Friday , March 29 2024
Home / Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স:28-06-20

কারেন্ট অ্যাফেয়ার্স:28-06-20

কারেন্ট অ্যাফেয়ার্স

1.NASA-র হেডকোয়াটারের নাম পরিবর্তন করে রাখা হবে Mary W. Jackson-এর নামে

2.Yuva Pay’’ মোবাইল অ্যাপ লঞ্চ করতে UDMA Technologies-এর সঙ্গে পার্টনারশীপ গড়লো Yes Bank

3.করোনার বিরুদ্ধে সফলভাবে মোকাবিলা করার জন্য কেরালার স্বাস্থ্য মন্ত্রী KK Shailaja-কে সম্মানিত করলো United Nations

4.পাঞ্জাবের প্রথম মহিলা চিফ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন Vini Mahajan

5.২০২৩ সালে স্পেসওয়াকের জন্য পর্যটকদের মহাকাশে নিয়ে যাবে রাশিয়ার Energia space corporation

6.কথাসাহিত্যিক নিমাই ভট্টাচার্য (৮৯) প্রয়াত হলেন৷ পেশাগত ক্ষেত্রে তিনি ছিলেন সাংবাদিক৷ তাঁর লেখা বইয়ের সংখ্যা ১৩০৷ প্রথম বই ‘রাজধানীর নেপথ্যে’৷ ‘মেমসাহেব’, ‘পিয়াসা’, ‘ম্যারেজ রেজিস্ট্রার’, ‘ইমনকল্যাণ’, ‘ডিপ্লোম্যাট’, ‘নাচনী’, ‘গোধুলিয়া’, ‘পিকাডিলি সার্কাস’ প্রভৃতি বহু উপন্যাসের রচয়িতা তিনি৷

7.‘ফেয়ার অ্যান্ড লাভলি’ নামের পণ্য সামগ্রী থেকে ফেয়ার শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত জানাল হিন্দুস্তান ইউনিলিভার৷

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *