কারেন্ট অ্যাফেয়ার্স
1.সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক রিলায়েন্স জিও-এর ৯.৯৯% শেয়ার কিনেছে। যার মূল্য ৪৩,৫৭৪ কোটি টাকা।
2..ভারতে ‘জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস’ পালন করা হয় প্রতি বছর ২৪শে এপ্রিল
3..ছাত্রছাত্রীদের জন্য ‘Lockdown Learners’ নামে অনলাইন সিরিজ লঞ্চ করলো United Nations Office on Drugs and Crimes (UNODC)
4.English Language Day ২৩ এপ্রিল বিশ্বব্যাপী পালন করা হয়। দিবসটি খ্যাতিমান লেখক উইলিয়াম শেক্সপিয়রের জন্মদিন এবং মৃত্যুর তারিখ উপলক্ষে।
5.সম্প্রতি ৭৫ বয়সে মারা গেলেন দক্ষিন কলকাতার প্রখ্যাত থিয়েটার অভিনেত্রী উষা গাঙ্গুলী, যিনি ১৯৭৬ সালে ‘রঙ্গকর্মী’ দল তৈরী করেছিলেন
6.‘Feluda’-নামে কম খরচে COVID-19 টেস্ট স্ট্রিপ যৌথভাবে তৈরী করলো পশ্চিমবঙ্গের ড. সৌভিক মাইতি এবং ড. দেবজ্যোতি চক্রবর্তী
7.ভারতের আইটি জায়ান্ট, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) ইস্রায়েলের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংক চালু করবে। ডিজিটাল ব্যাংকের নাম এখনও দেওয়া হয়নি এবং ২০২১ সালে এটি চালু করা হবে।
8.প্রধানমন্ত্রী মোদী পঞ্চায়েতি রাজ দিবসে ই-গ্রাম স্বরাজ পোর্টাল এবং Swamitva Schemeচালু করলেন
9.জাতীয় ফায়ার সার্ভিস ডে তে পালন করা হয় 1944 সাল 14 এপ্রিল থেকে