
(1) ভারতবর্ষের পূর্বতম স্থান কী?

কিবুথু

(২) ভারতবর্ষের নিম্নতম(lowest) স্থান কোনটি?

কুট্টানাড

(৩) কোডার্মা কোন খনিজের জন্য বিখ্যাত??

অভ্র

(৪) বিবি কা মকবারা কোথায় অবস্থিত?

ঔরঙ্গাবাদ

(৫) অটল টানেল কোন পাস দিয়ে তৈরি করা হয়েছে?

রোটাং পাস

(৬) তামিলনাডুর নেভেলিতে কোন খনিজ পাওয়া যায?

লিগনাইট কয়লা

(৭) শেরশাহের সমাধি কোথায় অবস্থিত?

সাসারাম,বিহার

(৮) ইলোরার কৈলাসনাথ মন্দির কাদের সময়ে তৈরি?

রাষ্ট্রকূট

(৯) ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

গডউইন অস্টিন(K2)

(১০) শাহাজান কোথায় মোতি মসজিদ তৈরি করেন?

আগ্রা

(১১) বিখ্যাত রক গার্ডেন কোথায় অবস্থিত? স্থাপত্যবিদ কে?

চন্ডিগড়,নেক চাঁদ

(১২) মোনাজাইট কীসের আকরিক?

থোরিয়াম

(১৩)নন্দাদেবী শৃঙ্গ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

কুমায়ুন হিমালয়

(১৪) গনগনি পশ্চিম বঙ্গের কোন জেলায় অবস্থিত?

পশ্চিম মেদিনীপুর

(১৫) Arakan Yoma হল হিমালয়ের অংশ কোন দেশে অবস্থিত?

মায়ানমার

(১৬)কয়লা ও খনিজ তেল কোন শীলায় পাওয়া যায়?

পাললিক শীলা(sedimentary rock)

(১৭)জোজিলা পাস কোন কোন স্থানকে যুক্ত করে?

শ্রীনগর থেকে লে

(১৮) চিতোরের বিজয় স্তম্ভ কে তৈরি করেন?

রানা কুম্ভ

(১৯)মুম্বাই- পুনেকে যুক্ত করেছে কোন গিরিপথ?

ভোরঘাট

২০. শিপকিলা পাস কোন উপত্যকায় রয়েছে?

শতুদ্র উপত্যকা (Sutlej Valley)

২১.মোনপা,অভর,মুশমি,নিশি উপজাতি কোন রাজ্যে দেখা যায়?

অরুনাচল প্রদেশ

২২. সাউথ তালপট্টি দ্বীপ নিয়ে কোন দুই দেশের বিবাদ রয়েছে?

ভারত ও বাংলাদেশ

২৩.জওহর টানেল কোন পাস দিয়ে তৈরি করা হয়েছে?

বানিহাল পাস

২৪. ভিমবেকতা রক শেল্টার কোন রাজ্যে অবস্থিত?

মধ্যপ্রদেশ

২৫.বিজাপুরের গোলগম্বুজ কার সমাধিক্ষেত্র?

মহম্মদ আদিল শাহ

২৬.জাসকর রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

কামেট

২৭.গোলকোন্ডা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত?

হায়দ্রাবাদ,তেলেঙ্গানা

২৮.হিমালয়ের পূর্বতম শৃঙ্গ কোনটি?

নামচাবারোয়া

২৯. ভারতে বর্তমানে কটি বায়োস্ফিয়ার রিজার্ভ UNESCO ওয়ার্ল্ড নেটওয়ার্ক এর মধ্যে স্থান করে নিয়েছে?

১২টি

৩০. মেঘমালাই ব্যাঘ্র স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত?

তামিলনাডু(৫১তম)