Thursday , March 28 2024
Home / GK / জানা অজানা কলকাতা

জানা অজানা কলকাতা

 

❤️জানা অজানা কলকাতা ❤️

1.🌟অবস্থান:- হুগলি নদীর পূর্বপাড়ে অবস্থিত‌। কলকাতা যার উত্তরে এবং পূর্বে উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণে দক্ষিণ 24 পরগনা জেলা এবং পশ্চিমে হাওড়া জেলা অবস্থিত….✍️।

2.🌟 পত্তন:- ধরা হয়ে থাকে 1690 সালের 24 শে আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসক জোব চার্নক ডিহি কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর মূলত তিনটি গ্রাম নিয়ে কলকাতার পত্তন করেন‌। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1698 সালের 10 নভেম্বর সাবর্ণ রায়চৌধুরী বংশের 5 জন জমিদারের কাছ থেকে তিনটি গ্রামের প্রজাস্বত্ব কেনেন যা জোব চার্নকের মৃত্যুর 5 বছর পর, 2003 সালে কলকাতা হাইকোর্ট জানান যে কলকাতার কোন প্রকৃত প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা দিন নেই….✍️।

3.🌟 আয়তন:- সময়ের সাথে কলকাতা নগরীর আয়তন বেড়েই চলেছে বর্তমান কলকাতা মহানগরীর আয়তন 80.5 বর্গমাইল। মহানগরী অঞ্চলটি তিনটি পৌরসংস্থা সমষ্টি কলকাতা, চন্দননগর, বিধান নগর.✍️।

4.🌟 কলকাতার বিভাগ প্রেসিডেন্সি বিভাগ।

5.🌟কলকাতার পিন কোড ব্যবহার করা হয় 700001=700162।

6.🌟 কলকাতার সরকারি ভাষা:- বাংলা ভাষা।

7.🌟কলকাতা:- পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা‌।

 

8.🌟কলকাতা:- পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা।

9. কলকাতা পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যার মহকুমা নেই।

10..🌟কলকাতা:- পশ্চিমবঙ্গের রাজধানী।

11. 1690 সালে বঙ্গদেশের রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতা স্থানান্তরিত  করা হয়।

12.🌟কলকাতা:- ব্রিটিশদের/ভারতের রাজধানী ছিল

1772 সালে এবং তা 1911 পর্যন্ত।

13.🌟 কলকাতা পুলিশ 1866 সালে কলকাতা পুলিশ আইনে সংজ্ঞায়িত, কলকাতা পুলিশের নগরপাল/কমিশনার পদ একটি পরিবর্তিত পদ, বর্তমানে নগরপাল দায়িত্বে আছেন মাননীয় অনুজ শর্মা মহাশয়। কলকাতা প্রথম কমিশনার ছিলেন স্যার স্টুয়ার্ট হগ।

14.🌟কলকাতার পুলিশ স্টেশন

Section → Police station

1. A- শ্যামপুকুর থানা 2. B- জোড়াবাগান থানা 3. C- বড়তলা থানা 4. D1- বড়বাজার থানা 5. D2- পোস্তা থানা 6. E- জোড়াসাঁকো থানা 7. E2- গিরিশ পার্ক থানা 8. F- আমহাস্ট স্ট্রীট থানা 9. G- হেয়ার স্ট্রীট থানা 10. H- বউবাজার থানা 11. I- মুচিপাড়া থানা 12. J- তালতলা থানা 13. J2- নিউমার্কেট থানা 14. K1- পার্কস্ট্রীট থানা 15. K2- শেক্সপিয়ার সরণি থানা 16. L1- হেস্টিংস থানা 17. L2- ময়দান থানা 18. M1- কাশীপুর থানা 19. M2- সিঁথি থানা 20. N1- চিৎপুর থানা 21. N2- টালা থানা 22. O1- মানিকতলা থানা 23. O2- উল্টোডাঙা থানা 24. P1- বেলেঘাটা থানা 25. P2- ফুলবাগান থানা 26. P3- নারকেলডাঙা থানা 27. Q1- এন্টালি থানা 28. Q2- ট্যাংরা থানা 29. R বেনিয়াপুকুর থানা 30. R2- তপসিয়া থানা 31. S1- বালিগঞ্জ থানা 32. S2- গড়িয়াহাট থানা 33. T1- ভবানীপুর থানা 34. T2- কালীঘাট থানা 35. U1- টালীগঞ্জ থানা 36. U2- লেক থানা 37. U3- চারুমার্কেট থানা 38. V1- আলীপুর থানা 39. V2- নিউ আলীপুর থানা 40. V3- চেতলা থানা 41. W ওয়াটগঞ্জ থানা 42. X1- গার্ডেনরিচ থানা 43. X2- তারাতলা থানা 44. Y কড়েয়া থানা 45. Z ইকবালপুর থানা 46. NPPS- উওর বন্দর থানা 47. SPPS- দক্ষিণ বন্দর থানা 48. WPPS- পশ্চিম বন্দর থানা 49. আনন্দপুর থানা 50. তিলজালা থানা 51. সুরশুনা থানা 52. নাদিয়াল থানা 53. যাদবপুর থানা 54. পূর্ব যাদবপুর 55. লেদার কমপ্লেক্স থানা 56. প্রগতি ময়দান থানা  57.কসবা 58.বাঁশদ্রোনী  59.রাজডাঙ্গা  60.বড়িশা  61.বেহালা  62.দক্ষিণ বেহালা 63.হরিদেবপুর  64.ঠাকুরপুকুর 65.পর্ণশ্রী 66.সার্ভে পার্ক 67.রিজেন্টপার্ক 68.গল্ফগ্রীণ 69.পাটুলী

70. নেতাজি নগর

15.🌟কলকাতা পুলিশের 26টি  ট্রাফিক গার্ড আছে।

ট্রাফিক গার্ডের নাম(শটফর্ম) =কলসাইন

1.Head Quarter Traffic Guard (HQR)= Alfa

2. Howrah Bridge Traffic Guard (HBE)= Beta

3.shyambazar Traffic Guard (SBR)= Charle

4. Jorabagan Traffic Guard (JBN)= Delta

5.Sealdah Traffic Guard (SLD)= Easy

6. South Traffic Guard (STH)= Fox

7. East Traffic Guard (EST)= George

8. South East Traffic Guard (SET)= How

9. Bhowanipore Traffic Guard (BHP)= Item

10. South West Traffic Guard (SWT)= Jig

11. Vidyasagar Traffic Guard (VSR)= King

12. Ultadanga Traffic Guard (UDG)= Love

13. Belaghata Traffic Guard (BLG)= Mike

14. Tollygunge Traffic Guard (TGE)= None

15. Park Circus Traffic Guard (PCR)= Orange

16. Metiabruze Traffic Guard (MTZ)=Panther

17. James Long Sarani Traffic Guard (JLS)= Quick

18. Diamond Harbour Traffic Guard (DHR)= Rose

19. Regent Park Traffic Guard (RGP)= Sweep

20. Jadavpur Traffic Guard (JDV)=  Trust

21. Garia Traffic Guard (GRA)= Uncle

22. Kasba Traffic Guard (KSB)= Victory

23. Purba Jadavpur Traffic Guard (PJD)= Wander

24. Tiljala Traffic Guard (TLJ)= X RAY

25. Thakurpukur Traffic Guard (TKP)= yellow

26. Mandirtala Traffic Guard (MOP)= King Alfa

16.🌟কলকাতার শেরিফ  কলকাতা মেয়র পরবর্তী পদ, ভারতের শুধুমাত্র মুম্বাই এবং কলকাতা এই পদ আছে, কলকাতায় অফিস কলকাতা হাইকোর্টে, এরা সাধারণত সরকারি বিদেশি অতিথিদের অভ্যর্থনার দায়িত্বে থাকেন।

 

17.🌟KMDA-কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি 1970 সালে রাষ্ট্রপতির আদেশে করা হয়।

18.🌟কলকাতার যানবাহনের   ব্যবহৃত কোড WB 01 থেকে WB 10, WB 19 থেকে WB 22.

19.🌟কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম নদী বন্দরের একটি 1870 সালে প্রতিষ্ঠিত‌। 11/01/2020 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা বন্দরের নতুন নামকরণ করেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর’।

20.🌟কলকাতা:- জনসংখ্যায় ভারতের তৃতীয় ( মুম্বাই, দিল্লি) মহানগরীয় শহর।

21.🌟 কলকাতার বিড়লা প্ল্যানেটরিয়াম/তারা মন্ডল-  ভারতের বৃহত্তম  প্ল্যানেটরিয়াম।( এশিয়ার প্রথম, বিশ্বের দ্বিতীয়)-1963 জুলাই।

22.🌟 টালা ট্যাঙ্ক:- উত্তর কলকাতার টালা অবস্থিত (ভারতের বৃহত্তম)  – জলধারণ ক্ষমতা 90 লক্ষ গ্যালন, 1909 শুরু হয় 1911 শেষ হয়, উচ্চতা 110 ফুট।

23.🌟1757 খ্রিস্টাব্দে সিরাজ উদ দৌলা কলকাতা দখলের পর কলকাতার নাম দেন আলিনগর।

24.🌟1777 সালে টমাস লায়ন্স রাইটার্স বিল্ডিং এর নকশা প্রস্তুত করেন এবং নির্মাণ শুরু করেন 1780 সালে শেষ হয়। এটি একটি গথিক স্থাপত্য রীতিতে নির্মাণ….✍️।

25.🌟 কলকাতার জিপিও (জেনারেল পোস্ট অফিস)1864 সালে ওয়াল্টার বি গ্রানভিলের নকশায় ম্যাকিনটশ বার্ন  নির্মাণ শুরু করেন 1868 সালে শেষ হয়, ডাক ব্যবস্থা নভেম্বর এ চালু হয়, যা বর্তমানে বিবিডি বাগ এলাকায় অবস্থিত…✍️

 

26.🌟কলকাতার বিমানবন্দর:- দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল –1924 সালে এই বিমানবন্দরের বর্তমানে নাম-নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, নামকরণ করা হয়েছিল -1995 সালে।

27.🌟 কলকাতার জুওলজিক্যাল গার্ডেন (কলকাতার আলিপুর) প্রতিষ্ঠিত- 1/05/1876.

28.🌟 কলকাতা জাদুঘর(ভারতের বৃহত্তম যাদুঘর) 1814 সালের ফেব্রুয়ারি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন, বর্তমানে এলাকায় অবস্থিত।

29.🌟কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাচীন আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা-1857

30.🌟কলকাতা হাইকোর্ট 1854 সালের মার্চে শুরু হয়েছিল শেষ হতে 8 বছর সময় লেগেছিলো এবং ওয়াল্টার গ্রানভিল ডিজাইন করে ছিলো।

31.🌟 সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ 1839 সালে শুরু হয়েছিল এবং 1847 সালে শেষ হয়েছিলো। ডিজাইন করেছিলেন উইলিয়াম এফ ফোর্বস এবং ভিত্তিপ্রস্তর করেছিলেন বিশপ ড্যানিয়েল উইলসন।

32.🌟কলকাতা বইমেলা 1976 সালের 5 মার্চ শুরু হয়েছিল 10 দিন চলে ছিলো একাডেমী অব ফাইন আর্টস এর উল্টো দিকে 56 টা স্টল 34 জন প্রকাশক উদ্ধোধন করেন শিক্ষামন্ত্রী মৃত্যুঞ্জয় বন্দোপাধ্যায়।

33.🌟কলকাতা শহীদ মিনার আগে নাম ছিলো অক্টারলোনি মনুমেন্ট। 1825 সালে শুরু হয় শেষ হয় 1828 সালে। স্যার ডেভিড অক্টারলোনির স্মৃতিতে গোর্খা যুদ্ধের বিজয় স্মারক হিসাবে তৈরী করা হয়েছিল এর উচ্চতা 157 ফুট এবং ভিতরে স্থাপত্যটি মিশরীয়, স্তম্ভটি সিরিয়ান আর গম্বুজটি তুরস্কের স্থাপত্যের আদলে তৈরি। তৈরি করতে খরচ হয়েছিল 35 হাজার টাকা। মিনারের চূড়ায় উঠতে গেলে ভাঙতে হয় 218 টা সিঁড়ি। 1969 সালের 9ই আগস্ট এই স্মৃতিসৌধটিকে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিহত শহিদদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সেই সময় এই সৌধের নতুন নামকরণ করা হয় “শহীদ মিনার”।

34.🌟কলকাতার প্রাচীন  গঙ্গা নদীর ঘাট গুলির অন্যতম হল চাঁদপাল ঘাট, ব্রিটিশরা এটাকে গেটওয় অফ ক্যালকাটা/গেটওয়ে অফ ব্রিটিশ ইন্ডিয়া বলতো, যার নাম থেকে এই ঘাটের নাম হয়েছিল তার পুরো নাম চন্দ্রনাথ পাল সেখান থেকেই চাঁদ পাল (মুদীর দোকানদার)।

 

35.🌟কলকাতায় প্রথম ট্রাম চলে 24 শে ফেব্রুয়ারি 1873 সালে সেটা ছিল ঘোড়া চালিত ট্রাম আর্মেনিয়ান ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত 3.9 কিলোমিটার, ট্রামের ভেতর 45 টি আসন ছিল কিন্তু ওই বছর 20 নভেম্বর বন্ধ হয়ে যায় পুনরায় লর্ড রিপন এর আমলে 1880 সালের 1লা নভেম্বর চালু হয়।

36.🌟কলকাতায় প্রথম ইলেকট্রিক ট্রাম চালু হয় 27শে মার্চ 1902 সালে, যা এসপ্ল্যানেড থেকে খিদিরপুর পর্যন্ত গিয়েছিল, ভাড়া ছিল 2 আনা ।

37.🌟কলকাতায় পাতাল রেল/ মেট্রো রেল ভারতের প্রথম 1984 সালের 24 শে অক্টোবর চালু হয়, যা  এসপ্ল্যানেড থেকে ভবানীপুর বর্তমানে নেতাজি ভবন পর্যন্ত গিয়েছিল।

38.🌟কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন (ভারতের বৃহত্তম ফুটবল গ্রাউন্ড)-1984 সালে প্রতিষ্ঠিত হয়।

39.🌟 কলকাতা কর্পোরেশন লোগো তৈরি করেছিলেন শৈল চক্রবর্তী অভিনেতা চিরঞ্জিত (দীপক)চক্রবর্তীর বাবা ।

 

40.🌟 কলকাতায় রাজ্য পুলিশের যে সদর দপ্তর আছে তার বর্তমান নাম “ভবানী ভবন” কিন্তু তার আগে নাম ছিল ‘অ্যান্ডারসন হাউস’ এই ভবানী ভবন 1969 সালে বিপ্লবী ভবানীপ্রসাদ ভট্টাচার্যকে সম্মান জানিয়ে এই নাম দেওয়া হয়।

41.🌟কলকাতার পাঁচতারা গ্রেট ইস্টার্ন হোটেল 1840 সালে 19 শে নভেম্বর ডেভিড উইলসন প্রতিষ্ঠা করেন প্রথমে এর নাম লর্ড অকল্যান্ডের নামে রাখলেও সাধারণ মানুষের কাছে পরিচিত ছিল উইলসন হোটেল নামে। প্রখ্যাত সাহিত্যিক রাওয়ার্ড কিপলিং ‘সিটি অফ ডেডফুল নাইট’ গল্পে এটাকে “প্রাচ্যের জুয়েল” নামে অভিহিত করেছেন, এখানে থেকে গেছেন দ্বিতীয় এলিজাবেথ, মার্ক টোয়েন, হো চি মিন প্রখ্যাত ব্যক্তিরা। 1915 সালে গ্রেট ইস্টার্ন হোটেল নামকরণ করা হয়।

42.🌟 মোহনবাগান:- উত্তর কলকাতার ভূপেন্দ্রনাথ বসু 1889 সালের 15আগস্ট ‘মোহনবাগান স্পোর্টিং ক্লাব’ প্রতিষ্ঠা করেন। এক বছরের মধ্যে অধ্যাপক এফ. জে. রো পরামর্শে নাম বদল করে রাখা হয় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।1911 সালে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে পরাজিত করে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জয় করেন, জয় সূচক গোলটি করেন অভিলাশ ঘোষ।জয়ী মোহন বাগান দল 1.হীরালাল মুখার্জি, 2.ভুতি সুকুল, 3.সুধীর চ্যাটার্জী, 4.মনমোহন মুখোপাধ্যায়, 5.রাজেন সেনগুপ্ত, 6.নীলমাধব ভট্টাচার্য, 7.কানু রায়, 8.হাবুল সরকার, 9.অভিলাশ ঘোষ, 10.বিজয়দাস ভাদুড়ি, 11.শিবদাস ভাদুড়ি❤️

43.🌟ইষ্টবেঙ্গল ক্লাব:- 1920 সালের 1লা আগষ্ট শৈলেশ বসু  6নং অভয় মিত্র স্ট্রিট, কলকাতা-05 ঠিকানায় ক্লাবের প্রতিষ্ঠা করেন। ঐ বছরের  হারকিউলিস কাপ প্রতিযোগিতায় প্রথম ম্যাচে মেট্রোপলিটন কলেজ কে 4-0 গোলে পরাজিত করে প্রথম যাত্রা শুরু করে, সেই ম্যাচে প্রথম আর শেষ বারের জন্য গোষ্ঠ পাল ইস্টবেঙ্গল জার্সি পরে মাঠে নেমেছিলেন 11 ই আগস্ট 1920।

44.🌟 আকাশবাণী:- 1927 সালের 26 আগস্ট কলকাতায় প্রথম বেতার কেন্দ্র আকাশবাণী চালু হয়।

 

45.🌟কলকাতার প্রথম টেলিফোন চালু হয় 1882 সালের 28শে জানুয়ারি, কোড ব্যবহার করা হয় 033.

46.🌟1923 সালে ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্টের অধীনে কলকাতার স্থানীয় স্বায়ত্তশাসন কর্তৃপক্ষ কলকাতা পৌরসংস্থা প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 1924 সালে এই পৌরসংস্থার প্রথম মেয়র নির্বাচিত হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

47.🌟 কলকাতা মেডিকেল কলেজ লর্ড বেন্টিঙ্ক এর আমলে 1835 সালের 28 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল, 1লা জুন কলেজের ক্লাস চালু হয়েছিল কিন্তু লর্ড ডালহৌসি 1848 সালে হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জমি দান করেছিলেন মতিশাল শীল। 1852 সালে পহেলা ডিসেম্বর হাসপাতালে প্রথম রোগী ভর্তি হয়েছিল।

48.🌟1707 থেকে 1770 পর্যন্ত পি.জি হসপিটাল (প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল) শুধু বিদেশিদের চিকিৎসা হত,1873 সালে প্রথম ভারতীয় মাইকেল-মধুসূদন-দত্ত ভর্তি হন। 1954 সালি পি জি নাম বদল করে করা হয় শেঠ সুখলাল কার্নানী মেমোরিয়াল SSKM.

 

49.🌟আর.জি.কর হসপিটাল 1886 সালে প্রতিষ্ঠিত হয় প্রথমে নাম ছিল ক্যালকাটা স্কুল অফ মেডিসিন তারপর অনেকবার নাম পরিবর্তন হয়েছে কিন্তু 1948 সালে রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নামকরণ করা হয়, যাকে আমরা আর.জি.কর নামে চিনি।

50.🌟নীলরতন মেডিকেল কলেজ 1873 সালে প্রতিষ্ঠিত হয় প্রথম নাম। ছিল শিয়ালদহ মেডিক্যাল স্কুল কিন্তু 1950 সালে নামকরণ করা হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ।

51.🌟1830 সালে রাণী রাসমণি স্বামীর স্মৃতি রক্ষার্থে বাবুঘাট নির্মান করান, বাবু ঘাটের পুরো নাম বাবু রাজচন্দ্র দাস ঘাট।

52.🌟 1836 সালে জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 300 অনুদান দিয়ে এই লাইব্রেরির প্রথম মালিক হয়েছিলেন।1903 সালের 30শে জানুয়ারি লর্ড কার্জনের প্রচেষ্টায় জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়।1923সালে লাইব্রেরিটি এসপ্ল্যানেডের জবাকুসুম হাউসে স্থানান্তরিত হয়েছিল 1947 পর বর্তমান জায়গায় আসে। জাতীয় গ্রন্থাগার কে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ও ইম্পিরিয়াল লাইব্রেরি বলা হয়ে থাকে।1953 এর 1লা ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার নাম হয় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়।

53.🌟1799 থেকে চার বছর ধরে তৈরি হয় রাজভবন। 27 একর জমির উপর প্রায় 84 হাজার বর্গফুটের নির্মাণ। খরচ পড়েছিল 63 হাজার 291 পাউন্ড।রাজভবনে ঘরের সংখ্যা 60।

54.🌟 ইডেন গার্ডেন্স 1864 সালে নির্মাণ করা হয়েছিল। লর্ড অকল্যান্ড এর প্রতিষ্ঠাতা।

55.🌟1928 বিধানসভা ভবন ব্রিটিশ স্থপতি জি গ্রেভস নকশা তৈরি করেন। মার্টিন বার্ন কোম্পানি এই ভবন নির্মাণ করেন। ভবনের শিলান্যাস ও উদ্বোধন করেছিলেন তৎকালীন বাংলার গভর্নর স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন।

56.🌟 উত্তর অ্যায়ারল্যান্ড এর বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ইন্দো-সারাসেনিক শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নক্সা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন।ভিনসেন্ট এসচ ছিলেন এই সৌধের অধীক্ষক স্থপতি। ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণকার্য শুরু হয় 1906 খ্রিষ্টাব্দে উদ্বোধন হয় 1921 খ্রিষ্টাব্দে।

 

57.🌟 কলকাতার কালীঘাট মন্দির 1799 সালে সন্তোষ রায়চৌধুরী মন্দির নির্মাণ শুরু করে ছিলেন কিন্তু শেষ করে ছিলেন রাজীব লোচন রায়চৌধুরী 1809 সালে শেষ করেন। ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম গিরি দুই সন্ন্যাসী দেবীর রূপদান করেন।

58.🌟 টিপু সুলতান মসজিদ:- টিপু সুলতানের ছোট ছেলে প্রিন্স গোলাম মহম্মদ ১৮৪২ সালে ধর্মতলা অঞ্চলে এই মসজিদটি নির্মাণ করান। মসজিদটির গঠন টালিগঞ্জের গোলাম মহম্মদ মসজিদের অনুরূপ। মসজিদে প্রার্থনাকারীদের জন্য এসপ্ল্যানেড ট্যাঙ্ক নামে একটি বড় পুকুর খনন করা হয়েছিল,বর্তমানে সেখানে ট্রাম ডিপো।

59.🌟কলকাতার CMC নাম পরিবর্তন করে KMC হয় 2001 সালের 1লা জানুয়ারি।

60.🌟ক্যালকাটা থেকে কলকাতা নাম পরিবর্তন করা হয় 2001 সালের 1লা জানুয়ারি।

61.🌟CNMC (ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ)- 1948 [আদতে জাতীয় আয়ুর্বিজ্ঞান বিদ্যালয়ের প্রতিষ্ঠা 1921 এ]

62.🌟কলকাতার প্রথম ডাক ব্যবস্থাটি  ওয়ারেন হেস্টিংস 1774 সালে চালু করেছিলেন।

63.🌟এশিয়াটিক সোসাইটি 1784 সালে 15 ই জানুয়ারি ফোর্ট উইলিয়ামে স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন কিন্তু জেনারেল ওয়ারেন হেস্টিংস পরবর্তীকালে 1808 সালে পার্ক স্ট্রিটে স্থানান্তরিত করেন।

64.🌟কলকাতায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টস 1933 সালে খোলা হয়, প্রতিষ্ঠাতা রানু মুখোপাধ্যায়।

65.🌟রাস্তায় মাইলফলকে কলকাতার দূরত্ব বোঝাতে যে গন্তব্যস্থলকে বোঝানো হয় সেটি আসলে কলকাতার রাজভবন/ গর্ভনর হাউসকে বোঝানো হয়। এটা লর্ড ওয়েলেসলি করে ছিলেন।

66.🌟কলকাতাকে নানা উপনামে বাঁকা হয় : পশ্চিমবঙ্গের বৃহত্তম মহানগর, মিছিল নগরী, প্রাসাদ নগরী, সাংস্কৃতিক রাজধানী, সিটি অফ জয়, ফুটবলের মক্কা।

67.🌟বর্তমান বিবাদী বাঘ জায়গার আগের নাম ছিল ডালহৌসি স্কোয়ার বা ট্যাঙ্ক স্কোয়ার★বর্তমান M.G Road পূর্বে হ্যারিসন রোড নামে পরিচিত ছিল।

68.🌟রেড রোড যা 1820 সালে তৈরি করা হয়েছিল কিন্তু এর বর্তমান নাম ইন্দিরা গান্ধী সরণি-1985‌.

69.🌟 ফরাসি সাহিত্যিক দোমিনিক লাপিয়ার প্রথম কলকাতাকে সিটি অফ জয় বলে অভিহিত করেন।

70.🌟 লর্ড ওয়েলেসলির আমলে কলকাতার বুকে অনেক বড় বড় বিল্ডিং, স্থাপত্য তৈরি হয়েছিল যার জন্য কলকাতাকে প্রাসাদ নগরী বলা হয়ে থাকে।

 

71.🌟 1997 সালের 1 জুলাই সায়েন্স সিটি উদ্বোধন করা হয় এটি 50 একর জমির উপর তৈরি একটি বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান।

72.🌟কলিকাতার কলেজ স্ট্রীট  বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেকেন্ড-হ্যান্ড বইয়ের বাজার এবং এশিয়া তথা ভারতের বৃহত্তম খুচরো ও পাইকারী বইয়ের বাজার।

73.🌟 নিউ মার্কেট:- রিচার্ড রসকেল বৈনি নকশায় ম্যাকিনটশ বার্ন নির্মাণ করেন এবং 1 জানুয়ারী 1874 তা চালু হয়। এটাকে হগ মার্কেট বলা হয়ে থাকে।

74.🌟কলকাতার কিছু শিক্ষা প্রতিষ্ঠান :-

★প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (হিন্দু স্কুল 1817 সালে প্রতিষ্ঠিত যা1818 সালে কলেজ হিসেবে প্রতিষ্ঠিত, উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান)

★কলকাতা বিশ্ববিদ্যালয় (1857 সালে প্রতিষ্ঠিত, উপমহাদেশের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়)

★কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (1835 সালে প্রতিষ্ঠিত, এশিয়ার প্রথম মেডিক্যাল কলেজ)

★সংস্কৃত কলেজ (1824 সালে প্রতিষ্ঠিত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ)

★ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (1953 সালে প্রতিষ্ঠিত, ভারতের প্রথম এমবিএ পাঠের শিক্ষাকেন্দ্র)

★হেয়ার স্কুল (1818 সালে প্রতিষ্ঠিত)

75.🌟কলকাতায় ডাকটিকিট চালু হয় 1837 সালে। কলকাতার ট্যাঁকশালের কর্নেল ফরবেসের নকশা অনুযায়ী তালগাছের ছবিওয়ালা দু আনা দামের টিকিট প্রথমে ছাপা হয়েছিল।

76.🌟কলকাতায় প্রথম টেলিগ্রাফ লাইনের প্রচলন হয়েছিল কলকাতা থেকে দেবগিরি অবধি। সহায়তা করেছিলেন বেঙ্গল আর্মির ডাক্তার স্যার উইলিয়াম ব্রুক ওশাগনেসি। 1851 সালের 1লা ডিসেম্বর সর্ব সাধারণের জন্য টেলিগ্রাফ চালু হয়।

 

77.🌟1799 সালে জাস্টিস অব পিস এর লটারীর টাকায় গড়ে উঠে কলকাতার প্রথম বড় রাস্তা বা রােড যেটি বর্তমানে A.P.C Roy Rd ও A.J.C Bose Rd নামে পরিচিত।

78.🌟কলকাতার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ওয়ারেন হেস্টিংস এর হাত ধরে কলকাতা মাদ্রাসা 1781 সালে।

79.🌟কলকাতার ময়দানকে “কলকাতার ফুসফুস” বলা হয়ে থাকে ।

80.🌟আমরা সবাই পার্ক স্ট্রিট নামটার সাথে খুব পরিচিত  কিন্তু এই স্ট্রিটের  বর্তমান নাম মাদার টেরিজা সরণি। ❤️

81.🌟1906 সালে কলকাতায় প্রথম  ট্যাক্সির চালু হয়।

82.🌟1784 খ্রিষ্টাব্দের মার্চ মাসে কলকাতায় সরকারি কাগজ ‘কলকাতা গেজেট প্রকাশিত হয়। ঐ বছরই সেন্ট জন গির্জা তৈরি জন্য লটারি করে টাকা তোলা হয়। টাকা তোলার এই কৌশল

এতই জনপ্রিয় হয় যে বিশেষ উদ্দেশ্যে টাকা তোলার পদ্ধতি হিসাবে ‘লটারি স্বীকৃতি পেয়ে যায়।

83.🌟কলকাতার বৃহত্তম বিল্ডিং দ্য ফোরটি টু.

 

84.🌟কলকাতার প্রথম নাট্যশালার জন্ম হয় 1745 সালে বিবাদী বাগ এ, যা তখন ট্যাঙ্ক স্কোয়ার নামে পরিচিত ছিল।

ট্যাঙ্ক স্কোয়ার বা লালদীঘির উত্তর-পূর্ব কোণে কলকাতার প্রথম নাট্যশালা “দি প্লে হাউস”

তৈরি হয়।

85.🌟চিৎপুর রােডের ধারে 1730 সালে গােবিন্দরাম বাবু নবরত্ন মন্দির নির্মাণ করেন। এটাকে সাহেবরা বলতাে “ব্ল্যাক প্যাগোডা”। 1737 সালে এর কয়েকটি চূড়া ঝড়ে ভেঙে পরে। এই মন্দিরের চূড়ার উচ্চতা 165 ফুট ছিল, যা কিনা শহিদ মিনারের চেয়েও উঁচু ছিল।

86.🌟1868 সালে স্টুয়ার্ট হগ এর উদ্যোগে কলকাতা পুলিশে ডিটেকটিভ ডিপার্টমেন্ট তৈরি হয়, তিনি তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন।

1863-1877 সাল পর্যন্ত তিনি কলকাতার মিউনিসিপ্যালিটি

চেয়ারম্যান ছিলেন। 1875 সালে স্টুয়ার্ট হগ নাইট উপাধি পান।

তাঁর নাম অনুসারে কলকাতার হগ মার্কেটের নাম হয় যাকে আমরা এখন নিউমার্কেট নামে জানি।

87.🌟1784 খ্রিষ্টাব্দের মার্চ মাসে কলকাতায় সরকারি কাগজ ‘কলকাতা গেজেট প্রকাশিত হয়। ঐ বছরই সেন্ট জন গির্জা তৈরি জন্য লটারি করে টাকা তোলা হয়। টাকা তোলার এই কৌশল

এতই জনপ্রিয় হয় যে বিশেষ উদ্দেশ্যে টাকা তোলার পদ্ধতি হিসাবে ‘লটারি স্বীকৃতি পেয়ে যায়।

88.🌟1854 সালের মে মাস থেকে 1855 সালের আগস্ট মাস পর্যন্ত কলকাতায় ডাকটিকিট ছাপা হয়েছিল 4,77,32,496 খানা। সেসময় আধখানা বা দু পয়সার টিকিট ছিল নীল রঙের, এক আনার টিকিট ছিল লাল রঙের আর চার আনার টিকিটের রং ছিল লাল নীল মেশানাে।

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *