Thursday , September 21 2023
Home / Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স: 26-06-20

কারেন্ট অ্যাফেয়ার্স: 26-06-20

কারেন্ট অ্যাফেয়ার্স

1.মধ্য প্রদেশ রাজ্য সরকার নিষ্ঠা বিদ্যুৎ মিত্র স্কিম নিয়ে এলো

2.একটু খেলো একটু পড়ো প্রকল্প ত্রিপুরা সরকার রাজ্য সরকারের তরফ থেকে শুরু হল

3.ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন, ক্যারাটে এসোসিয়েশন অফ ইন্ডিয়া কে পরিচিতি দিতে নাকচ করল

4.কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন ‘eBloodServices‘ মোবাইল অ্যাপ চালু করেছেন , যার আওতায় অভাবী লোকেরা ৪ ইউনিট পর্যন্ত রক্তের চাহিদা / অর্ডার করতে পারে এবং ব্লাড ব্যাংকগুলি তাদের জন্য 12 ঘন্টা অপেক্ষা করবে।

5.ত্রিপুরা সরকার গর্ভবতী মহিলাদের পুষ্টির কিট সরবরাহের জন্য মুখমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার প্রকল্প চালু করেছে ।

6.পঙ্গপাল নিয়ন্ত্রণের জন্য ড্রোন মাউন্টেড ইউএলভি স্প্রেয়ার ব্যবহার করে ভারত বিশ্বের প্রথম দেশ হবে

7.পশ্চিমবঙ্গে কলেজ-বিশ্ববিদ্যালয়-স্কুলগুলি ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

8.আগামী ৬ মাসের জন্য এইচ-১ বি এবং আরও ৪ রকম অভিবাসী ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্র্যাম্প৷ এতে ৫ লক্ষ ২৫ হাজার মার্কিন নাগরিক চাকরির সুযোগ পাবেন বলে দাবি করলেন তিনি৷

 

Check Also

Current affairs 14/05/2022

1.দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Yoon Suk-yeol 2. এসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *