Tuesday , April 16 2024
Home / career / প্রাইমারি টেট-২০২২ সম্পর্কিত বিস্তারিত তথ্য।

প্রাইমারি টেট-২০২২ সম্পর্কিত বিস্তারিত তথ্য।

প্রাইমারি টেট বিজ্ঞপ্তি বিস্তারিত
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

প্রশ্ন: কিসের নোটিফিকেশন বার হয়েছে?

উত্তর: দুটো notification বের হয়েছে , যারা টেট পাশ করেছে তাদের নিয়োগের জন্য আর যারা নতুন টেট পরীক্ষা দেবে।

যারা টেট পাশ করেছে তাদের জন্য 1573/WBBPE/2022 আর যারা টেট পরীক্ষা দেবে তাদের জন্য 1572/WBBPE/2022.

যারা টেট পাশ করা তাদের সরাসরি রিক্রুটমেন্ট হবে। D.El.Ed/D.Ed/B.Ed যারা পাশ করেছে বা যাদের 2020-2022 ব্যাচ এবং পার্ট ওয়ানে উত্তীর্ণ তারাও বসতে পারবে।
তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হবে।

যারা টেট পরীক্ষা দেবে তাদের এগারোই ডিসেম্বর টেট পরীক্ষা হবে।

প্রশ্ন: কারা টেট পরীক্ষা দিতে পারবে?

উত্তর: যারা 2020-2022 বা আগের সেশনে D.El.Ed/D.Ed/B.Ed করছে বা করেছে এবং অন্তত পার্ট ওয়ানে উত্তীর্ণ হয়েছে।

2020-2022 এর পরের কোন সেশনের ছাত্র ছাত্রীরা এবারের টেট পরীক্ষা দিতে পারবে না।

উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের মার্কস লাগবে কি?

উত্তর: যারা D.El.Ed/D.Ed/B.El.Ed qualified তাদের উচ্চ মাধ্যমিকে 50% শতাংশ লাগবে। Reserved Category যারা (SC/ST/OBC/PH) তাদের 45% মার্কস লাগবে।

যারা B.Ed করেছে বা করছে তাদের গ্র্যাজুয়েশনে 50% লাগবে। এখানে কোন ছাড় নেই। সংরক্ষিতদের 45% marks লাগবে।

প্রশ্ন: গ্র্যাজুয়েশনের 50% বা 45% কিভাবে হিসেব হবে ?

উত্তর: যেহেতু West Bengal Board of Primary Education আলাদা করে উল্লেখ করেনি তাই পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে গ্র্যাজুয়েশনের শতাংশ নির্ণয় করে সেইভাবেই করতে হবে।

প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি।
কবে আবেদন? কারা বসতে পারবে? দেখে নিন বিজ্ঞপ্তির বাংলা তর্জমা..
১) শূন্যপদঃ- পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
২) নিয়োগ হবে ২০১৬ সালের নিয়োগ আইনানুযায়ী।

নিয়োগের আবশ্যিক শর্তাবলি.
১)ভারতীয় নাগরিক হতে হবে।
২) ০১.০১.২০২২ এর হিসেবে ১৮ বছর সম্পূর্ণ এবং ৪০ বছরের নিচে
৩) বয়সের ছাড় সংরক্ষণের নিয়মানুযায়ী হবে।
৪) NCTE এর শর্তাবলি অনুযায়ী যোগ্যতা সম্পন্ন হবে এবং
টেট পাশ ২০২০-২২ সালের ডি.এল.এড (স্পেশাল এডুকেশনের ট্রেনিং ও চলবে) পাঠরতরাও বসতে পারবে।
যাদের প্রথম বছরের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে।
৫) পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত
টেট পাশ হতে হবে।
৬) যে মাধ্যমের শূন্যপদে আবেদন করবে, সেই ভাষা পড়তে লিখতে ও বলতে জানতে হবে।
৭) যে ভাষার বিদ্যালয়ের জন্য আবেদন করবে, সেই ভাষাকে উচ্চমাধ্যমিক স্তরে প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে পড়ে থাকতে হবে। তবে সাওতালি মাধ্যমের ক্ষেত্রে শুধুমাত্র পড়তে বলতে ও লিখতে পারলেই আবেদন করা যাবে।
৮) মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি ও অংক পড়ে থাকতেই হবে।
৯) কোন শংসাপত্রের সমতুল্যতা যাচাইয়ের পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত।
১০) ১০% শূন্যপদ পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত থাকবে।
১১) নিয়োগের পূর্ণ বিজ্ঞপ্তি এবং আবেদন পত্র অনলাইনে সাবমিট করা যাবে ২১.১০.২০২২ তারিখ থেকে।
১২) বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটে নজর রাখুন।
…..

অবশেষে প্রাথমিক টেট ২০২২ এর অফিসিয়াল নোটিফিকেশন জারী করা হল।
📌 ফর্ম ফিলাপ শুরুঃ ২১শে অক্টোবর ২০২২
📌 পরীক্ষা হবেঃ ১১ই ডিসেম্বর ২০২২
📌 এলিজিবিলিটি (যেকোন একটি)-
১। উচ্চমাধ্যমিকে ৫০% এবং দু-বছরের D.El.Ed.
২। উচ্চমাধ্যমিকে ৫০% এবং চার-বছরের B.El.Ed.
৩। উচ্চমাধ্যমিকে ৫০% এবং RCI অ্যাপ্রুভড D.El.Ed.
৪। স্নাতকে ৫০% এবং B.Ed.
📌 যারা D.El.Ed./B.Ed. এর অন্তিম বর্ষের পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষা করছেন, তারাও এই পরীক্ষা দিতে পারবেন।
📌 যারা নতুন টেট দেবেন তারা আবেদন করবেন 14 ই অক্টোবর থেকে।
যারা TET পাশ করে আছেন তারা নিয়োগের জন্য আবেদন করবেন 21 শে অক্টোবর থেকে।

প্রাইমারী তে কারা কারা বসতে পারবে কারা কারা পারবে না

👉 ২০২০-২০২২ বি.এড, ডি এল এড রা বসতে পারবে। ২০২১-২০২৩,২০২২-২০২৪ বসতে পারবে না।

👉 গ্রাজুয়েশন এ ৫০% থাকলে পারবে। অনার্স সাবজেক্ট থাকলে অনার্সে ৫০% থাকতে হবে ওভারঅল থাকলে হবে না। অর্থাৎ ওভারঅল ৫০% আছে অনার্সে ৫০% নেই তারা বসতে পারবে না। ( আগের বারের নিয়ম অনুযায়ী )

👉 অনার্সে ৫০% নেই মাস্টার ডিগ্রী তে ৫০% হলে পরীক্ষায় বসতে পারবে না।

Check Also

TET- 2022 GUIDELINES

📌📌📌 TET-2022 এর syllabus ও কিছু আনুষাঙ্গিক বিষয় নিয়ে একটি guidelines প্রকাশ করা হয়েছে। 📌📌📌 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *