বিজ্ঞানভিত্তিক সাধারণ জ্ঞান
১) প্রাণিজগতের উত্পত্তি ও বংশসম্বন্ধীয় বিদ্যাকে বলে- জেনেটিক্স।
২) বিবর্তন সম্পর্কিত বিদ্যা হল- ইভোলিউশন।
৩) পাখি সম্পর্কিত বিদ্যা হল- অরনেথোলজি।
৪) শৈবাল সম্পর্কিত বিদ্যা হল- ফাইকোলজি।
৫) ছত্রাক সম্পর্কিত বিদ্যা হল- মাইকোলজি।
৬) মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা-
এপিকালাচার।
৭) মত্স চাষ বিষয়ক বিদ্যা- পিসিকালচার।
৮) পাখিপালন বিদ্যা হল- এভিকালচার।
৯) রেশম চাষ বিষয়ক বিদ্যা হল- সেরিকালচার।
১০) কীটপতঙ্গ বিদ্যা- এন্টামোলজি।
১১) বাস্তুসংস্থান বিদ্যা- ইকোলজি।
১২) হাড় বিষয়ক চিকিত্সাবিজ্ঞান – অস্টোলজি।
১৩) শারীরবিদ্যা- এনাটোমি।
১৪) রোগ জীবানু তত্ত্ব উদ্ভাবন করেন- লুইপাস্তুর।
১৫) পেনিসিলিয়াম আবিস্কার করেন- আলেক জেন্ডার ফ্লেমিং।
১৬) পোলিও টিকার আবিস্কার করেন- জোনাস সক।
১৭) জোনাস সক যুক্তরাষ্ট্রের La Zola শহরে মারা যান।
১৮) যক্ষা রোগের জীবানু আবিস্কার করেন- রবার্ট
কখ্/চ
১৯) কৃত্রিম জিন আবিস্কার করেন- হরগোবিন্দ খোরানা।
২০) ব্যাকটেরিয়া আবিস্কার করেন- লিউয়েন হুক।
২১) বংশগতির জনক- মেন্ডেল।
২২) কোষ আবিষ্কার করেন- রবার্ট হুক।
২৩) হোমিওপ্যাথির আবিস্কারক- এফ সি এফ হ্যানিমেন।
২৪) বসন্তের টিকা- এডওয়ার্ড জেনার।
২৫) অনুবীক্ষণ যন্ত্রের আবিস্কারক- লিউয়েন হুক।