Thursday , March 28 2024
Home / GK / গুরুত্বপূর্ণ GK

গুরুত্বপূর্ণ GK

📛(1) ভারতবর্ষের পূর্বতম স্থান কী?
☑️কিবুথু
📛(২) ভারতবর্ষের নিম্নতম(lowest) স্থান কোনটি?
☑️কুট্টানাড
📛(৩) কোডার্মা কোন খনিজের জন্য বিখ্যাত??
☑️অভ্র
📛(৪) বিবি কা মকবারা কোথায় অবস্থিত?
☑️ঔরঙ্গাবাদ
📛(৫) অটল টানেল কোন পাস দিয়ে তৈরি করা হয়েছে?
☑️রোটাং পাস
📛(৬) তামিলনাডুর নেভেলিতে কোন খনিজ পাওয়া যায?
☑️লিগনাইট কয়লা
📛(৭) শেরশাহের সমাধি কোথায় অবস্থিত?
☑️সাসারাম,বিহার
📛(৮) ইলোরার কৈলাসনাথ মন্দির কাদের সময়ে তৈরি?
☑️রাষ্ট্রকূট
📛(৯) ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
☑️গডউইন অস্টিন(K2)
📛(১০) শাহাজান কোথায় মোতি মসজিদ তৈরি করেন?
☑️আগ্রা
📛(১১) বিখ্যাত রক গার্ডেন কোথায় অবস্থিত? স্থাপত্যবিদ কে?
☑️চন্ডিগড়,নেক চাঁদ
📛(১২) মোনাজাইট কীসের আকরিক?
☑️থোরিয়াম
📛(১৩)নন্দাদেবী শৃঙ্গ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
☑️কুমায়ুন হিমালয়
📛(১৪) গনগনি পশ্চিম বঙ্গের কোন জেলায় অবস্থিত?
☑️পশ্চিম মেদিনীপুর
📛(১৫) Arakan Yoma হল হিমালয়ের অংশ কোন দেশে অবস্থিত?
☑️মায়ানমার
📛(১৬)কয়লা ও খনিজ তেল কোন শীলায় পাওয়া যায়?
☑️পাললিক শীলা(sedimentary rock)
📛(১৭)জোজিলা পাস কোন কোন স্থানকে যুক্ত করে?
☑️শ্রীনগর থেকে লে
📛(১৮) চিতোরের বিজয় স্তম্ভ কে তৈরি করেন?
☑️রানা কুম্ভ
📛(১৯)মুম্বাই- পুনেকে যুক্ত করেছে কোন গিরিপথ?
☑️ভোরঘাট
📛২০. শিপকিলা পাস কোন উপত্যকায় রয়েছে?
☑️শতুদ্র উপত্যকা (Sutlej Valley)
📛২১.মোনপা,অভর,মুশমি,নিশি উপজাতি কোন রাজ্যে দেখা যায়?
☑️অরুনাচল প্রদেশ
📛২২. সাউথ তালপট্টি দ্বীপ নিয়ে কোন দুই দেশের বিবাদ রয়েছে?
☑️ভারত ও বাংলাদেশ
📛২৩.জওহর টানেল কোন পাস দিয়ে তৈরি করা হয়েছে?
☑️বানিহাল পাস
📛২৪. ভিমবেকতা রক শেল্টার কোন রাজ্যে অবস্থিত?
☑️মধ্যপ্রদেশ
📛২৫.বিজাপুরের গোলগম্বুজ কার সমাধিক্ষেত্র?
☑️মহম্মদ আদিল শাহ
📛২৬.জাসকর রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
☑️কামেট
📛২৭.গোলকোন্ডা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত?
☑️হায়দ্রাবাদ,তেলেঙ্গানা
📛২৮.হিমালয়ের পূর্বতম শৃঙ্গ কোনটি?
☑️নামচাবারোয়া
📛২৯. ভারতে বর্তমানে কটি বায়োস্ফিয়ার রিজার্ভ UNESCO ওয়ার্ল্ড নেটওয়ার্ক এর মধ্যে স্থান করে নিয়েছে?
☑️১২টি
📛৩০. মেঘমালাই ব্যাঘ্র স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত?
☑️তামিলনাডু(৫১তম)

Check Also

পর্যায় সারনির বিভিন্ন মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় । 2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় । 3.লিথিয়াম ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *