।

 

21. ভারতীয় সংবিধানের 370 ধারা প্রযোজ্য কোন রাজ্যে ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীরে l

 

22. কোন জেলার প্রধান শাসককে জেলাশাসকের পরিবর্তে উপ-কমিশনার বলে ?
উত্তরঃ পুরুলিয়া l

 

23. ভারতীয় বৈদেশিক কৃত্যক ( Indian Foreign Service ) কোন্ প্রকার কৃত্যক ?
উত্তরঃ কেন্দীয় কৃত্যক ।

 

24. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ?
উত্তরঃ জেলা পরিষদ l

 

25. রাজ্য বিধানসভার অধিবেশন কে আহ্বান করেন ?
উত্তরঃ রাজ্যপাল l

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *