Thursday , April 18 2024
Home / Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স: 31/05/2020

কারেন্ট অ্যাফেয়ার্স: 31/05/2020

কারেন্ট অ্যাফেয়ার্স

1.সম্প্রতি ৮৯ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত জ্যোতিষী Bejan Daruwalla

2.অগ্নিপ্রস্থ’ নামে মিশাইল পার্ক তৈরী হচ্ছে অন্ধ্রপ্রদেশের INS Kalinga-তে

3.ডোপিং দুর্নীতির কারণে ভারতের দৌড়বিদ Kiranjeet Kaur-কে ৪ বছরের জন্য ব্যান করলো World Anti-Doping Agency (WADA)

4.ত্তিশগড়ে ‘জল জীবন মিশন’-এর বাস্তবায়ন ঘটাতে ৪৪৫ কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র

5.রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে ‘মুখ্যমন্ত্রী স্বরোজগার যোজনা’ লঞ্চ করলো উত্তরাখন্ড

6.পঙ্গপালের হানাদারি ঠেকাতে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব ও হরিয়ানার ৫০টি জেলায় হাই অ্যালার্ট জারি করল কেন্দ্রীয় সরকার৷ রাজস্থানে প্রতিবছরই পঙ্গপালের দল উড়ে আসে৷ এবার তাদের প্রকোপ বৃদ্ধি পেয়েছে ২৭ বছর পর৷

7.১ আগস্ট থেকে মিস্টির দোকানগুলিতে মিস্টি তৈরির তারিখ ও এক্সপায়ারি ডেট উল্লেখ করতে হবে বলে জানালো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া৷

8.মিসাইল পার্ক ‘অগ্নিপ্রস্থ’ স্থাপন করা হবে, আইএনএস কলিঙ্গায় 2 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করলো 

9.ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড পল্লী বিকাশ (নাবার্ড) রাজ্যের কৃষক ও দরিদ্র মানুষের কল্যাণে চলতি অর্থবছরে (অর্থবছর ২১) পশ্চিমবঙ্গ (ডব্লিউবি) তে এখন পর্যন্ত ১,০৫০ কোটি টাকা অনুদান সহায়তা করবে।

10.বিখ্যাত গীতিকার যোগেশ গৌর 77 বছর বয়সে মারা গেলেন

 

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *