Saturday , April 20 2024
Home / GK / প্রথম বাঙালি

প্রথম বাঙালি

1.☝️👨প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-গণদেবতা, 1966 ।

2.☝️👩‍💼প্রথম বাঙালি মহিলা জ্ঞানপীঠ পুরস্কার জয়ী-আশাপূর্ণা দেবী-1976 প্রথম প্রতিশ্রুতি উপন্যাস।

3.☝️🏊প্রথম বাঙালি তথা ভারতীয় ইংলিশ চ্যানেল পার – মিহির সেন-1958 ।

4.☝️👩‍💼প্রথম বাঙালি তথা ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার – আরতি সাহা-29 সেপ্টেম্বর1959।

5.☝️🏊প্রথম বাঙালি প্রতিবন্ধী সাঁতারু ইংলিশ চ্যানেল পার – মাসুদুর রহমান বৈদ্য-2001 ।

6.☝️🧗প্রথম বাঙালি এভারেস্ট বিজয়ী- সত্যব্রত দাম(19 মে 2004)

7.☝️🧗প্রথম বাঙালি মহিলা (সামরিক)এভারেস্ট জয়ী-শিপ্রা মজুমদার-2 জুন 2005।

8.☝️🧗প্রথম অসামরিক বাঙালি মহিলা এভারেস্ট জয়ী- ছন্দা গায়েন- 18 মে 2013.

9.☝🏻👨🏻‍🦰প্রথম বাঙালি দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী বীরেন্দ্রনাথ সরকার(1970)

10.☝🏻👩‍💼প্রথম বাঙালি তথা ভারতীয় মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী-দেবিকা রানী চৌধুরী-1969

11.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি আত্মজীবনী রচনা করেন – দেবেন্দ্রনাথ ঠাকুর ।

12.☝️👵✍️ প্রথম ভারতীয় তথা বাঙালি নারী হিসাবে আত্মজীবনী লিখেছিলেন-রাসসুন্দরী দাসী- “আমার জীবন”।

13.☝🏻👨🏻‍🦰প্রথম বাঙালি তথা ভারতীয় ইঞ্জিনিয়ার – নীলমণি মিত্র ।

14.☝️👩‍🔧 প্রথম বাঙালি মেকানিকাল ইঞ্জিনিয়ার- ইলা মজুমদার ।

15.☝️👩 ভারতের/ বাঙালির প্রথম মহিলা মেরিন ইঞ্জিনিয়ার -সোনালী ব্যানার্জি,26 আগস্ট 2001।

16.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি পদ্মশ্রী পুরস্কার জয়ী – কে আর চক্রবর্তী (ইঞ্জিনিয়ার), সুরিন্দার কুমার দে (সিভিল সার্ভিস) 1954।

17.☝🏻🧑🏻‍🦰 প্রথম বাঙালি মহিলা পদ্মশ্রী জয়ী – আরতি সাহা 1960।

18.☝🏻🧑🏻‍🦰প্রথম বাঙালি ফুটবলার যিনি পেয়েছিলেন পদ্মশ্রী- গোষ্ঠ পাল।

19.☝️👨প্রথম বাঙালি ভারতের স্বাধীনতা যুদ্ধে শহিদ – প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম বসু -11 আগস্ট 1908।

20.☝️👩‍💼প্রথম বাঙালি মহিলা ভারতের স্বাধীনতা যুদ্ধে শহীদ – প্রীতিলতা ওয়াদ্দেদার।

21.☝️👨প্রথম বাঙালি তথা ভারতীয় বি. এ. ডিগ্রি লাভ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বসু।

22.☝️👩‍🎓 প্রথম বাঙালি মহিলা অনার্স নিয়ে স্নাতক-কামিনী রায়।

23.☝️👩‍🎓প্রথম বাঙালি মহিলা স্নাতক-কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু (1883)

24.☝️👩‍🎓প্রথম বাঙালি এম. এ ডিগ্রী লাভ-চন্দ্রমুখী বসু।

25.☝🏻👨🏻‍🦰প্রথম বাঙালি রেলমন্ত্রী হয়েছিলেন- আবু বরকত আলি গনিখান চৌধুরী [2 সেপ্টেম্বর 1982 ]।

26.☝️👩‍💼প্রথম বাঙালি মহিলা রেলমন্ত্রী- মমতা বন্দ্যোপাধ্যায়13-10-99

❤️🙏প্রথম বাঙালি( পুরুষ)🙏❣️

27.👆👨প্রথম বাঙালি তথা ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক – রবীন্দ্রনাথ ঠাকুর,1913-গীতাঞ্জলি কাব্য গ্রন্থ।।

28.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি অর্থনীতিবিদ নোবেল পুরস্কার জয়ী- অমর্ত্য সেন, 1998।

29.☝🏻👨🏻‍🦰প্রথম বাঙালি ভারতরত্ন পুরস্কার জয়ী- বিধানচন্দ্র রায় (1961)

30.👆👨 প্রথম বাঙালি অস্কার বিজয়ী – সত্যজিৎ রায়,1992 ।

31.👆👨প্রথম বাঙালি রবীন্দ্র পুরস্কার লাভ – ডঃ নীহার রঞ্জন রায় ও সতীনাথ ভাদুড়ী ।

32.☝🏻👨🏻‍🦰প্রথম বাঙালি পদ্মবিভূষণ পুরস্কার জয়ী- নন্দলাল বসু, সত্যেন্দ্রনাথ বসু- (1954)

33.☝🏻👨🏻‍🦰ভারতীয় সেনাবাহিনীর প্রথম অধ্যক্ষ হন-জেনারেল জয়ন্তনাথ চৌধুরি

34.☝🏻👨🏻‍🦰প্রথম ভারতীয় তথা বাঙালি মিষ্টার ইউনিভার্স- মনােতােষ রায়-1951।

35.☝🏻👨🏻‍🦰সর্বপ্রথম বাঙালি পদ্মভূষণ পুরস্কার- স্যার জ্ঞান চন্দ্র ঘােষ।

36.☝🏻👨🏻‍🦰সর্বপ্রথম বাঙালি জাতীয় পুরস্কারের

ধারাবাহিকতা- মহানায়ক উত্তম কুমার(1955,1961,1963,1968)

37.☝🏻👨🏻‍🦰সর্বপ্রথম বাঙালি ভারতের রাষ্ট্রপতি- প্রণব মুখােপাধ্যায়(2012-2017)

38.☝🏻👨🏻‍🦰প্রথম বাঙালি সাইকেলে পৃথিবী ভ্রমণ করেন – রামনাথ বিশ্বাস-(1930-1940) ।

39.☝🏻👨🏻‍🦰প্রথম বাঙালি ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন – পঙ্কজ রায় (1959- 1টি ম্যাচ, 2 নম্বর টেস্ট ম্যাচ-গাইকোয়াড চোট পাওয়ায়)।

40.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি ভারতীয় ক্রিকেট অধিনায়ক দীর্ঘ সময়ের জন্য– সৌরভ গাঙ্গুলি1999-2005 ।

41.☝🏻👨🏻‍🦰 ভারতীয় বিমান বাহিনীর প্রথম বাঙালি অধ্যক্ষ হন – এয়ার মার্শাল সুব্রত মুখােপাধ্যায়।

42.☝🏻👨🏻‍🦰 ভারতীয় নৌবাহিনীর প্রথম অধ্যক্ষ হন- অ্যাডমিরাল এ.কে. চ্যাটার্জি।

43.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি রাষ্ট্রদূত/ হাই কমিশনার হন- অতুলচন্দ্র চট্টোপাধ্যায়।

44.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর হন-

পরেশচন্দ্র ভট্টাচার্য।

45.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি ‘শেরিফ হন -দিগম্বর মিত্র।

46.☝🏻👨🏻‍🦰 প্রথম সাহিত্য একাদেমি পুরস্কার পান – জীবনানন্দ দাশ।

47.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য – স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

48.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার পান-আশুতােষ মুখােপাধ্যায়।

49.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি লর্ড উপাধি পান- স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

50.☝🏻👨🏻‍🦰 প্রথম স্যার উপাধি পান-

চন্দ্রমাধব ঘােষ।

51.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি কলকাতা হাইকোর্টের বিচারপতি-

রমেশচন্দ্র মিত্র

52.☝🏻👨🏻‍🦰প্রথম বাঙালি বিদেশে বিচারক রূপে নিযুক্ত হন-

ড. রাধাবিনােদ পাল।

53.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি বহু ভাষাবিদ – হরিনাথ দে ।

54.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি সাইকেলে পৃথিবী ভ্রমণ করেন – রামনাথ বিশ্বাস ।

55.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি সাংবাদিক – গঙ্গা কিশোর ভট্টাচার্য ।

56.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি নালন্দা বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ – শীলভদ্র ।

57.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি কলকাতার মেয়র – চিত্তরঞ্জন দাশ 1924-25।

58.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি বাংলা ভাষায় শর্ট হ্যান্ড প্রবর্তক – দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ।

59.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি ভারতের বাইরে হিন্দু ধর্ম প্রচার – স্বামী বিবেকানন্দ ।

60.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার – অতীশ দীপঙ্কর ।

61.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী – ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ ।

62.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি নির্বাচন কমিশনার – সুকুমার সেন ।

63.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি ব্যঙ্গচিত্র অঙ্কন করেন – গগনেন্দ্রনাথ ঠাকুর।

64.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি চলিত ভাষায় উপন্যাস – টেঁকচাঁদ ঠাকুর ।

65.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি প্রত্নতাত্ত্বিক – রাখালদাস বন্দ্যোপাধ্যায় ।

66.☝️👨প্রথম বাঙালি তথা ভারতীয় ভূতাত্ত্বিক – প্রমথ নাথ বসু ।

67.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি ভারতে ও বিদেশে যাদুবিদ্যা প্রদর্শন কারী – পি. সি. সরকার ।

68.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি বিদেশে ভারতে নৃত্য প্রদর্শক – উদয় শঙ্কর ।

69.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি শব ব্যবচ্ছেদক – কবিরাজ মধুসূদন গুপ্ত ।

70.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি পশ্চিম বঙ্গের রাজ্যপাল – ডঃ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় ।

71.☝🏻👨🏻‍🦰প্রথম বাঙালি তথা ভারতীয় লন্ডন বিশ্ব বিদ্যালয়ে ডি. এস. সি – জগদীশ চন্দ্র বসু-1896 ।

72.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি – বিজন কুমার মুখোপাধ্যায় ।

73.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি বিদেশে প্রধান সেনাপতি – কর্নেল সুরেশচন্দ্র বিশ্বাস ।

74.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি বেলুন যাত্রী – রামচন্দ্র চট্টোপাধ্যায় ।

75.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি আই. সি. এস – সত্যেন্দ্রনাথ ঠাকুর-1863 ।

76.☝🏻👨🏻‍🦰 প্রথম ভারতীয়/বাঙালি আই. সি. এস পদত্যাগ – সুভাষচন্দ্র বসু ।

77.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি তথা ভারতীয় বিলাত যাত্রী – রামমোহন রায় ।

78.☝️👨প্রথম ভারতীয় কংগ্রেস সভাপতি – উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়-28 ডিসেম্বর 1885 ।

79.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি তথা ভারতীয় গভর্নর – লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ-1920(বিহার ও উড়িষ্যার) ।

80.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি তথা ভারতীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

81.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি তথা ভারতীয় এভারেস্ট উচ্চতা নির্ণায়ক – রাধানাথ শিকদার ।

82.☝🏻👨🏻‍🦰 প্রথম বাঙালি তথা ভারতীয় ব্যারিস্টার – জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ।

🙏 ☝️👨 প্রথম বাঙালি টেস্ট টিউব বেবির কথা বলেন এবং সফল হন – ডঃ সুভাষ মুখোপাধ্যায়-3 অক্টোবর 1978।

❤️🙏প্রথম বাঙালি মহিলা🙏❤️

83.☝🏻🧑🏻‍🦰 প্রথম বাঙালি মহিলা বাংলায় প্রথম মেনু কার্ডের প্রচলন করেন- প্রঞ্জাসুন্দরী দেবী( রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইঝি).

84.☝️👸 প্রথম ভারতীয় তথা বাঙালি মহিলা মিস ইউনিভার্স-সুস্মিতা সেন, 1994।

85.☝🏻✍️ প্রথম বাঙালি তথা ভারতীয় মহিলা ইংরাজিত ও ফরাসি ঔপন্যাসিক প্রথম ইংরেজি উপন্যাস লেখেন* তরু দত্ত:- ‘বিয়াঙ্কা’ -প্রকাশিত হয় 1878 সালে, বেঙ্গল ম্যাগাজিনে।

86.☝️👩🏏প্রথম বাঙালি মহিলা ভারতীয় ক্রিকেট অধিনায়িকা-ঝুলন গোস্বামী।

87.☝🏻👩‍💼প্রথম বাঙালি মহিলা বডিবিল্ডার হয়ে- ইউরোপা ভৌমিক।

88.☝️👩✍️প্রথম বাঙালি পুলিৎজার পুরস্কার জয়ী-ঝুম্পা লাহিড়ী।

89.☝️👮 প্রথম মহিলা কমার্শিয়াল পাইলট ও ক্যাপ্টেন-দূর্বা ব্যানার্জী।

90.☝️👩‍✈️ প্রথম বাঙালি ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল, এয়ার ফোর্স মেডিক্যালের প্রথম মহিলা এডিজি (অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল)-পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়।

91.☝️👩‍🎓👩‍⚕️ভারতের প্রথম মহিলা স্নাতক ও ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত ভারতের প্রথম মহিলা-কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।

92.☝️👵✍️ প্রথম মহিলা কয়লামন্ত্রী,পশ্চিম বঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী-20-05-11,প্রথম মহিলা আঞ্চলিক দল তৈরি করেন,প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে সর্বাধিক বই লেখেন-মমতা ব্যানার্জী।

93.☝️👩 প্রথম বাঙালি মহিলা চলচ্চিত্র পরিচালক-অপর্না সেন।

94.☝️👵✍️ প্রথম বাঙালি উপন্যাসিক-স্বর্ণকুমারী দেবী।

95.☝️👩‍🎓 প্রথম বাঙালি সর্ব কনিষ্ঠা গ্র্যাজুয়েট-বানী ঘোষ।

96.☝️👩প্রথম বাঙালি মেরু অভিযাত্রী-সুদিপ্তা সেনগুপ্ত-1983।

97.☝️👩প্রথম বাঙালি রাজ্যের মন্ত্রী-রেণুকা রায়।

98.☝️💃প্রথম ভারতীয় তথা বাঙালি অভিনেত্রী আন্তর্জাতিক মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড-সুচিত্রা সেন, 1963 “সাত পাকে বাঁধা”

99.☝️👵 প্রথম ভারতীয় তথা বাঙালি অভিনেত্রী মরণোত্তর আন্তর্জাতিক ম্যানিলা ফ্লিম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড-চুনিবালা দেবী।

100.☝️👩‍💼 প্রথম বাঙালি বেথুন কলেজের ছাত্রী-ভুবন বালা ও কুন্দ বালা।

101.☝️👩‍💼প্রথম বাঙালি পত্রিকা সম্পাদিকা-ভুবন মোহিনী দেবী।

102.☝️👩‍🏫 প্রথম বাঙালি মহিলা উপাচার্য-ডঃ রমা রায়।

103.☝️👩‍💼প্রথম বাঙালি মহিলা ভারতীয় বিশ্ববিদ্যালয় দ্বারা ডক্টর অফ সায়েন্স সম্মান পান-আসীমা চ্যাটার্জী।

104.☝️👩‍🔬 প্রথম বাঙালি পি. এইচ. ডি ডিগ্রী-প্রভাবতী দাশগুপ্ত।

105.☝️👩‍💼প্রথম বাঙালি মহিলা জেলা শাসক-রানু ঘোষ।

106.☝️👩প্রথম ভারতীয় তথা বাঙালি মহিলা জিমনেশিয়াম হিসাবে অলিম্পিকে অংশ গ্রহণকারী-দীপা কর্মকার।

107.☝️👩‍✈️ কলকাতা পুলিশের প্রথম মহিলা অফিসার ইনচার্জ (OC)-দেবশ্রী চট্টোপাধ্যায়।

108.☝️👩‍💼প্রথম বাঙালি তথা ভারতীয় মহিলা অ্যাম্বুলেন্স চালক-সেলিনা বেগম (উত্তর দিনাজপুর এর হেমতাবাদ), ভারত সরকার স্বীকৃত দেশের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালক বীরালক্ষ্মী।

109.☝️👩প্রথম বাঙালি মহিলা চিত্রশিল্পী- সুনয়নী দেবী( রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা গুণেদ্রনাথ ঠাকুরের মেয়ে)।

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *