Friday , March 29 2024
Home / Govt Jobs / প্রাথমিক শিক্ষক নিয়োগের অনলাইন আবেদন

প্রাথমিক শিক্ষক নিয়োগের অনলাইন আবেদন

শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া।

🔮আবেদনের লিঙ্ক👇http://prim-tet.in/

http://prim-tet.in/

👉২০১৪ সালের সফল টেট প্রার্থী কিন্তু নিয়োগ পাননি শুধুমাত্র তারাই তাদের টেটে ২০১৪ পরীক্ষার রোল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে পারবেন।
যারা চাকরি পেয়ে গেছেন তারা লগ ইন করতে পারতে পারবেন না।

[মোবাইল থেকে খুলতে গেলে Google Chrome Browser থেকে Desktop mode এক্টিভ করে খুলতে হবে।]
Q&A-১.Bed – থাকলে গ্র্যাজুয়েটে ৫০ % লাগছে ! (যদিও রিসার্ভ হলেও হচ্ছে না ) এই নিয়ে কিছু দিন যাঁদের হচ্ছে না তাঁরা কিছু দিন পর্যন্ত অপেক্ষা করুন । পর্ষদ সমাধান যদি কিছু সমাধান বের করে ( আশা আছে !)
Q&A-২. D.El.Ed – থাকলে Hs এ ৫০ %(রিসার্ভদের ৫ % ছাড়) ,যদি গ্র্যাজুয়েটে হন সিম্পল গ্র্যাজুয়েটে হলেই চলবে।
Q&A-৩.NIOS থেকে যারা D.El.Ed করেছেন – তাঁরাও প্রাথমিকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাদের রোল নং এবং রেজিস্ট্রেশন নং একই।
Q&A-৪.মোবাইল নাম্বার পরিবর্তন – হ্যাঁ মোবাইল নম্বর পরিবর্তন করা যাচ্ছে !
Q&A-৫.Pdf file size – বিএড/ ডিএড মার্কশিট/সার্টিফিকেট যেন Pdf file 100-200KB মধ্যে হয়।
Q&A-৬.কম্পিউটার জেনারেটেট ফাইলে রেজিস্ট্রেশন/রোল নম্বর/এনরোলমেন্ট সব একই দেখাচ্ছে – রেজিস্ট্রেশন/রোল নম্বর/এনরোলমেন্ট নম্বর একই হলে সমস্যা নেই।কারন এটা সিস্টেম জেনারেটেড । এতে আপনার কোনও ভুল নেই ।তাই এই নিয়ে কোনও চিন্তা করার কিছু নেই।
Q&A-৭.সার্টিফিকেট নেই – বিএড পাশের সার্টিফিকেট না থাকলেও হবে।
Q&A-৮. ৪র্থ সেমের রেজাল্ট আছে কিন্তু সার্টিফিকেট নেই – কোনও অসুবিধা হবে না। ৪র্থ সেমের রেজাল্ট দিয়ে ফর্ম পূরণ করুন।
Q&A-৯. তখন গ্র্যাজুয়েট ছিল না এখন আছে – তখন যা ছিল একাডেমিক Qulification ছিল সেটাই দেবেন। শুধু ট্রেনিং তা হয়তোবা তখন ছিল না এখন হয়েছে সেটা নতুন এড করবেন।
Q&A-১০.আমি ২০১৪ টেট পাস কিন্তু লগইন হচ্ছে না – আপনার সমস্ত তথ্য ভালো করে দেখুন কোথাও আপনার তথ্য মিস ম্যাচ হচ্ছে অথবা আপনি ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি।
Q&A-১১.গ্রাজুয়েশন নম্বর পুট করতে অসুবিধা হচ্ছে – ০৮০০ বা আগে ০ বসিয়ে দেখুন।
Q&A-১২. যাঁদের বিএড + গ্র্যাজুয়েটে ৫০ % নিয়ে সমস্যা হচ্ছে – যদি পাশ অথবা অনার্স থাকে ৫০ % সেটা দিন , যদি না থাকে তাহলে পাশ + অনার্স করে দিয়ে দেখুন (এটা সম্পূর্ণ নিজের রিস্কে)

Check Also

TET- 2022 GUIDELINES

📌📌📌 TET-2022 এর syllabus ও কিছু আনুষাঙ্গিক বিষয় নিয়ে একটি guidelines প্রকাশ করা হয়েছে। 📌📌📌 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *